ETV Bharat / international

বাংলাদেশে নুসরত হত্যা মামলায় একসঙ্গে 16 জনকে মৃত্যুদণ্ড

নুসরত হত্যা মামলায় একসঙ্গে 16 জনকে মৃত্যুদণ্ডের সাজা দিল ফেনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৷

author img

By

Published : Oct 24, 2019, 2:30 PM IST

প্রতীকী ছবি

ফেনি (বাংলাদেশ), 24 অক্টোবর : নুসরত হত্যা মামলায় ঐতিহাসিক রায় ৷ একসঙ্গে 16 জনকে আজ মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশের একটি আদালত ৷

নুসরত জাহান রফি (18) ৷ বাংলাদেশের ফেনির বাসিন্দা ৷ মাদ্রাসায় পড়াশোনা করতেন ৷ চলতি বছরের 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদৌল্লাসহ 16 জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ৷ এরপর অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে বার বার চাপ দিতে থাকে অভিযুক্তরা ৷

ঘটনার প্রায় দু'সপ্তাহ পরে 6 এপ্রিল নুসরতকে মাদ্রাসারই ছাদে হাত, পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ নুসরতের ভাই মেহমুদুল হাসান নোমান এপ্রিলের 8 তারিখ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ প্রায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন নুসরত ৷ অবশেষে 10 এপ্রিল হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

এই ঘটনায় সারা বাংলাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে ৷ পথে নেমে আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে সে দেশের বুদ্ধিজীবীরা ৷

ফেনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আজ 16 জনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন ৷

ফেনি (বাংলাদেশ), 24 অক্টোবর : নুসরত হত্যা মামলায় ঐতিহাসিক রায় ৷ একসঙ্গে 16 জনকে আজ মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশের একটি আদালত ৷

নুসরত জাহান রফি (18) ৷ বাংলাদেশের ফেনির বাসিন্দা ৷ মাদ্রাসায় পড়াশোনা করতেন ৷ চলতি বছরের 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদৌল্লাসহ 16 জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ৷ এরপর অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে বার বার চাপ দিতে থাকে অভিযুক্তরা ৷

ঘটনার প্রায় দু'সপ্তাহ পরে 6 এপ্রিল নুসরতকে মাদ্রাসারই ছাদে হাত, পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ নুসরতের ভাই মেহমুদুল হাসান নোমান এপ্রিলের 8 তারিখ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ প্রায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন নুসরত ৷ অবশেষে 10 এপ্রিল হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

এই ঘটনায় সারা বাংলাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে ৷ পথে নেমে আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে সে দেশের বুদ্ধিজীবীরা ৷

ফেনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আজ 16 জনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন ৷

Stockholm (Sweden), Oct 23 (ANI): Union Minister for Railways and Commerce and Industry, Piyush Goyal, met Swedish Minister for Foreign Trade Anna Hallberg on October 23 in Sweden. While talking to ANI, Anna Hallberg said, "Sweden and India has a fantastic broad and deep relationship that is a platform for future cooperation."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.