ETV Bharat / international

আজ কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেবে পাকিস্তান

আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিতে পারে পাকিস্তান । ভিয়েনা চুক্তি, ICJ-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়া হবে ।

k
author img

By

Published : Sep 1, 2019, 8:06 PM IST

Updated : Sep 2, 2019, 3:15 AM IST

ইসলামাবাদ, 1 সেপ্টেম্বর : আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে জানাল পাকিস্তান । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়া হবে ।

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে ।

এরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে । এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ ।

ভারতের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই বিষয়ে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের থেকে আমরা কনসুলার অ্যাকসেস সংক্রান্ত প্রস্তাব পেয়েছি । আমরা সব দিক খতিয়ে দেখছি । কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি ।" যদিও দু'পক্ষের সমঝোতা না হওয়ায় সেসময় ভারতীয় প্রতিনিধিরা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারেননি ।

ইসলামাবাদ, 1 সেপ্টেম্বর : আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে জানাল পাকিস্তান । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়া হবে ।

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে ।

এরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে । এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ ।

ভারতের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই বিষয়ে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের থেকে আমরা কনসুলার অ্যাকসেস সংক্রান্ত প্রস্তাব পেয়েছি । আমরা সব দিক খতিয়ে দেখছি । কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি ।" যদিও দু'পক্ষের সমঝোতা না হওয়ায় সেসময় ভারতীয় প্রতিনিধিরা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারেননি ।

Silvassa (Dadra and Nagar Haveli), Sep 01 (ANI): Union Home Minister Amit Shah inaugurated Health and Wellness Centre in Dadra and Nagar Haveli's Silvassa on Sep 01. While addressing the gathering Shah said, "With the abrogation of Article 370, the road of development has opened in Jammu and Kashmir, the last nail in the coffin of terrorism has been laid, and the task of integrating Jammu and Kashmir with India has been done. Everybody is with the government on this decision but some people are opposing it too."
Last Updated : Sep 2, 2019, 3:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.