ETV Bharat / international

মিলল না রফাসূত্র, কাল ফের ওলি-প্রচণ্ড কথা

শীতল নিবাসে প্রেসিডেন্ট বিধ্যা দেবী ভাণ্ডারী-র সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী ওলির সরকারি বাসভবনে যান প্রচণ্ড । কিন্তু আজকের বৈঠকেও হল না কোনও সিদ্ধান্ত ।

author img

By

Published : Jul 5, 2020, 8:31 PM IST

Oli-Prachanda meet
Nepal PM

কাঠমান্ডু, 5 জুলাই : প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-র সঙ্গে নেপাল কমিউনিস্টপার্টির (NCP) সহ-সভাপতি পুষ্প কমল দাহাল-এর আজকের বৈঠকেও হল না কোনও সিদ্ধান্ত ।সোমবার সকালে ফের পরবর্তী আলোচনায় বসতে চলেছেন উভয় নেতাই ।

সে'দেশের শাসকদলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভাঙন ঠেকাতে আরও আলোচনারজন্য আগেই বালুওয়াতারে প্রধানমন্ত্রী ওলির সরকারি বাসভবনে যান প্রচণ্ড । প্রসঙ্গত, শাসকদল NCP-র অভ্যন্তরীণবিরোধের মধ্যেই সংসদ অধিবেশন শুরুর পর থেকে ওলি ও প্রচণ্ড দুই সহ-সভাপতিই বৈঠক করেসমস্যা সমাধানের চেষ্টা করছেন।

৩০ জুন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তীব্র সমালোচনা করেপ্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি জানিয়েছিলেন বেশিরভাগ সদস্য । বিভিন্ন ইশুতেতাঁর সরকারের 'ব্যর্থতা' এবং বিশেষত ভারত সরকার 'তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে' এমন প্রকাশ্য বিবৃতির পর, দলের অভ্যন্তরে ও বাইরে তীব্র সমালোচিত হনপ্রধানমন্ত্রী ওলি ।

মিলল নারফাসূত্র, কাল ফের ওলি-প্রচণ্ড কথা

কাঠমান্ডু, 5 জুলাই : প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-র সঙ্গে নেপাল কমিউনিস্টপার্টির (NCP) সহ-সভাপতি পুষ্প কমল দাহাল-এর আজকের বৈঠকেও হল না কোনও সিদ্ধান্ত ।সোমবার সকালে ফের পরবর্তী আলোচনায় বসতে চলেছেন উভয় নেতাই ।

সে'দেশের শাসকদলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভাঙন ঠেকাতে আরও আলোচনারজন্য আগেই বালুওয়াতারে প্রধানমন্ত্রী ওলির সরকারি বাসভবনে যান প্রচণ্ড । প্রসঙ্গত, শাসকদল NCP-র অভ্যন্তরীণবিরোধের মধ্যেই সংসদ অধিবেশন শুরুর পর থেকে ওলি ও প্রচণ্ড দুই সহ-সভাপতিই বৈঠক করেসমস্যা সমাধানের চেষ্টা করছেন।

৩০ জুন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তীব্র সমালোচনা করেপ্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি জানিয়েছিলেন বেশিরভাগ সদস্য । বিভিন্ন ইশুতেতাঁর সরকারের 'ব্যর্থতা' এবং বিশেষত ভারত সরকার 'তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে' এমন প্রকাশ্য বিবৃতির পর, দলের অভ্যন্তরে ও বাইরে তীব্র সমালোচিত হনপ্রধানমন্ত্রী ওলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.