ETV Bharat / international

নেপালে বন্ধ ভারতীয় খবরের চ্যানেল

গতকাল নেপালের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতীয় সংবাদমাধ্যমগুলি ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে ৷ এর প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই নেপালে ভারতীয় খবরের চ্যানেলগুলির সিগনাল বন্ধ করে দেওয়া হয় বলে খবর ৷

India Nepal relations
প্রতীকি ছবি
author img

By

Published : Jul 10, 2020, 12:22 AM IST

কাঠমাণ্ডু , 10 জুলাই : দূরদর্শন ছাড়া বাকি সমস্ত ভারতীয় খবরের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে নেপালে ৷ এমনই বলছেন নেপালের কেবল টেলিভিশন অপারেটররা ৷ যদিও এ-বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা প্রকাশিত হয়নি কাঠমাণ্ডু থেকে ৷

নেপালের চ্যানেল অপারেটর মেগা ম্যাক্স টিভির তরফে ধ্রুব শর্মা এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, "গতকাল সন্ধে থেকেই আমরা সমস্ত ভারতীয় খবরে চ্যানেলগুলির সিগনাল বন্ধ করে দিয়েছি ৷"

এমন কিছু যে হতে চলেছে তার কিছুটা আভাস আগেই দিয়েছিলেন নেপালের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বর্তমান শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ ৷ গতকালই তিনি বলেছিলেন, "নেপাল সরকার ও প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে ভারতীয় সংবাদমাধ্যমগুলি যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ হওয়া দরকার ৷"

গতকাল এ-বিষয়ে টুইটও করেন তিনি ৷ টুইটে শ্রেষ্ঠ লেখেন, "কিছু কিছু খবরের চ্যানেল নেপালের বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ৷"

প্রসঙ্গত চলতি বছরের মে মাসেই নেপালের নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে ৷ তাতে সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের পার্বত্য এলাকার বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে নেপাল । এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত সরকার । দিল্লির তরফে বলা হয়, "নেপালের এই মানচিত্রের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই এবং একতরফাভাবে এই মানচিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

এরপর থেকেই দুই "বন্ধু দেশ"-এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নানারকমের জলঘোলা হতে শুরু করে ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একাধিক ক্ষেত্রে কাটাছেঁড়া করা হয় ৷ পাশাপাশি এই পরিস্থিতিতে চিন ও পাকিস্তানের সঙ্গেও নেপালের কিছুটা সখ্যতা বাড়ে বলে মনে করেন দেশের কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ এই দ্বিপাক্ষিক টানাপোড়েন মধ্যে ভারতীয় খবরের চ্যানেলগুলির সিগনাল বন্ধ করে দেওয়ার মতো ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা ৷

কাঠমাণ্ডু , 10 জুলাই : দূরদর্শন ছাড়া বাকি সমস্ত ভারতীয় খবরের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে নেপালে ৷ এমনই বলছেন নেপালের কেবল টেলিভিশন অপারেটররা ৷ যদিও এ-বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা প্রকাশিত হয়নি কাঠমাণ্ডু থেকে ৷

নেপালের চ্যানেল অপারেটর মেগা ম্যাক্স টিভির তরফে ধ্রুব শর্মা এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, "গতকাল সন্ধে থেকেই আমরা সমস্ত ভারতীয় খবরে চ্যানেলগুলির সিগনাল বন্ধ করে দিয়েছি ৷"

এমন কিছু যে হতে চলেছে তার কিছুটা আভাস আগেই দিয়েছিলেন নেপালের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বর্তমান শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ ৷ গতকালই তিনি বলেছিলেন, "নেপাল সরকার ও প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে ভারতীয় সংবাদমাধ্যমগুলি যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ হওয়া দরকার ৷"

গতকাল এ-বিষয়ে টুইটও করেন তিনি ৷ টুইটে শ্রেষ্ঠ লেখেন, "কিছু কিছু খবরের চ্যানেল নেপালের বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ৷"

প্রসঙ্গত চলতি বছরের মে মাসেই নেপালের নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে ৷ তাতে সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের পার্বত্য এলাকার বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে নেপাল । এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত সরকার । দিল্লির তরফে বলা হয়, "নেপালের এই মানচিত্রের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই এবং একতরফাভাবে এই মানচিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

এরপর থেকেই দুই "বন্ধু দেশ"-এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নানারকমের জলঘোলা হতে শুরু করে ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একাধিক ক্ষেত্রে কাটাছেঁড়া করা হয় ৷ পাশাপাশি এই পরিস্থিতিতে চিন ও পাকিস্তানের সঙ্গেও নেপালের কিছুটা সখ্যতা বাড়ে বলে মনে করেন দেশের কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ এই দ্বিপাক্ষিক টানাপোড়েন মধ্যে ভারতীয় খবরের চ্যানেলগুলির সিগনাল বন্ধ করে দেওয়ার মতো ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.