ETV Bharat / international

চিনে উইঘুর মুসলিমদের দুর্দশা নিয়ে নীরব ইমরান, তীব্র নিন্দা আন্তর্জাতিক স্তরে - উইঘুর মুসলিম কংগ্রেস

আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে ইমরান খান

চিনে উইঘুর মুসলিমদের দুর্দশা নিয়ে নীরব ইমরান, তীব্র নিন্দা আন্তর্জাতিক স্তরে
author img

By

Published : Sep 16, 2019, 10:26 PM IST

জেনেভা, 16 সেপ্টেম্বর : ফের আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পাকিস্তান ৷ সমালোচনার মুখে ইমরান খান সরকার ৷ উইঘুর মুসলিমদের দুর্দশার খোঁজ রাখেন না ইমরান, একথা বললেন ডোলকুন ইসা ৷ জেনেভায় আয়োজিত বিশ্ব উইঘুর কংগ্রেস প্রেসিডেন্ট তিনি ৷

ইসার মত, ইমরান খান খুব ভালোভাবেই জানেন, চিনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের কথা ৷ কিন্তু তিনি মুখ খুলতে রাজি নন ৷ ইমরান এ নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানান ইসা ৷

পাকিস্তান অন্যতম রাষ্ট্র যারা মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, দাবি করেন ইসা ৷ তাঁর মত, চিন সব কিছু জেনেও নীরব রয়েছে ৷ চিনের এই মৌন থাকার কারণটা ইচ্ছাকৃত বলেও উল্লেখ করেন তিনি ৷

কিছুদিন আগে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানকে উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করা হয় ৷ জানতে চাওয়া হয়, ইমরান কি চিনের প্রেসিডেন্টের সঙ্গে কোনও কথা বলেছেন ? প্রশ্নের উত্তরে ইমরান বলেছিলেন, তিনি দেশের অর্থনীতি নিয়ে ব্যস্ত ৷ ব্যস্ত কাশ্মীর নিয়ে ৷ তাই এ নিয়ে ভাবার অবকাশ পাননি ৷

জেনেভা, 16 সেপ্টেম্বর : ফের আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পাকিস্তান ৷ সমালোচনার মুখে ইমরান খান সরকার ৷ উইঘুর মুসলিমদের দুর্দশার খোঁজ রাখেন না ইমরান, একথা বললেন ডোলকুন ইসা ৷ জেনেভায় আয়োজিত বিশ্ব উইঘুর কংগ্রেস প্রেসিডেন্ট তিনি ৷

ইসার মত, ইমরান খান খুব ভালোভাবেই জানেন, চিনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের কথা ৷ কিন্তু তিনি মুখ খুলতে রাজি নন ৷ ইমরান এ নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানান ইসা ৷

পাকিস্তান অন্যতম রাষ্ট্র যারা মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, দাবি করেন ইসা ৷ তাঁর মত, চিন সব কিছু জেনেও নীরব রয়েছে ৷ চিনের এই মৌন থাকার কারণটা ইচ্ছাকৃত বলেও উল্লেখ করেন তিনি ৷

কিছুদিন আগে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানকে উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করা হয় ৷ জানতে চাওয়া হয়, ইমরান কি চিনের প্রেসিডেন্টের সঙ্গে কোনও কথা বলেছেন ? প্রশ্নের উত্তরে ইমরান বলেছিলেন, তিনি দেশের অর্থনীতি নিয়ে ব্যস্ত ৷ ব্যস্ত কাশ্মীর নিয়ে ৷ তাই এ নিয়ে ভাবার অবকাশ পাননি ৷

Geneva (Switzerland), Sep 16 (ANI): Gilgit-Baltistan activist told the United Nations that Gilgit-Baltistan is historically a part of India. Col (Retd) Wajahat Hasan Mirza, Chairman of Gilgit Baltistan Thinkers Forum said that abrogation of Article 370 and 35(A) has been done as per country's constitution. He said, "On August 01 1947, leased Gilgit agency was returned back by Britishers to Maharaja Kashmir and it was merged with Ladakh, Wazarat, Baltistan was already part of it and this territory was declared as Northern Areas territory province having 65 thousand square miles of 75 per cent area of Jammu and Kashmir". He told the United Nations that on October 22, 1947, after tribal invasion from tribal agency of Pakistan via Muzaffarabad in Kashmir Valley, Maharaja Kashmir did provisional accession of state to get help to repulse tribal Lashkars and case went to UN. He said, "Pakistani rulers already bifurcated Gilgit-Baltistan and PoK in 1949, what India has done now to declaring Ladakh and its Union Territory likewise State Subject Rule which is infect 35-A of Article 370 was abrogated in 1974 by Pakistani rulers in Gilgit-Baltistan where as India has done now by considering J-K as its constitutional part". Wajahat also demanded that if Government of Pakistan consider Jammu and Kashmir as disputed territory then it must restore State Subject Rule in Gilgit-Baltistan.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.