ETV Bharat / international

মাসুদ আজ়হারকে কালো তালিকাভুক্ত করতে ফের উদ্যোগী রাষ্ট্রসংঘ - france

অস্ত্র কেনা, ট্রাভেল ব্যান ও মাসুদের সম্পত্তি ফ্রিজ় করতে একটি খসড়া ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে আনা হয়েছে। তাতে অ্যামেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের সমর্থনের বিষয়টি উল্লেখ রয়েছে।

মাসুদ আজ়হার
author img

By

Published : Mar 28, 2019, 10:37 AM IST

ওয়াশিংটন, 28 মার্চ : মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়েছে চিন। দু'সপ্তাহ আগেই ভেটো প্রয়োগ করেছে তারা। এদিকে, গতকাল জইশ প্রধান আজ়হারকে কালো তালিকা ভুক্ত করতে ফের উদ্যোগ নিল অ্যামেরিকা, ফ্রান্স ও ব্রিটেন।

অস্ত্র কেনা, ট্রাভেল ব্যান ও মাসুদের সম্পত্তি ফ্রিজ় করতে একটি খসড়া ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে আনা হয়েছে। তাতে অ্যামেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের সমর্থনের বিষয়টি উল্লেখ রয়েছে।

অ্যামেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স প্রাথমিকভাবে নিরাপত্তা পরিষদের ISIS এবং আল কায়দা স্যাংশন কমিটির কাছে মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার কথা জানায়। কিন্তু চিন সেক্ষেত্রে বাধা দেয়। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, "চিন বিষয়টির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছে। কিন্তু প্রস্তাবটিকে বিবেচনা করতে আরও সময় লাগবে।" 2016-2017 সালেও চিন আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়েছিল।

রেজ়োলিউশন পাস করাতে হলে ন'টি ভোটের প্রয়োজন। সেইসঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- অ্যামেরিকা, রাশিয়া, ব্রিটেন, চিন ও ফ্রান্সের তরফে ভেটো প্রয়োগ করা যাবে না।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হানায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। দায় স্বীকার করে নেয় জইশ-ই- মহম্মদ।

ওয়াশিংটন, 28 মার্চ : মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়েছে চিন। দু'সপ্তাহ আগেই ভেটো প্রয়োগ করেছে তারা। এদিকে, গতকাল জইশ প্রধান আজ়হারকে কালো তালিকা ভুক্ত করতে ফের উদ্যোগ নিল অ্যামেরিকা, ফ্রান্স ও ব্রিটেন।

অস্ত্র কেনা, ট্রাভেল ব্যান ও মাসুদের সম্পত্তি ফ্রিজ় করতে একটি খসড়া ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে আনা হয়েছে। তাতে অ্যামেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের সমর্থনের বিষয়টি উল্লেখ রয়েছে।

অ্যামেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স প্রাথমিকভাবে নিরাপত্তা পরিষদের ISIS এবং আল কায়দা স্যাংশন কমিটির কাছে মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার কথা জানায়। কিন্তু চিন সেক্ষেত্রে বাধা দেয়। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, "চিন বিষয়টির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছে। কিন্তু প্রস্তাবটিকে বিবেচনা করতে আরও সময় লাগবে।" 2016-2017 সালেও চিন আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়েছিল।

রেজ়োলিউশন পাস করাতে হলে ন'টি ভোটের প্রয়োজন। সেইসঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- অ্যামেরিকা, রাশিয়া, ব্রিটেন, চিন ও ফ্রান্সের তরফে ভেটো প্রয়োগ করা যাবে না।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হানায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। দায় স্বীকার করে নেয় জইশ-ই- মহম্মদ।

Panaji (Goa), Mar 28 (ANI): Art and Culture Minister in the Goa government, Govind Gaude, on Wednesday termed ousted Deputy Minister Sudin Dhavalikar "most corrupt" person in the state and called for inquiry into several projects which the latter had helmed. "Sudin Dhavalikar is the most corrupt person in Goa. Inquiry has to be conducted in JICA construction because it's a long pending project and roads which have been considered under repairs and installation should be investigated as time bound has been already completed," Gaude told ANI. Dhavalikar was removed from the post of deputy chief minister of Goa after two Maharashtrawadi Gomantak Party (MGP) MLAs merged party's legislative wing with the BJP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.