ETV Bharat / international

গত 100 দিনে কেউ কোরোনায় আক্রান্ত হয়নি এই দেশে - New Zealand marks 100 days without community spread

19 মার্চ সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে নিউজ়িল্যান্ডে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে । ফেব্রুয়ারি মাসে এখানে প্রথম সংক্রমণ ধরা পড়ে । এখানে 1 মে সর্বশেষ কোরোনা রোগী শনাক্ত করা হয় ।

Corona
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 10, 2020, 8:53 AM IST

Updated : Aug 10, 2020, 9:02 AM IST

ওয়েলিংটন , 10 অগাস্ট : কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । প্রায় প্রতিটি দেশেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । কিন্তু, এর সম্পূর্ণ বিপরীত চিত্র নিউজ়িল্যান্ডে । সেখানে টানা 100 দিন নতুন করে কেউ আক্রান্ত হয়নি । তবে, স্বাস্থ্য দপ্তরের তরফে বারবার সতর্ক করা হচ্ছে ।

স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর জেনেরাল আশলে ব্লুমফিল্ড বলেন , "কমিউনিটি ট্রান্সমিশন ছাড়াই 100 দিন পার করলাম । যা অবশ্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক । তবে এখনই আমাদের আত্মতুষ্ট হলে চলবে না । "

আগেও একবার নিউজ়িল্যান্ডে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল । দেশ সম্পূর্ণ কোরোনামুক্ত বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ৷ কিন্তু পরে আবার সংক্রমণ ছড়াতে শুরু করে । এবিষয়ে ব্লুমফিল্ড বলেন , "আমরা আগেও দেখেছি ভাইরাসটি কীভাবে পুনরায় ফিরে আসতে পারে এবং যে জায়গাগুলি নিয়ন্ত্রণে ছিল সেখানে আবার দ্রুত ছড়িয়ে পড়তে পারে । সেক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকতে হবে । "

19 মার্চ সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকেই নিউজ়িল্যান্ডে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে । ফেব্রুয়ারি মাসে এখানে প্রথম সংক্রমণ ধরা পড়ে । 1 মে সর্বশেষ কোরোনা রোগী শনাক্ত করা হয়। কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) প্রশংসা করেছে নিউজ়িল্যান্ডের ।

নিউজ়িল্যান্ডে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 219 জন । বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 23 ।

ওয়েলিংটন , 10 অগাস্ট : কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । প্রায় প্রতিটি দেশেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । কিন্তু, এর সম্পূর্ণ বিপরীত চিত্র নিউজ়িল্যান্ডে । সেখানে টানা 100 দিন নতুন করে কেউ আক্রান্ত হয়নি । তবে, স্বাস্থ্য দপ্তরের তরফে বারবার সতর্ক করা হচ্ছে ।

স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর জেনেরাল আশলে ব্লুমফিল্ড বলেন , "কমিউনিটি ট্রান্সমিশন ছাড়াই 100 দিন পার করলাম । যা অবশ্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক । তবে এখনই আমাদের আত্মতুষ্ট হলে চলবে না । "

আগেও একবার নিউজ়িল্যান্ডে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল । দেশ সম্পূর্ণ কোরোনামুক্ত বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ৷ কিন্তু পরে আবার সংক্রমণ ছড়াতে শুরু করে । এবিষয়ে ব্লুমফিল্ড বলেন , "আমরা আগেও দেখেছি ভাইরাসটি কীভাবে পুনরায় ফিরে আসতে পারে এবং যে জায়গাগুলি নিয়ন্ত্রণে ছিল সেখানে আবার দ্রুত ছড়িয়ে পড়তে পারে । সেক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকতে হবে । "

19 মার্চ সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকেই নিউজ়িল্যান্ডে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে । ফেব্রুয়ারি মাসে এখানে প্রথম সংক্রমণ ধরা পড়ে । 1 মে সর্বশেষ কোরোনা রোগী শনাক্ত করা হয়। কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) প্রশংসা করেছে নিউজ়িল্যান্ডের ।

নিউজ়িল্যান্ডে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 219 জন । বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 23 ।

Last Updated : Aug 10, 2020, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.