ETV Bharat / international

Kabul Blast : শতাধিক মানুষের প্রাণ গিয়েছে, অপসারণ প্রক্রিয়ায় বাড়ল তৎপরতা - আফগানিস্তান

গতকাল কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের সামনে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটে ৷ চলে গুলি ৷ এই ঘটনায় মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে ৷

Kabul Blast
Kabul Blast
author img

By

Published : Aug 27, 2021, 10:54 PM IST

কাবুল, 27 অগস্ট : হামিদ কারজাই বিমানবন্দরে এখন অহরহ বিমান ওঠানামার গর্জন ৷ গতকাল কাবুল বিমানবন্দরের সামনে বিস্ফোরণের পর থেকে অপসারণ প্রক্রিয়ায় গতি বেড়ে গিয়েছে কয়েকগুণ ৷ ওই ঘটনায় মৃত্যু হয়েছে 100 জনেরও বেশি মানুষের ৷ কাবুলে আটকে থাকা নাগরিকদের যুদ্ধকালীন তৎপরতায় উড়িয়ে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলি ৷ আর বিমানবন্দরের বাইরে হা পিত্যেশ করে দাঁড়িয়ে শত শত মানুষ ৷ তারা জানে, অপসারণ প্রক্রিয়া শেষ হওয়া এবং মার্কিন সেনা প্রত্যাহারের আগেই তাদের বিমানে চড়ে বসতে হবে ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটের কাছে পরপর দু'বার বিস্ফোরণ ঘটে ৷ সঙ্গে গুলিও চালানো হয় ৷ আইএসআইএস জঙ্গি সংগঠনের তরফে ঘটনো ওই বিস্ফোরণে কমপক্ষে মৃত্য়ু হয়েছে 95 জন আফগান নাগরিকের ৷ মার্কিন সেনার 13 জন জওয়ান মারা গিয়েছেন ৷ শোনা যাচ্ছে মৃতদের মধ্যে দু'জন ব্রিটেনের নাগরিকও রয়েছেন ৷ 2011 সালের পর আফগানিস্তানে আমেরিকান ফোর্সের কাছে এটা সবচেয়ে ভয়ঙ্কর দিন হিসেবে বর্ণনা করেছেন সেদেশের সেনা আধিকারিকরা ৷

আফগান আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ অনেকের আত্মীয়রা ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে চলে গিয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক বলেছেন, কম করে 169 জন মারা গিয়েছেন । কাবুলের ওয়াজির আকবর খান হাসপাতালের মেঝেতে অন্তত 10টি দেহ পড়ে রয়েছে ৷ কারণ মর্গে আর দেহ রাখার জায়গা নেই ৷ আফগানরা জানিয়েছে, মৃতদের অনেকেরই দাবিদার নেই ৷ কারণ ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা অন্য কোনও দেশে পাড়ি দিয়েছে ।

আরও পড়ুন : Kabul airport : বিস্ফোরণের আতঙ্ক রয়েছে, তবু কাবুল বিমানবন্দরের বাইরে থিকথিকে ভিড়

এদিকে বৃহস্পতিবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গিদের হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, "আইএসআইএস-এর যে নেতারা এর বিস্ফোরণের নির্দেশ দিয়েছে, তাদের খুঁজে বার করা হবে ৷ আমরা পুরোপুরি নিশ্চিত না হলেও অনুমান করতে পারি কারা এই কাজ করিয়েছে ৷ বিশাল কোনও সামরিক অভিযান ছাড়া কিভাবে তাদের সন্ধান পেতে হয়, সেই উপায় আমরা বের করে ফেলব ৷" বাইডেন আরও বলেন, "যারা এই কাজ করেছে, তাদের জেনে রাখা ভাল, আমরা ভুলব না । তোমাদের এর মূল্য চোকাতে হবে ।"

কাবুল, 27 অগস্ট : হামিদ কারজাই বিমানবন্দরে এখন অহরহ বিমান ওঠানামার গর্জন ৷ গতকাল কাবুল বিমানবন্দরের সামনে বিস্ফোরণের পর থেকে অপসারণ প্রক্রিয়ায় গতি বেড়ে গিয়েছে কয়েকগুণ ৷ ওই ঘটনায় মৃত্যু হয়েছে 100 জনেরও বেশি মানুষের ৷ কাবুলে আটকে থাকা নাগরিকদের যুদ্ধকালীন তৎপরতায় উড়িয়ে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলি ৷ আর বিমানবন্দরের বাইরে হা পিত্যেশ করে দাঁড়িয়ে শত শত মানুষ ৷ তারা জানে, অপসারণ প্রক্রিয়া শেষ হওয়া এবং মার্কিন সেনা প্রত্যাহারের আগেই তাদের বিমানে চড়ে বসতে হবে ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটের কাছে পরপর দু'বার বিস্ফোরণ ঘটে ৷ সঙ্গে গুলিও চালানো হয় ৷ আইএসআইএস জঙ্গি সংগঠনের তরফে ঘটনো ওই বিস্ফোরণে কমপক্ষে মৃত্য়ু হয়েছে 95 জন আফগান নাগরিকের ৷ মার্কিন সেনার 13 জন জওয়ান মারা গিয়েছেন ৷ শোনা যাচ্ছে মৃতদের মধ্যে দু'জন ব্রিটেনের নাগরিকও রয়েছেন ৷ 2011 সালের পর আফগানিস্তানে আমেরিকান ফোর্সের কাছে এটা সবচেয়ে ভয়ঙ্কর দিন হিসেবে বর্ণনা করেছেন সেদেশের সেনা আধিকারিকরা ৷

আফগান আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ অনেকের আত্মীয়রা ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে চলে গিয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক বলেছেন, কম করে 169 জন মারা গিয়েছেন । কাবুলের ওয়াজির আকবর খান হাসপাতালের মেঝেতে অন্তত 10টি দেহ পড়ে রয়েছে ৷ কারণ মর্গে আর দেহ রাখার জায়গা নেই ৷ আফগানরা জানিয়েছে, মৃতদের অনেকেরই দাবিদার নেই ৷ কারণ ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা অন্য কোনও দেশে পাড়ি দিয়েছে ।

আরও পড়ুন : Kabul airport : বিস্ফোরণের আতঙ্ক রয়েছে, তবু কাবুল বিমানবন্দরের বাইরে থিকথিকে ভিড়

এদিকে বৃহস্পতিবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গিদের হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, "আইএসআইএস-এর যে নেতারা এর বিস্ফোরণের নির্দেশ দিয়েছে, তাদের খুঁজে বার করা হবে ৷ আমরা পুরোপুরি নিশ্চিত না হলেও অনুমান করতে পারি কারা এই কাজ করিয়েছে ৷ বিশাল কোনও সামরিক অভিযান ছাড়া কিভাবে তাদের সন্ধান পেতে হয়, সেই উপায় আমরা বের করে ফেলব ৷" বাইডেন আরও বলেন, "যারা এই কাজ করেছে, তাদের জেনে রাখা ভাল, আমরা ভুলব না । তোমাদের এর মূল্য চোকাতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.