ETV Bharat / international

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ - helicopter crash

নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল। রবীন্দ্র অধিকারী ছাড়াও আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 27, 2019, 7:50 PM IST

কাঠমান্ডু, ২৭ ফেব্রুয়ারি : হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর। এই দুর্ঘটনায় তিনি ছাড়া আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আজ নেপালের তেহরাথুম জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

সংবাদসংস্থা PTI সূত্রে খবর, বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের সাথে দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

পর্যটনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা পঞ্চথারে একটি অনুষ্ঠান থেকে পাথিবারা মন্দিরের দিকে যাচ্ছিলেন। তখনই হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ জনের মৃ্ত্যু হয়েছে।

কাঠমান্ডু, ২৭ ফেব্রুয়ারি : হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর। এই দুর্ঘটনায় তিনি ছাড়া আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আজ নেপালের তেহরাথুম জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

সংবাদসংস্থা PTI সূত্রে খবর, বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের সাথে দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

পর্যটনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা পঞ্চথারে একটি অনুষ্ঠান থেকে পাথিবারা মন্দিরের দিকে যাচ্ছিলেন। তখনই হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ জনের মৃ্ত্যু হয়েছে।


Pamban (Tamil Nadu), Feb 27 (ANI): The Southern Railway resumed the train services to Rameswaram through Pamban Cantilever Railway Bridge, which was damaged in December last year. The century old Pamban Bridge, built on the sea is the only link between Rameswaram and the mainland. It was found highly damaged in December 2018 due to which the train service was suspended indefinitely until the renovation. Further renovation works were carried out due to which the train service to Rameswaram was suspended. Further test drives with empty rakes were carried out. Also the Southern Railways arranged the transport facilities to the passengers from Mandapam to Rameswaram.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.