ETV Bharat / international

নিকেশ ভারতীয় উপমহাদেশের আল কায়দা প্রধান আসিম ওমর - Chief of Al-Qaeda in the Indian Subcontinent

নিকেশ আসিম ওমর ৷ অ্যামেরিকার বায়ুসেনা অভিযানে খতম ভারতীয় উপমহাদেশের আল কায়দা প্রধান ৷ আফগানিস্থান স্পাই এজেন্সির তরফে আজ নিশ্চিত করা হয় ৷

আসিম ওমর
author img

By

Published : Oct 8, 2019, 10:04 PM IST

Updated : Oct 8, 2019, 11:31 PM IST

কাবুল, 8 অক্টোবর : নিকেশ আসিম ওমর ৷ ভারতীয় উপমহাদেশের আল কায়দা প্রধান ৷ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের মুসা কালা জেলায় অ্যামেরিকার বায়ুসেনা অভিযানে খতম এই জঙ্গি নেতা ৷ আফগানিস্তানের গুপ্তচর সংস্থার তরফে আজ এই খবর নিশ্চিত করা হয় ৷

ওমরের জন্ম উত্তরপ্রদেশের সম্ভলে ৷ 1995 সালে পাকিস্তানে গিয়ে হরকত-উল-মুজ়াহিদিনে যোগ দিয়েছিল সে ৷ আফগান গুপ্তচর সংস্থা টুইট করে জানিয়েছে, 'NDS এখন ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারে ৷ সেপ্টেম্বরের 23 তারিখ অ্যামেরিকা-আফগান মিলিতভাবে অভিযান চালায় মুসা কালার তালিবান কম্পাউন্ডে ৷ সেই অভিযানেই খতম হয় ওমর ৷ '

NDS জানিয়েছে, ওমরের সঙ্গে নিকেশ করা হয়েছে আরও 6 জঙ্গিকে ৷ তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি ৷ NDS টুইটে অবশ্য ওমরকে 'পাকিস্তানি নাগরিক' হিসেবে উল্লেখ করেছে ৷

সেপ্টেম্বরের 22 ও 23 তারিখ হেলমন্দে অ্যামেরিকা ও আফগানিস্তান বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছিল ৷ প্রাথমিকভাবে রিপোর্টে বলা হয়েছিল ওমর পালিয়ে গেছে ৷ বায়ুসেনা অভিযানে 40 জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবরও মিলেছিল ৷

কাবুল, 8 অক্টোবর : নিকেশ আসিম ওমর ৷ ভারতীয় উপমহাদেশের আল কায়দা প্রধান ৷ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের মুসা কালা জেলায় অ্যামেরিকার বায়ুসেনা অভিযানে খতম এই জঙ্গি নেতা ৷ আফগানিস্তানের গুপ্তচর সংস্থার তরফে আজ এই খবর নিশ্চিত করা হয় ৷

ওমরের জন্ম উত্তরপ্রদেশের সম্ভলে ৷ 1995 সালে পাকিস্তানে গিয়ে হরকত-উল-মুজ়াহিদিনে যোগ দিয়েছিল সে ৷ আফগান গুপ্তচর সংস্থা টুইট করে জানিয়েছে, 'NDS এখন ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারে ৷ সেপ্টেম্বরের 23 তারিখ অ্যামেরিকা-আফগান মিলিতভাবে অভিযান চালায় মুসা কালার তালিবান কম্পাউন্ডে ৷ সেই অভিযানেই খতম হয় ওমর ৷ '

NDS জানিয়েছে, ওমরের সঙ্গে নিকেশ করা হয়েছে আরও 6 জঙ্গিকে ৷ তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি ৷ NDS টুইটে অবশ্য ওমরকে 'পাকিস্তানি নাগরিক' হিসেবে উল্লেখ করেছে ৷

সেপ্টেম্বরের 22 ও 23 তারিখ হেলমন্দে অ্যামেরিকা ও আফগানিস্তান বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছিল ৷ প্রাথমিকভাবে রিপোর্টে বলা হয়েছিল ওমর পালিয়ে গেছে ৷ বায়ুসেনা অভিযানে 40 জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবরও মিলেছিল ৷

Vijayawada (Andhra Pradesh), Oct 08 (ANI): The officials of Andhra Pradesh Road and Transport Authority (RTA) were seen pasting stickers of Cheif Minister YS Jaganmohan Reddy on autos here on Tuesday, claiming that the drivers want to thank the YSRCP chief for introducing Vahana Mitra scheme. Motor vehicles inspectors and constables of the RTA pasted stickers this morning, who said that auto drivers want to thank the Chief Minister for extending a helping hand through the newly launched scheme. The Vahana Mitra scheme was introduced on October 4 to provide financial aid of Rs 10,000 per annum to auto drivers for maintenance expenses. The period of applying for the scheme has been extended till the end of October. The scheme is applicable for the owners of vehicles and not for those who drive rented autos.
Last Updated : Oct 8, 2019, 11:31 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.