ETV Bharat / international

উত্তর প্রদেশের পুলিশের নির্যাতনের ভুয়ো ভিডিয়ো পোস্ট করে ট্রোলড হলেন ইমরান - পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খানের টুইটার হ্যান্ডেল থেকে উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে একটি ভিডিয়ো শেয়ার করা হয় । এনিয়ে ভারত সরকারের দিকে আঙুল তোলা হয় । কিন্তু পরবর্তীতে জানা যায় ভিডিয়োটি ভুয়ো ।

imran khan
imran khan
author img

By

Published : Jan 3, 2020, 11:52 PM IST

দিল্লি, 3 জানুয়ারি : সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ । ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । টুইটে লিখেছিলেন, ভারতীয় পুলিশ উত্তরপ্রদেশে মুসলিমদের উপর অত্যাচার করছে । টুইটটি করার কিছুক্ষণের মধ্যেই তা সাড়া ফেলে সোশাল মিডিয়ায় । শেষ পর্যন্ত দেখা যায় অভিযোগ আনতে গিয়ে ভুয়ো ভিডিয়ো আপলোড করেছেন ইমরান । যে ভিডিয়ো আপলোড করে প্রতিবেশী রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, তা আসলে সাত বছরের পুরানো বাংলাদেশের পুলিশের একটি ভিডিয়ো । শেষ পর্যন্ত অস্বস্তিতে পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হন ইমরান ।

পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে আজ বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । গুরুদ্বারের ভিতরে আটকে পড়েন বহু মানুষ । এই ঘটনার পরপরই ইমরান খানের টুইটার হ্যান্ডেল থেকে ভারতের বিরুদ্ধে ওই টুইট করা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে, ভিডিয়োটি ইউটিউবে আগেই আপলোড করা হয়েছিল । 'Bangladesh police brutality of Hefazat-e-Islam 3' টাইটেলে 2013 সালে আপলোড করা হয়েছিল ভিডিয়োটি । হিফাজত-ই-ইসলামে সংগঠনের সঙ্গে বাংলাদেশের পুলিশের সংঘর্ষের ঘটনার ভিডিয়ো সেটি ।

tweet
ইমরান খানের টুইটর হ্যান্ডেল থেকে এই টুইটটি করা হয়

ইমরানের ওই টুইটের বিরোধিতা করে উত্তর প্রদেশ পুলিশের তরফে টুইট করা হয় । উত্তর প্রদেশ প্রশাসন জানায় , ভিডিয়োটি উত্তর প্রদেশের পুলিশের ভিডিয়ো নয় । পুলিশকর্মীদের উর্দিতে স্পষ্ট লেখা রয়েছে RAB (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) । যা বাংলাদেশ পুলিশের ব়্যাপিড অ্যাকশন স্কয়্যাডের উর্দিতে লেখা থাকে । তা ছাড়া ভিডিয়োয় স্পষ্ট শোনা গেছে ওই পুলিশকর্মীরা বাংলায় কথা বলছে । ভিডিয়োটির লিংকও উত্তর প্রদেশ পুলিশ তাদের টুইটে শেয়ার করে ।

টুইট নিয়ে নেটিজ়েনরা ইমরানকে ট্রোল করা শুরু করতেই দুই ঘণ্টার মধ্যেই টুইটটি মুছে দেন ইমরান খান । এমন ভুল তিনি কীভাবে করলেন তা নিয়ে প্রশ্ন ও সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ।

দিল্লি, 3 জানুয়ারি : সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ । ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । টুইটে লিখেছিলেন, ভারতীয় পুলিশ উত্তরপ্রদেশে মুসলিমদের উপর অত্যাচার করছে । টুইটটি করার কিছুক্ষণের মধ্যেই তা সাড়া ফেলে সোশাল মিডিয়ায় । শেষ পর্যন্ত দেখা যায় অভিযোগ আনতে গিয়ে ভুয়ো ভিডিয়ো আপলোড করেছেন ইমরান । যে ভিডিয়ো আপলোড করে প্রতিবেশী রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, তা আসলে সাত বছরের পুরানো বাংলাদেশের পুলিশের একটি ভিডিয়ো । শেষ পর্যন্ত অস্বস্তিতে পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হন ইমরান ।

পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে আজ বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । গুরুদ্বারের ভিতরে আটকে পড়েন বহু মানুষ । এই ঘটনার পরপরই ইমরান খানের টুইটার হ্যান্ডেল থেকে ভারতের বিরুদ্ধে ওই টুইট করা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে, ভিডিয়োটি ইউটিউবে আগেই আপলোড করা হয়েছিল । 'Bangladesh police brutality of Hefazat-e-Islam 3' টাইটেলে 2013 সালে আপলোড করা হয়েছিল ভিডিয়োটি । হিফাজত-ই-ইসলামে সংগঠনের সঙ্গে বাংলাদেশের পুলিশের সংঘর্ষের ঘটনার ভিডিয়ো সেটি ।

tweet
ইমরান খানের টুইটর হ্যান্ডেল থেকে এই টুইটটি করা হয়

ইমরানের ওই টুইটের বিরোধিতা করে উত্তর প্রদেশ পুলিশের তরফে টুইট করা হয় । উত্তর প্রদেশ প্রশাসন জানায় , ভিডিয়োটি উত্তর প্রদেশের পুলিশের ভিডিয়ো নয় । পুলিশকর্মীদের উর্দিতে স্পষ্ট লেখা রয়েছে RAB (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) । যা বাংলাদেশ পুলিশের ব়্যাপিড অ্যাকশন স্কয়্যাডের উর্দিতে লেখা থাকে । তা ছাড়া ভিডিয়োয় স্পষ্ট শোনা গেছে ওই পুলিশকর্মীরা বাংলায় কথা বলছে । ভিডিয়োটির লিংকও উত্তর প্রদেশ পুলিশ তাদের টুইটে শেয়ার করে ।

টুইট নিয়ে নেটিজ়েনরা ইমরানকে ট্রোল করা শুরু করতেই দুই ঘণ্টার মধ্যেই টুইটটি মুছে দেন ইমরান খান । এমন ভুল তিনি কীভাবে করলেন তা নিয়ে প্রশ্ন ও সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ।

New Delhi, Jan 03 (ANI): Jharkhand Chief Minister Hemant Soren on January 3 met President Ram Nath Kovind at Rashtrapati Bhavan in the national capital. CM Soren was accompanied by his wife Kalpana Murmu Soren. The Jharkhand Chief Minister on behalf of the people of the state conveyed warmest wishes to the President for a happy and prosperous New Year 2020. CM Soren sworn-in as the 11th Chief Minister of Jharkhand on December 29 after JMM-Congress-RJD alliance won a comfortable majority by securing 47 seats in the 81-member House in the recent assembly elections.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.