ETV Bharat / international

নতুন কোনও মৃত্যু নেই চিনে, চিন্তা বাড়াচ্ছে উপসর্গহীন সংক্রমণ - উপসর্গহীন সংক্রমণ

চিন থেকে বেশ কিছু এমন খবরও সামনে আসছে, যেখানে শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে, কিন্তু সংক্রমিতের শরীরে কোনওরকম উপসর্গ দেখা যায়নি । এই ধরনের সংক্রমিতরা ভাইরাসের একপ্রকার বাহক হিসেবে কাজ করছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 7, 2020, 3:33 PM IST

বেজিং, 7 এপ্রিল : ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে চিন । বিগত 24 ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি চিনে । চিনের ন্যাশনাল হেলথ কমিশন যেদিন থেকে সেখানকার কোরোনার পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছিল, সেদিন থেকে এই প্রথম এমন পরিসংখ্যান সামনে এল । নতুন করে সংক্রমণের হার আগের থেকে এখন অনেকটাই কম । শেষ 24 ঘণ্টায় গোটা চিনে মাত্র 32 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই মুহূর্তে চিনে কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে হাজারের কিছু বেশি মানুষ ।

গত মার্চ থেকেই চিনের সংক্রমণের হার কমতে শুরু করেছিল । ঘুরে দাঁড়াতে শুরু করেছে চিনের অর্থনীতিও । কিন্তু দ্বিতীয় ধাপে নতুন করে কিছু সংক্রমণ হতে শুরু করেছে । চিনের সরকারি হিসেব বলছে, এদের মধ্যে বেশিরভাগটাই বিদেশ থেকে ফিরেছে । ভিন দেশ থেকে আনা এই নতুন সংক্রমণের ঘটনাগুলি কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে চিনের প্রশাসনের ।

গত 24 ঘণ্টায় যে 32 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তারা সকলেই সদ্য ভিন দেশ থেকে ফিরেছে বলে জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন । পাশাপাশি বেশ কিছু এমন খবরও সামনে আসছে, যেখানে শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে, কিন্তু সংক্রমিতের শরীরে কোনওরকম উপসর্গ দেখা যায়নি । এই ধরনের সংক্রমিতরা ভাইরাসের একপ্রকার বাহক হিসেবে কাজ করছে ।

গতসপ্তাহ থেকেই চিন এইধরনের উপসর্গহীন সংক্রমণের পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছে । ইউহান শহর, যেখান থেকে প্রথম এই সংক্রমণের খবর সামনে এসেছিল, আবারও আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে সেখানকার বাসিন্দা একাংশের মধ্যে ।

আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই চিন আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ । উপসর্গহীন সংক্রমণে যাতে পরিস্থিতি ফের নতুন করে খারাপ না হয়, সেই কারণে দেশের একাধিক এলাকা, যেগুলিকে সংক্রমণমুক্ত বলে ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করতে শুরু করেছে প্রশাসন ।

বেজিং, 7 এপ্রিল : ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে চিন । বিগত 24 ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি চিনে । চিনের ন্যাশনাল হেলথ কমিশন যেদিন থেকে সেখানকার কোরোনার পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছিল, সেদিন থেকে এই প্রথম এমন পরিসংখ্যান সামনে এল । নতুন করে সংক্রমণের হার আগের থেকে এখন অনেকটাই কম । শেষ 24 ঘণ্টায় গোটা চিনে মাত্র 32 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই মুহূর্তে চিনে কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে হাজারের কিছু বেশি মানুষ ।

গত মার্চ থেকেই চিনের সংক্রমণের হার কমতে শুরু করেছিল । ঘুরে দাঁড়াতে শুরু করেছে চিনের অর্থনীতিও । কিন্তু দ্বিতীয় ধাপে নতুন করে কিছু সংক্রমণ হতে শুরু করেছে । চিনের সরকারি হিসেব বলছে, এদের মধ্যে বেশিরভাগটাই বিদেশ থেকে ফিরেছে । ভিন দেশ থেকে আনা এই নতুন সংক্রমণের ঘটনাগুলি কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে চিনের প্রশাসনের ।

গত 24 ঘণ্টায় যে 32 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তারা সকলেই সদ্য ভিন দেশ থেকে ফিরেছে বলে জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন । পাশাপাশি বেশ কিছু এমন খবরও সামনে আসছে, যেখানে শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে, কিন্তু সংক্রমিতের শরীরে কোনওরকম উপসর্গ দেখা যায়নি । এই ধরনের সংক্রমিতরা ভাইরাসের একপ্রকার বাহক হিসেবে কাজ করছে ।

গতসপ্তাহ থেকেই চিন এইধরনের উপসর্গহীন সংক্রমণের পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছে । ইউহান শহর, যেখান থেকে প্রথম এই সংক্রমণের খবর সামনে এসেছিল, আবারও আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে সেখানকার বাসিন্দা একাংশের মধ্যে ।

আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই চিন আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ । উপসর্গহীন সংক্রমণে যাতে পরিস্থিতি ফের নতুন করে খারাপ না হয়, সেই কারণে দেশের একাধিক এলাকা, যেগুলিকে সংক্রমণমুক্ত বলে ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করতে শুরু করেছে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.