ETV Bharat / international

"দেশ কীভাবে চালাতে হবে, তা কারোর কাছে শেখার দরকার নেই,"- রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি আকবরুদ্দিন

দেশ কীভাবে চালাতে হবে তা কারও কাছ থেকে শিখব না ৷ জঙ্গি কার্যকলাপ বন্ধ হলেই আলোচনা সম্ভব ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বলল ভারত ৷

সইদ আকবরুদ্দিন
author img

By

Published : Aug 16, 2019, 10:08 PM IST

Updated : Aug 16, 2019, 11:50 PM IST

নিউইয়র্ক, 16 অগাস্ট: দেশ কীভাবে চালাতে হবে তা কারও কাছ থেকে ভারত শিখবে না ৷ জঙ্গি কার্যকলাপ বন্ধ হলেই আলোচনা সম্ভব ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানাল ভারত ৷

আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ সেই বৈঠকে নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি সইদ আকবরুদ্দিন বলেন, "সরকার ধীরে ধীরে কাশ্মীর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে ৷ জম্মু ও কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ করছে ভারত সরকার৷ " জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে তাঁর আরও সংযোজন, "জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দারা যাতে সামাজিক ও অর্থনৈতিক সুযোগ, সুবিধা পান, সেজন্যই ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া অন্য কোনও উদ্দেশ্য সরকারের নেই ৷"

শুনে নিন সইদ আকবরুদ্দিনের বক্তব্য

নিরাপত্তা পরিষদের বৈঠকে নাম না করে পাকিস্তানের উদ্দেশে আকবরুদ্দিন বলেন, "জম্মু ও কাশ্মীরে অস্থির অবস্থা চলছে, এমন ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ৷ যা আদৌ সত্য নয় ৷ শুধু তাই নয়, বারবার একটি রাষ্ট্র ও তার নেতারা সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি জেহাদ শব্দটিও ব্যবহার করেছেন ৷ এটা উদ্বেগজনক ৷ "

আরও পড়ুন: আনুষ্ঠানিক নয়, কাশ্মীর ইশুতে নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয়নি ৷ ফলে এই বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে না ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের পাঁচ জন স্থায়ী ও 10 জন অস্থায়ী সদস্য ৷

আজ বৈঠকে রাষ্ট্রসংঘে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েরই একতরফা পদক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত ৷ চিনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, "কাশ্মীরের পরিস্থিতি এমনিতেই খুবই উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক ৷" এই বৈঠকে ঢোকার আগে নিরাপত্তা পরিষদের রাশিয়ার ডেপুটি স্থায়ী সদস্য দিমিত্রি পলিয়ানস্কি বলেন, "মস্কো মনে করে এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷"

আরও পড়ুন: কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের

উল্লেখ্য , 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ ভারতের এই সিদ্ধান্তের বিরোধীতা করে নিরাপত্তা পরিষদে আবেদন করে পাকিস্তান ৷

নিউইয়র্ক, 16 অগাস্ট: দেশ কীভাবে চালাতে হবে তা কারও কাছ থেকে ভারত শিখবে না ৷ জঙ্গি কার্যকলাপ বন্ধ হলেই আলোচনা সম্ভব ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানাল ভারত ৷

আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ সেই বৈঠকে নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি সইদ আকবরুদ্দিন বলেন, "সরকার ধীরে ধীরে কাশ্মীর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে ৷ জম্মু ও কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ করছে ভারত সরকার৷ " জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে তাঁর আরও সংযোজন, "জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দারা যাতে সামাজিক ও অর্থনৈতিক সুযোগ, সুবিধা পান, সেজন্যই ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া অন্য কোনও উদ্দেশ্য সরকারের নেই ৷"

শুনে নিন সইদ আকবরুদ্দিনের বক্তব্য

নিরাপত্তা পরিষদের বৈঠকে নাম না করে পাকিস্তানের উদ্দেশে আকবরুদ্দিন বলেন, "জম্মু ও কাশ্মীরে অস্থির অবস্থা চলছে, এমন ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ৷ যা আদৌ সত্য নয় ৷ শুধু তাই নয়, বারবার একটি রাষ্ট্র ও তার নেতারা সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি জেহাদ শব্দটিও ব্যবহার করেছেন ৷ এটা উদ্বেগজনক ৷ "

আরও পড়ুন: আনুষ্ঠানিক নয়, কাশ্মীর ইশুতে নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয়নি ৷ ফলে এই বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে না ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের পাঁচ জন স্থায়ী ও 10 জন অস্থায়ী সদস্য ৷

আজ বৈঠকে রাষ্ট্রসংঘে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েরই একতরফা পদক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত ৷ চিনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, "কাশ্মীরের পরিস্থিতি এমনিতেই খুবই উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক ৷" এই বৈঠকে ঢোকার আগে নিরাপত্তা পরিষদের রাশিয়ার ডেপুটি স্থায়ী সদস্য দিমিত্রি পলিয়ানস্কি বলেন, "মস্কো মনে করে এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷"

আরও পড়ুন: কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের

উল্লেখ্য , 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ ভারতের এই সিদ্ধান্তের বিরোধীতা করে নিরাপত্তা পরিষদে আবেদন করে পাকিস্তান ৷

Mumbai, Aug 16 (ANI): Although India has a fast-growing economy; the dominant method of payment is still cash that makes India an untapped market for credit card companies. NPCI, National Payments Corporation of India, and JCB International announced the launch of a new credit card, RuPay JCB Global Cards in Mumbai. The partnership was established in 2015 to connect to a global network of merchants and ATMs. At the event, official dignitaries and bank representatives celebrated the collaboration between India and Japan. The first phase of the partnership between NPCI and JCB enabled merchants and ATMs in India to accept foreign JCB credit cards. The second phase of the partnership would enable Indian travelers to use their JCB credit card in foreign countries where the card is accepted worldwide. Eight banks in India will issue RuPay JCB Global Cards. NPCI and JCB are offering a special cashback program for transactions at selected popular destinations.

Last Updated : Aug 16, 2019, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.