ETV Bharat / international

আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা চুক্তিতে সায় দিল্লির

ভারতের এই বৃহৎ মুক্ত বাজারে এমনও কিছু স্থান থাকা দরকার যেখানে দেশীয় বাণিজ্যগুলিরও লাভ হবে ৷ শুরুতে এমনটাই দাবি আনা হয়েছিল দিল্লির তরফে ৷ আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা চুক্তিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনাও শুরু হয়েছিল ৷ গতরাতে অন্তিম সিদ্ধান্তে আসেন 16 রাষ্ট্রের প্রধানরা ৷ ভারতও আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা চুক্তিতে যুক্ত থাকবে ৷ আগামী বছরে এই চুক্তি সাক্ষরিত হবে ৷

আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা চুক্তিতে সায় দিল্লির
author img

By

Published : Nov 4, 2019, 2:27 PM IST

Updated : Nov 4, 2019, 2:33 PM IST

ব্যাংকক, 4 নভেম্বর : ব্যাংককে চলছে তিনদিন ব্যাপী আঞ্চলিক অর্থনৈতিক বৈঠক ৷ বৈঠকে অংশগ্রহণ করেছেন ভারত সহ 16টি দেশের রাষ্ট্রপ্রধান ৷ সমগ্র এশিয়াব্যাপী আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা চুক্তিতে নির্ণায়ক সিদ্ধান্ত গ্রহণ ও বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার জন্য আলোচনা চলছে এই বৈঠকে ৷ অংশগ্রহণকারী 16টি দেশের GDP পৃথিবীর মোট GDP-র এক তৃতীয়াংশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বাণিজ্যের দিক থেকে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ৷ ভারতও আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে যুক্ত থাকবে মনে করা হচ্ছে এমনই৷

ASEAN-এর এই বৈঠকের শেষে 16 দেশের রাষ্ট্রপ্রধান আজ আঞ্চলিক বাণিজ্যিক চুক্তির বিষয়ে সরকারিভাবে তাঁদের সিদ্ধান্ত জানাবেন ৷ ইতিপূর্বে বৈঠকে ভারত বেশ কিছু বিষয়ে আপত্তি প্রকাশ করে ৷ আঞ্চলিক বাজারে চিনা পণ্যের রমরমা নিয়ে বৈঠকে শঙ্কা প্রকাশ করেছিল ভারত ৷ দিল্লির তরফে দাবি আনা হয়েছে," ভারতের এই বৃহৎ মুক্ত বাজারে এমনও কিছু স্থান থাকা দরকার যেখানে আমাদের বাণিজ্যগুলিরও লাভ হবে ৷" সূত্রের খবর, ভারতের এই দাবি মেনে নিয়ে চলতে হলে যথেষ্টই বেগ পেতে হয়েছে বাকি অংশগ্রহণকারী রাষ্ট্রগুলিকে ৷ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা না হলেও নির্ণায়ক সিদ্ধান্তে পৌছে যাওয়া হয়েছিল গতরাতেই ৷ সবুজ সংকেত দেওয়া হয়েছিল দিল্লি থেকেও ৷ ভারতও আঞ্চলিক বাণিজ্যিক চুক্তিতে যুক্ত থাকবে ৷ এমনটাই সিদ্ধান্তে আসে 16টি রাষ্ট্রের যৌথ বৈঠকে ৷

বৈঠকের আহ্বায়ক দেশ থাইল্যান্ড এবছরেরই শেষে প্রাথমিক একটি সিদ্ধান্তে আসার জন্য প্রস্তাব দিয়েছে ৷ অ্যামেরিকা-চিন টানাপোড়েনের মুখে ঝিমিয়ে পড়া আঞ্চলিক অর্থনীতিকে তুলে ধরতে এই উদ্যোগটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ থাইল্যান্ডের অর্থমন্ত্রী জুরিন লাকসানাউইসিত এদিন বলেন, "বৈঠকের অগ্রগতির তথ্য খুব শীঘ্রই রাষ্ট্রপ্রধানরা আজ ঘোষণা করবেন ৷ ভারতও এই চুক্তিতে সহমত হয়েছে ৷ আগামী বছরে এই চুক্তি স্বাক্ষরিত হবে ৷ "

এই বৈঠকে ইতিবাচক কোনও ফলাফল বেরিয়ে আসলে লাভবান হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি ৷ অ্যামেরিকা-চিন বাণিজ্যিক টানাপোড়েনের মাঝে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বাণিজ্য সেভাবে লাভের মুখ দেখছিল না এতদিন ৷ তবে চিনা পণ্য সম্পর্কে কী ভাবছে দিল্লি, তার দিকেই তাকিয়ে আছে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি ৷

ব্যাংকক, 4 নভেম্বর : ব্যাংককে চলছে তিনদিন ব্যাপী আঞ্চলিক অর্থনৈতিক বৈঠক ৷ বৈঠকে অংশগ্রহণ করেছেন ভারত সহ 16টি দেশের রাষ্ট্রপ্রধান ৷ সমগ্র এশিয়াব্যাপী আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা চুক্তিতে নির্ণায়ক সিদ্ধান্ত গ্রহণ ও বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার জন্য আলোচনা চলছে এই বৈঠকে ৷ অংশগ্রহণকারী 16টি দেশের GDP পৃথিবীর মোট GDP-র এক তৃতীয়াংশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বাণিজ্যের দিক থেকে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ৷ ভারতও আঞ্চলিক বাণিজ্য চুক্তিতে যুক্ত থাকবে মনে করা হচ্ছে এমনই৷

ASEAN-এর এই বৈঠকের শেষে 16 দেশের রাষ্ট্রপ্রধান আজ আঞ্চলিক বাণিজ্যিক চুক্তির বিষয়ে সরকারিভাবে তাঁদের সিদ্ধান্ত জানাবেন ৷ ইতিপূর্বে বৈঠকে ভারত বেশ কিছু বিষয়ে আপত্তি প্রকাশ করে ৷ আঞ্চলিক বাজারে চিনা পণ্যের রমরমা নিয়ে বৈঠকে শঙ্কা প্রকাশ করেছিল ভারত ৷ দিল্লির তরফে দাবি আনা হয়েছে," ভারতের এই বৃহৎ মুক্ত বাজারে এমনও কিছু স্থান থাকা দরকার যেখানে আমাদের বাণিজ্যগুলিরও লাভ হবে ৷" সূত্রের খবর, ভারতের এই দাবি মেনে নিয়ে চলতে হলে যথেষ্টই বেগ পেতে হয়েছে বাকি অংশগ্রহণকারী রাষ্ট্রগুলিকে ৷ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা না হলেও নির্ণায়ক সিদ্ধান্তে পৌছে যাওয়া হয়েছিল গতরাতেই ৷ সবুজ সংকেত দেওয়া হয়েছিল দিল্লি থেকেও ৷ ভারতও আঞ্চলিক বাণিজ্যিক চুক্তিতে যুক্ত থাকবে ৷ এমনটাই সিদ্ধান্তে আসে 16টি রাষ্ট্রের যৌথ বৈঠকে ৷

বৈঠকের আহ্বায়ক দেশ থাইল্যান্ড এবছরেরই শেষে প্রাথমিক একটি সিদ্ধান্তে আসার জন্য প্রস্তাব দিয়েছে ৷ অ্যামেরিকা-চিন টানাপোড়েনের মুখে ঝিমিয়ে পড়া আঞ্চলিক অর্থনীতিকে তুলে ধরতে এই উদ্যোগটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ থাইল্যান্ডের অর্থমন্ত্রী জুরিন লাকসানাউইসিত এদিন বলেন, "বৈঠকের অগ্রগতির তথ্য খুব শীঘ্রই রাষ্ট্রপ্রধানরা আজ ঘোষণা করবেন ৷ ভারতও এই চুক্তিতে সহমত হয়েছে ৷ আগামী বছরে এই চুক্তি স্বাক্ষরিত হবে ৷ "

এই বৈঠকে ইতিবাচক কোনও ফলাফল বেরিয়ে আসলে লাভবান হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি ৷ অ্যামেরিকা-চিন বাণিজ্যিক টানাপোড়েনের মাঝে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বাণিজ্য সেভাবে লাভের মুখ দেখছিল না এতদিন ৷ তবে চিনা পণ্য সম্পর্কে কী ভাবছে দিল্লি, তার দিকেই তাকিয়ে আছে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি ৷

New Delhi, Nov 04 (ANI): Odd-even scheme came into force in Delhi on Nov 04. Traffic police fined a driver for using an odd numbered vehicle near India Gate. Meanwhile, Traffic police fined another driver near ITO while driver said he was not aware of the scheme. The driver of the vehicle, Shubham said, "I live in Noida, I had come for some work last night, I was not aware of the fact that Odd-Even scheme is coming into effect from today onwards." Odd-even scheme will continue till Nov 15.
Last Updated : Nov 4, 2019, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.