ETV Bharat / international

Bangladesh Liberation War : বৈষম্যের প্রতিবাদে অধিকার আদায়ের লড়াই ছিল মুক্তিযুদ্ধ

author img

By

Published : Dec 16, 2021, 9:06 PM IST

1971 এর 26 মার্চ থেকে 16 ডিসেম্বর ৷ এটাই মুক্তিযুদ্ধের সময়কাল (Bangladesh Liberation War) ৷ কিন্তু এর প্রেক্ষাপটের ব্যপ্তি আরও বেশি৷ যার নেপথ্যে রয়েছে বৈষম্য ৷

history of 1971 bangladesh liberation war
Bangladesh Liberation War : বৈষম্যের প্রতিবাদে অধিকার আদায়ের লড়াই ছিল মুক্তিযুদ্ধ

কলকাতা, 16 ডিসেম্বর : 26 মার্চ, 1971 ৷ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahaman in Bangladesh Independence) ৷ তখন তিনি আওয়ামী লিগের নেতা ৷ মুক্তিযুদ্ধের চরম পর্যায়ের সেই শুরু ৷ কারণ, এর বিরুদ্ধে পাকিস্তানের সেনাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওই দেশের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ৷

যদিও এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল আরও আগে ৷ সালটা ছিল 1948 ৷ যখন পাকিস্তানের তৎকালীন গর্ভনর জেনারেল মহম্মদ আলি জিন্না উর্দুকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন ৷ পশ্চিম পাকিস্তানের মানুষ উর্দুতে কথা বলতে অভ্যস্ত হলেও পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলাভাষী ছিলেন ৷ ফলে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু হয় ৷

1952 সালের 21 ফেব্রুয়ারি সেই ‘ভাষা আন্দোলনের’ ভয়ঙ্কর পরিণতি হয় ৷ ওই দিন পুলিশের গুলিতে বেশ কয়েকজন শহিদ হন ৷ 1956 সালে অবশ্য বাংলাও পাকিস্তানে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় ৷ কিন্তু ভাষা ছাড়াও আরও অনেক পার্থক্য ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের৷ পূর্ব পাকিস্তানের সঙ্গে বৈষম্য করার অভিযোগ ওঠে বারবার ৷ ফলে ক্ষোভ ক্রমশ দানা বাঁধতে শুরু করে ৷

তার পর 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ভোলায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ৷ তাতে প্রায় 3 থেকে 5 লক্ষ লোক মারা গিয়েছিল ৷ এর জেরে পূর্ব পাকিস্তানের মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ যার ফল গিয়ে পড়ে ওই বছরের নির্বাচনে ৷

পাকিস্তানের সংসদ তখন 313 আসনের ছিল ৷ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন ৷ আওয়ামী লিগ জেতে 167টি আসনে ৷ ফলে তারাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়ার দাবিদার ছিল ৷ সেই হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের ৷ কিন্তু পশ্চিম পাকিস্তান সেই দাবি মেনে নেয়নি ৷ বরং সামরিক শাসন চাপিয়ে দেওয়া হয় ৷

যা নিয়ে শুরু আন্দোলন ৷ কিন্তু পাকিস্তানি সেনা দমনপীড়ন শুরু করে ৷ অপারেশন সার্চলাইটের মতো একাধিক গণহত্যা সংগঠিত হয় পাকিস্তানি সেনার মদতে ৷ 1971 এর 25 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপারেশন সার্চলাইট হয় ৷ সেইদিন মধ্যরাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন ৷ পাকিস্তানি সেনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ৷

সেই শুরু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৷ যে যুদ্ধের সঙ্গে ভারতের যোগ ওতপ্রোতভাবে ছিল বলে ইতিহাসবিদরা বলেন ৷ কারণ, মুক্তিযোদ্ধারা ভারতেই প্রশিক্ষণ পেয়েছিলেন ৷ মুক্তিযোদ্ধারা একটু একটু করে কোণঠাসা করতে শুরু করে পাকিস্তানের সেনাকে ৷

আরও পড়ুন : President Kovind attends Victory Day Parade : ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

কিন্তু যুদ্ধের শেষ হয়েছিল ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় ৷ কারণ, 1971-এর 3 ডিসেম্বর ভারতের পশ্চিমপ্রান্তে হামলা চালায় পাক সেনা ৷ তার পরই ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় ৷ 13 দিন পর 16 ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা ৷ স্বাধীন হয় বাংলাদেশ ৷

কলকাতা, 16 ডিসেম্বর : 26 মার্চ, 1971 ৷ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahaman in Bangladesh Independence) ৷ তখন তিনি আওয়ামী লিগের নেতা ৷ মুক্তিযুদ্ধের চরম পর্যায়ের সেই শুরু ৷ কারণ, এর বিরুদ্ধে পাকিস্তানের সেনাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওই দেশের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ৷

যদিও এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল আরও আগে ৷ সালটা ছিল 1948 ৷ যখন পাকিস্তানের তৎকালীন গর্ভনর জেনারেল মহম্মদ আলি জিন্না উর্দুকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন ৷ পশ্চিম পাকিস্তানের মানুষ উর্দুতে কথা বলতে অভ্যস্ত হলেও পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলাভাষী ছিলেন ৷ ফলে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু হয় ৷

1952 সালের 21 ফেব্রুয়ারি সেই ‘ভাষা আন্দোলনের’ ভয়ঙ্কর পরিণতি হয় ৷ ওই দিন পুলিশের গুলিতে বেশ কয়েকজন শহিদ হন ৷ 1956 সালে অবশ্য বাংলাও পাকিস্তানে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় ৷ কিন্তু ভাষা ছাড়াও আরও অনেক পার্থক্য ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের৷ পূর্ব পাকিস্তানের সঙ্গে বৈষম্য করার অভিযোগ ওঠে বারবার ৷ ফলে ক্ষোভ ক্রমশ দানা বাঁধতে শুরু করে ৷

তার পর 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ভোলায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ৷ তাতে প্রায় 3 থেকে 5 লক্ষ লোক মারা গিয়েছিল ৷ এর জেরে পূর্ব পাকিস্তানের মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ যার ফল গিয়ে পড়ে ওই বছরের নির্বাচনে ৷

পাকিস্তানের সংসদ তখন 313 আসনের ছিল ৷ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন ৷ আওয়ামী লিগ জেতে 167টি আসনে ৷ ফলে তারাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়ার দাবিদার ছিল ৷ সেই হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের ৷ কিন্তু পশ্চিম পাকিস্তান সেই দাবি মেনে নেয়নি ৷ বরং সামরিক শাসন চাপিয়ে দেওয়া হয় ৷

যা নিয়ে শুরু আন্দোলন ৷ কিন্তু পাকিস্তানি সেনা দমনপীড়ন শুরু করে ৷ অপারেশন সার্চলাইটের মতো একাধিক গণহত্যা সংগঠিত হয় পাকিস্তানি সেনার মদতে ৷ 1971 এর 25 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপারেশন সার্চলাইট হয় ৷ সেইদিন মধ্যরাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন ৷ পাকিস্তানি সেনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ৷

সেই শুরু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৷ যে যুদ্ধের সঙ্গে ভারতের যোগ ওতপ্রোতভাবে ছিল বলে ইতিহাসবিদরা বলেন ৷ কারণ, মুক্তিযোদ্ধারা ভারতেই প্রশিক্ষণ পেয়েছিলেন ৷ মুক্তিযোদ্ধারা একটু একটু করে কোণঠাসা করতে শুরু করে পাকিস্তানের সেনাকে ৷

আরও পড়ুন : President Kovind attends Victory Day Parade : ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

কিন্তু যুদ্ধের শেষ হয়েছিল ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় ৷ কারণ, 1971-এর 3 ডিসেম্বর ভারতের পশ্চিমপ্রান্তে হামলা চালায় পাক সেনা ৷ তার পরই ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় ৷ 13 দিন পর 16 ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা ৷ স্বাধীন হয় বাংলাদেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.