দিল্লি, 3 জানুয়ারি : সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ । ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । টুইটে লিখেছিলেন, ভারতীয় পুলিশ উত্তরপ্রদেশে মুসলিমদের উপর অত্যাচার করছে । টুইটটি করার কিছুক্ষণের মধ্যেই তা সাড়া ফেলে সোশাল মিডিয়ায় । শেষ পর্যন্ত দেখা যায় অভিযোগ আনতে গিয়ে ভুয়ো ভিডিয়ো আপলোড করেছেন ইমরান । যে ভিডিয়ো আপলোড করে প্রতিবেশী রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, তা আসলে সাত বছরের পুরানো বাংলাদেশের পুলিশের একটি ভিডিয়ো । শেষ পর্যন্ত অস্বস্তিতে পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হন ইমরান ।
পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে আজ বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । গুরুদ্বারের ভিতরে আটকে পড়েন বহু মানুষ । এই ঘটনার পরপরই ইমরান খানের টুইটার হ্যান্ডেল থেকে ভারতের বিরুদ্ধে ওই টুইট করা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে, ভিডিয়োটি ইউটিউবে আগেই আপলোড করা হয়েছিল । 'Bangladesh police brutality of Hefazat-e-Islam 3' টাইটেলে 2013 সালে আপলোড করা হয়েছিল ভিডিয়োটি । হিফাজত-ই-ইসলামে সংগঠনের সঙ্গে বাংলাদেশের পুলিশের সংঘর্ষের ঘটনার ভিডিয়ো সেটি ।
ইমরানের ওই টুইটের বিরোধিতা করে উত্তর প্রদেশ পুলিশের তরফে টুইট করা হয় । উত্তর প্রদেশ প্রশাসন জানায় , ভিডিয়োটি উত্তর প্রদেশের পুলিশের ভিডিয়ো নয় । পুলিশকর্মীদের উর্দিতে স্পষ্ট লেখা রয়েছে RAB (র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) । যা বাংলাদেশ পুলিশের ব়্যাপিড অ্যাকশন স্কয়্যাডের উর্দিতে লেখা থাকে । তা ছাড়া ভিডিয়োয় স্পষ্ট শোনা গেছে ওই পুলিশকর্মীরা বাংলায় কথা বলছে । ভিডিয়োটির লিংকও উত্তর প্রদেশ পুলিশ তাদের টুইটে শেয়ার করে ।
-
This is not from U.P, but from a May,2013 incident in Dhaka,Bangladesh.The RAB(Rapid Action Battalion) written on the vests at 0:21s, 1:27s or the Bengali spoken, or these links would help you be better informed.
— UP POLICE (@Uppolice) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. https://t.co/Rp3kcKHz2K
2.https://t.co/zf7qk9bY7M@UPPViralCheck https://t.co/4krjmD38PK
">This is not from U.P, but from a May,2013 incident in Dhaka,Bangladesh.The RAB(Rapid Action Battalion) written on the vests at 0:21s, 1:27s or the Bengali spoken, or these links would help you be better informed.
— UP POLICE (@Uppolice) January 3, 2020
1. https://t.co/Rp3kcKHz2K
2.https://t.co/zf7qk9bY7M@UPPViralCheck https://t.co/4krjmD38PKThis is not from U.P, but from a May,2013 incident in Dhaka,Bangladesh.The RAB(Rapid Action Battalion) written on the vests at 0:21s, 1:27s or the Bengali spoken, or these links would help you be better informed.
— UP POLICE (@Uppolice) January 3, 2020
1. https://t.co/Rp3kcKHz2K
2.https://t.co/zf7qk9bY7M@UPPViralCheck https://t.co/4krjmD38PK
টুইট নিয়ে নেটিজ়েনরা ইমরানকে ট্রোল করা শুরু করতেই দুই ঘণ্টার মধ্যেই টুইটটি মুছে দেন ইমরান খান । এমন ভুল তিনি কীভাবে করলেন তা নিয়ে প্রশ্ন ও সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ।