ETV Bharat / international

Reham Khan : ইমরানের প্রাক্তন স্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি, দেশের প্রধানমন্ত্রীকেই দুষলেন রেহাম খান

author img

By

Published : Jan 3, 2022, 3:57 PM IST

ইমরান খানের (Pakistan Prime Minister Imran Khan) প্রাক্তন স্ত্রী রেহাম খানের (Reham Khan) গাড়িতে হামলা ৷ দুই বন্দুকবাজ তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ ৷ ঘটনার জন্য প্রাক্তন স্বামীর সরকারকেই দায়ী করেছেন রেহাম ৷

gunmen attack imran khan's wife reham khan
Reham Khan : ইমরানের প্রাক্তন স্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি, দেশের প্রধানমন্ত্রীকেই দুষলেন রেহাম খান

ইসলামাবাদ (পাকিস্তান), 3 জানুয়ারি : আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে দুষ্কৃতী হামলার মুখে পড়তে হল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan Prime Minister Imran Khan) প্রাক্তন স্ত্রী রেহাম খানকে (Reham Khan) ৷ তাঁর দাবি, এক আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন তিনি ৷ সেখান থেকে ফেরার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুই দুষ্কৃতী ৷ হামলাকারীরা একটি মোটরবাইকে চড়ে এসেছিল বলে জানান রেহাম ৷ ওই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রেহামের গাড়ি বেশ কিছুক্ষণ আটকেও রাখে ৷ কোনও মতে অন্য একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন রেহাম ৷ তবে তখনও তাঁর গাড়ির চালক ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গাড়িতেই বসে ছিলেন বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ইমরানের প্রাক্তন স্ত্রী ৷ হামলার পরই এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ ঘটনার জন্য সরাসরি প্রাক্তন স্বামীর সরকারকেই কাঠগড়ায় তোলেন রেহাম ৷ লেখেন, ‘‘এটাই ইমরান খানের নতুন পাকিস্তান ? ভীরু, জোচ্চর আর লোভীদের রাজ্যে আপনাদের স্বাগত !’’ এরপরই রেহাম জানান, তিনি তাঁর নিজের জীবনহানি বা আঘাত নিয়ে চিন্তিত নন ৷ কিন্তু, যে মানুষগুলো তাঁর জন্য কাজ করে চলেছেন, তাঁদের জন্য তিনি চিন্তিত এবং ক্ষুব্ধ ৷

এই ঘটনার পরই ইসলামাবাদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেহাম খান ৷ পরে সেই এফআইআর-এর ছবিও মাইক্রোব্লগিং সাইটে পোস্ট করেন তিনি ৷ তার আগে এই প্রসঙ্গে রেহাম লেখেন, ‘‘এখন সকাল ন’টা বাজে ৷ আমার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং বাকিরা এক মিনিটের জন্যও ঘুমোতে পারেননি ৷ অথচ এখনও পর্যন্ত শামস কলোনি থানায় আমার অভিযোগ নথিভুক্ত করা হয়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷ এখনও আমি এফআইআর-এর প্রতিলিপির জন্য অপেক্ষা করছি ৷’’

আরও পড়ুন : Blast in Pakistan : করাচিতে বিস্ফোরণে ভাঙল বহুতল, মৃত অন্তত 12

পরে এই ঘটনা নিয়ে আরও একটি আবেগঘন টুইট করেন রেহাম ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি লেখেন, ‘‘আল্লাহ মালিক, যাঁদের এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হল, তাঁদের জন্য আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে ৷ আমার কর্মীরা আমাকে নিজেদের পরিবারের থেকেও বেশি ভালবাসেন ৷ তাঁরা যেভাবে প্রাণের ঝুঁকি নিলেন, তাতে আমি বিধ্বস্ত ৷ বিয়ের একটা সুন্দর অনুষ্ঠান এত ভয়াবহভাবে শেষ হল ৷’’ প্রসঙ্গত, 2014 সালে ইমরানকে বিয়ে করেন রেহাম ৷ 2015 সালে তাঁদের বিয়ে ভেঙে যায় ৷ তারপর থেকেই বিভিন্ন সময়ে নানা ইস্যুতে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷

ইসলামাবাদ (পাকিস্তান), 3 জানুয়ারি : আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে দুষ্কৃতী হামলার মুখে পড়তে হল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan Prime Minister Imran Khan) প্রাক্তন স্ত্রী রেহাম খানকে (Reham Khan) ৷ তাঁর দাবি, এক আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন তিনি ৷ সেখান থেকে ফেরার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুই দুষ্কৃতী ৷ হামলাকারীরা একটি মোটরবাইকে চড়ে এসেছিল বলে জানান রেহাম ৷ ওই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রেহামের গাড়ি বেশ কিছুক্ষণ আটকেও রাখে ৷ কোনও মতে অন্য একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন রেহাম ৷ তবে তখনও তাঁর গাড়ির চালক ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গাড়িতেই বসে ছিলেন বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : India Pakistan exchange list of nuclear installations : পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা আদানপ্রদান করল ভারত-পাকিস্তান

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ইমরানের প্রাক্তন স্ত্রী ৷ হামলার পরই এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ ঘটনার জন্য সরাসরি প্রাক্তন স্বামীর সরকারকেই কাঠগড়ায় তোলেন রেহাম ৷ লেখেন, ‘‘এটাই ইমরান খানের নতুন পাকিস্তান ? ভীরু, জোচ্চর আর লোভীদের রাজ্যে আপনাদের স্বাগত !’’ এরপরই রেহাম জানান, তিনি তাঁর নিজের জীবনহানি বা আঘাত নিয়ে চিন্তিত নন ৷ কিন্তু, যে মানুষগুলো তাঁর জন্য কাজ করে চলেছেন, তাঁদের জন্য তিনি চিন্তিত এবং ক্ষুব্ধ ৷

এই ঘটনার পরই ইসলামাবাদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেহাম খান ৷ পরে সেই এফআইআর-এর ছবিও মাইক্রোব্লগিং সাইটে পোস্ট করেন তিনি ৷ তার আগে এই প্রসঙ্গে রেহাম লেখেন, ‘‘এখন সকাল ন’টা বাজে ৷ আমার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং বাকিরা এক মিনিটের জন্যও ঘুমোতে পারেননি ৷ অথচ এখনও পর্যন্ত শামস কলোনি থানায় আমার অভিযোগ নথিভুক্ত করা হয়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷ এখনও আমি এফআইআর-এর প্রতিলিপির জন্য অপেক্ষা করছি ৷’’

আরও পড়ুন : Blast in Pakistan : করাচিতে বিস্ফোরণে ভাঙল বহুতল, মৃত অন্তত 12

পরে এই ঘটনা নিয়ে আরও একটি আবেগঘন টুইট করেন রেহাম ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি লেখেন, ‘‘আল্লাহ মালিক, যাঁদের এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হল, তাঁদের জন্য আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে ৷ আমার কর্মীরা আমাকে নিজেদের পরিবারের থেকেও বেশি ভালবাসেন ৷ তাঁরা যেভাবে প্রাণের ঝুঁকি নিলেন, তাতে আমি বিধ্বস্ত ৷ বিয়ের একটা সুন্দর অনুষ্ঠান এত ভয়াবহভাবে শেষ হল ৷’’ প্রসঙ্গত, 2014 সালে ইমরানকে বিয়ে করেন রেহাম ৷ 2015 সালে তাঁদের বিয়ে ভেঙে যায় ৷ তারপর থেকেই বিভিন্ন সময়ে নানা ইস্যুতে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.