ETV Bharat / international

Coronavirus : এক বছরেও করোনাজয়ীদের পিছু ছাড়ছে না ভাইরাসের উপসর্গ, দাবি ল্যানসেটের

করোনায় আক্রান্ত হওয়ার পর যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের প্রায় অর্ধেক টানা এক বছর ধরে অসুস্থ থাকছেন ৷ কোভিডের কোনও না কোনও উপসর্গে ভুগতে হচ্ছে তাঁদের ৷ দ্য ল্যানসেট পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷

author img

By

Published : Aug 27, 2021, 7:28 PM IST

Updated : Aug 28, 2021, 4:21 PM IST

Half of hospitalized Covid patients have persisting symptoms after a year: Lancet study
Coronavirus : 12 মাসেও করোনাজয়ীদের পিছু ছাড়ছে না ভাইরাসের উপসর্গ, দাবি সমীক্ষায়

বেজিং, 27 অগস্ট : করোনায় আক্রান্ত হয়ে যাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তাঁদের অন্তত অর্ধেক মানুষ টানা 12 মাস ধরে কোভিডের অন্তত একটি উপসর্গে ভুগেছেন ৷ শুক্রবার দ্য ল্যানসেট (The Lancet) পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷ চিনের উহান প্রদেশের 1 হাজার 276 জন করোনাজয়ীর উপর এই সমীক্ষা চালাতে গিয়ে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার একবছর পর করোনা থেকে সেরে ওঠা প্রতি তিনজনের মধ্যে একজনের শ্বাসকষ্ট হচ্ছে ৷ এঁদের অনেকেরই ফুসফুস আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গিয়েছে ৷ বিশেষ করে যাঁরা করোনার কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁদেরই সমস্যা বেশি হচ্ছে ৷ বস্তুত, যে জনগোষ্ঠীতে কোভিড সেভাবে থাবা বসাতে পারেনি, তাঁদের তুলনায় কোভিডজয়ীরা অনেক বেশি দুর্বল ৷

আরও পড়ুন : Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, দফায় দফায় ক্লাস শুরু

চায়না-জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের অধ্যাপক বিন কাও এই প্রসঙ্গে জানান, হাসপাতালে যে করোনা আক্রান্তরা চিকিৎসাধীন ছিলেন, তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষাগুলির মধ্যে এটিই সবথেকে বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করতে পারা গিয়েছে ৷ কাও আরও জানান, একথা ঠিক যে কিছু মানুষ খুব ভালভাবেই সেরে উঠেছেন ৷ কিন্তু, অনেকেরই গুরুতর সমস্যা হচ্ছে ৷ বিশেষ করে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন যাঁদের অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁরা অনেকেই এখনও পর্যন্ত করোনার ক্ষত পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি ৷

গবেষক ও সমীক্ষকদের হাতে আসা তথ্য বলছে, করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠতে অনেকের এক বছরেরও বেশি সময় লাগছে ৷ করোনাজয়ীদের জন্য কী ধরনের চিকিৎসা পরিকাঠামো মজুত রাখা দরকার, এই তথ্য থেকেই তা অনেকটা স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ প্রসঙ্গত, এর আগে এই একই দলের সমীক্ষকরা 1 হাজার 733 জনের উপর একটি সমীক্ষা চালিয়েছিলেন ৷ সেবার দেখা গিয়েছিল, করোনায় আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতাল ভর্তি হচ্ছেন, তাঁদের চারভাগের তিনভাগই সেরে ওঠার পর টানা ছ’মাস কোনও না কোনও উপসর্গে ভুগেছেন ৷ 2020 সালে 7 জানুয়ারি থেকে 29 মে-র মধ্যে যেসব করোনাজয়ীরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাঁদের উপরেই নতুন সমীক্ষাটি করা হয়েছে ৷

আরও পড়ুন : COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

গবেষকরা জানিয়েছেন, করোনামুক্ত হওয়ার ছ’মাস এবং এক বছর পর করোনাজয়ীদের সম্পূর্ণ স্বাস্থ্যপরীক্ষা করানো হয় ৷ তাতেই হাতে এসেছে নয়া তথ্য ৷ এছাড়া, সমীক্ষকরা করোনাজয়ীদের সঙ্গে সরাসরি কথাও বলেছেন ৷ তাঁদের নানা প্রশ্ন করা হয়েছে ৷ ছ’মিনিটের একটি হাঁটা পরীক্ষাও দিতে হয়েছে সমীক্ষার আওতাভুক্ত করোনাজয়ীদের ৷ তাঁদের গড় বয়স ছিল 57 বছর ৷ মোটামুটিভাবে করোনামুক্ত হওয়ার 185 দিন এবং 349 দিনের মাথায় তাঁদের যাবতীয় শারীরিক পরীক্ষা করা হয় ৷

বেজিং, 27 অগস্ট : করোনায় আক্রান্ত হয়ে যাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তাঁদের অন্তত অর্ধেক মানুষ টানা 12 মাস ধরে কোভিডের অন্তত একটি উপসর্গে ভুগেছেন ৷ শুক্রবার দ্য ল্যানসেট (The Lancet) পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷ চিনের উহান প্রদেশের 1 হাজার 276 জন করোনাজয়ীর উপর এই সমীক্ষা চালাতে গিয়ে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার একবছর পর করোনা থেকে সেরে ওঠা প্রতি তিনজনের মধ্যে একজনের শ্বাসকষ্ট হচ্ছে ৷ এঁদের অনেকেরই ফুসফুস আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গিয়েছে ৷ বিশেষ করে যাঁরা করোনার কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁদেরই সমস্যা বেশি হচ্ছে ৷ বস্তুত, যে জনগোষ্ঠীতে কোভিড সেভাবে থাবা বসাতে পারেনি, তাঁদের তুলনায় কোভিডজয়ীরা অনেক বেশি দুর্বল ৷

আরও পড়ুন : Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, দফায় দফায় ক্লাস শুরু

চায়না-জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের অধ্যাপক বিন কাও এই প্রসঙ্গে জানান, হাসপাতালে যে করোনা আক্রান্তরা চিকিৎসাধীন ছিলেন, তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষাগুলির মধ্যে এটিই সবথেকে বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করতে পারা গিয়েছে ৷ কাও আরও জানান, একথা ঠিক যে কিছু মানুষ খুব ভালভাবেই সেরে উঠেছেন ৷ কিন্তু, অনেকেরই গুরুতর সমস্যা হচ্ছে ৷ বিশেষ করে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন যাঁদের অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁরা অনেকেই এখনও পর্যন্ত করোনার ক্ষত পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি ৷

গবেষক ও সমীক্ষকদের হাতে আসা তথ্য বলছে, করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠতে অনেকের এক বছরেরও বেশি সময় লাগছে ৷ করোনাজয়ীদের জন্য কী ধরনের চিকিৎসা পরিকাঠামো মজুত রাখা দরকার, এই তথ্য থেকেই তা অনেকটা স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ প্রসঙ্গত, এর আগে এই একই দলের সমীক্ষকরা 1 হাজার 733 জনের উপর একটি সমীক্ষা চালিয়েছিলেন ৷ সেবার দেখা গিয়েছিল, করোনায় আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতাল ভর্তি হচ্ছেন, তাঁদের চারভাগের তিনভাগই সেরে ওঠার পর টানা ছ’মাস কোনও না কোনও উপসর্গে ভুগেছেন ৷ 2020 সালে 7 জানুয়ারি থেকে 29 মে-র মধ্যে যেসব করোনাজয়ীরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাঁদের উপরেই নতুন সমীক্ষাটি করা হয়েছে ৷

আরও পড়ুন : COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

গবেষকরা জানিয়েছেন, করোনামুক্ত হওয়ার ছ’মাস এবং এক বছর পর করোনাজয়ীদের সম্পূর্ণ স্বাস্থ্যপরীক্ষা করানো হয় ৷ তাতেই হাতে এসেছে নয়া তথ্য ৷ এছাড়া, সমীক্ষকরা করোনাজয়ীদের সঙ্গে সরাসরি কথাও বলেছেন ৷ তাঁদের নানা প্রশ্ন করা হয়েছে ৷ ছ’মিনিটের একটি হাঁটা পরীক্ষাও দিতে হয়েছে সমীক্ষার আওতাভুক্ত করোনাজয়ীদের ৷ তাঁদের গড় বয়স ছিল 57 বছর ৷ মোটামুটিভাবে করোনামুক্ত হওয়ার 185 দিন এবং 349 দিনের মাথায় তাঁদের যাবতীয় শারীরিক পরীক্ষা করা হয় ৷

Last Updated : Aug 28, 2021, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.