ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম - corona virus news

করাচির এক সেনা হাসপাতালে চিকিৎসা চলছে দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিনের ।

দাউদ ইব্রাহিম
দাউদ ইব্রাহিম
author img

By

Published : Jun 5, 2020, 3:51 PM IST

Updated : Jun 5, 2020, 4:20 PM IST

করাচি, 5 জুন : কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিন । সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে । বর্তমানে করাচির এক সেনা হাসপাতালে ভরতি রয়েছে সে । ইতিমধ্যেই তার পরিচারক ও পরিচারিকা সহ নিরাপত্তারক্ষীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

1993-র মুম্বই বিস্ফোরণে প্রধান অভিযুক্ত দাউদ । তার মাথার দাম ধার্য করা হয়েছিল 25 মিলিয়ন ডলার । 2003 সালে ভারত ও অ্যামেরিকা দাউদকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে । FBI-ও তাকে বিশ্বের দশজন মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখেছে ।

মুম্বইয়ের ডোংরিতে জন্ম হয়েছিল দাউদ ইব্রাহিমের । গোয়েন্দা সূত্রে খবর, পরিবার নিয়ে এখন পাকিস্তানের করাচিতে রয়েছে সে । যদিও বারবার একথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার । দাউদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে ।

করাচি, 5 জুন : কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিন । সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে । বর্তমানে করাচির এক সেনা হাসপাতালে ভরতি রয়েছে সে । ইতিমধ্যেই তার পরিচারক ও পরিচারিকা সহ নিরাপত্তারক্ষীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

1993-র মুম্বই বিস্ফোরণে প্রধান অভিযুক্ত দাউদ । তার মাথার দাম ধার্য করা হয়েছিল 25 মিলিয়ন ডলার । 2003 সালে ভারত ও অ্যামেরিকা দাউদকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে । FBI-ও তাকে বিশ্বের দশজন মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখেছে ।

মুম্বইয়ের ডোংরিতে জন্ম হয়েছিল দাউদ ইব্রাহিমের । গোয়েন্দা সূত্রে খবর, পরিবার নিয়ে এখন পাকিস্তানের করাচিতে রয়েছে সে । যদিও বারবার একথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার । দাউদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে ।

Last Updated : Jun 5, 2020, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.