ETV Bharat / international

চিনে ফের ছড়াচ্ছে কোরোনা সংক্রমণ, নতুন করে আক্রান্ত 49 - Coronavirus Cases

এই ক'দিনে বেজিংয়েই সংক্রমণ বেশি দেখা গেছে । আজ 39 জনের মধ্যে 10 জন এখানের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 15, 2020, 11:52 AM IST

বেজিং, 15 জুন : পেরিয়ে গেছে প্রায় দু'মাস । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চিনের পরিস্থিতি । যে চিন মারণ কোরোনার উৎসস্থান, তারা ফিরতে শুরু করেছে ছন্দে । বিশ্বে যখন কোটিতে পৌঁছতে যায় মোট আক্রান্তের সংখ্যা, জনজীবন প্রায় স্তব্ধ, পড়াশোনা কার্যক বন্ধ, তখন চিনে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তও হয় । কিন্তু গত সপ্তাহে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ, পরিস্থিতি আবারও পালটে দেয় । গতকাল এদেশে আক্রান্ত হয়েছেন 57 জন । আজ ফের 39 । যার জেরে আপাতত 10 টি এলাকায় পুনরায় লকডাউন ঘোষণা করে চিন সরকার । স্থগিত রাখা হয় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তও ।

দু'মাস পর বৃহস্পতিবার প্রথম কোরোনা সংক্রমণের হদিশ মেলে চিনে । শুক্রবার কোরোনা সংক্রমিতের হদিশ মেলে বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে । এই দু'দিনে এই বাজারে কর্মরত সাত জনের শরীরে কোরোনা সংক্রমণ মেলায় বাজারটিকে বন্ধ করে দেওয়া হয় । চার হাজার দোকান জীবাণমুক্তও করা হয় । গতকাল ফের 57 জনের শরীরে নতুন করে সংক্রমণ মেলে ।

গতকাল ন্যাশনাল হেলথ কমিশন জানায়, 57 জন নতুন সংক্রমিতের মধ্যে 36 জনই বেজিংয়ের । গত দু'মাসে বেজিংয়ে এটাই সর্বোচ্চ । প্রত্যেকেই দেশের মধ্যে থেকে সংক্রমিত হয়েছেন । কারও কোনও ট্রাভেল হিস্ট্রি নেই ।

চিনে গত বছর ডিসেম্বর মাসে প্রথম কোরোনা সংক্রমণের হদিশ পাওয়া যায় । তারপর জানুয়ারিতে তা ভয়াবহভাবে বাড়তে থাকে । ছড়িয়ে পড়ে অ্যামেরিকা, ইউরোপ, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে । কঠোর লকডাউনের ফলে যদিও মার্চের মাঝামাঝিতে চিনের কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এবং এপ্রিলে স্বাভাবিক হতে থাকে সবরকম পরিষেবা । তারপর থেকে সেভাবে এদেশে কোরোনা সংক্রমিতের খোঁজ মেলেনি ।

কিন্তু, গত সপ্তাহ থেকে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের কড়া পদক্ষেপ করেছে সরকার । বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বাজার । আজ থেকে স্কুল খোলার কথা থাকলেও তা আপাতত স্থগিতই থাকছে বলে জানা গেছে ।

বেজিং, 15 জুন : পেরিয়ে গেছে প্রায় দু'মাস । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চিনের পরিস্থিতি । যে চিন মারণ কোরোনার উৎসস্থান, তারা ফিরতে শুরু করেছে ছন্দে । বিশ্বে যখন কোটিতে পৌঁছতে যায় মোট আক্রান্তের সংখ্যা, জনজীবন প্রায় স্তব্ধ, পড়াশোনা কার্যক বন্ধ, তখন চিনে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তও হয় । কিন্তু গত সপ্তাহে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ, পরিস্থিতি আবারও পালটে দেয় । গতকাল এদেশে আক্রান্ত হয়েছেন 57 জন । আজ ফের 39 । যার জেরে আপাতত 10 টি এলাকায় পুনরায় লকডাউন ঘোষণা করে চিন সরকার । স্থগিত রাখা হয় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তও ।

দু'মাস পর বৃহস্পতিবার প্রথম কোরোনা সংক্রমণের হদিশ মেলে চিনে । শুক্রবার কোরোনা সংক্রমিতের হদিশ মেলে বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে । এই দু'দিনে এই বাজারে কর্মরত সাত জনের শরীরে কোরোনা সংক্রমণ মেলায় বাজারটিকে বন্ধ করে দেওয়া হয় । চার হাজার দোকান জীবাণমুক্তও করা হয় । গতকাল ফের 57 জনের শরীরে নতুন করে সংক্রমণ মেলে ।

গতকাল ন্যাশনাল হেলথ কমিশন জানায়, 57 জন নতুন সংক্রমিতের মধ্যে 36 জনই বেজিংয়ের । গত দু'মাসে বেজিংয়ে এটাই সর্বোচ্চ । প্রত্যেকেই দেশের মধ্যে থেকে সংক্রমিত হয়েছেন । কারও কোনও ট্রাভেল হিস্ট্রি নেই ।

চিনে গত বছর ডিসেম্বর মাসে প্রথম কোরোনা সংক্রমণের হদিশ পাওয়া যায় । তারপর জানুয়ারিতে তা ভয়াবহভাবে বাড়তে থাকে । ছড়িয়ে পড়ে অ্যামেরিকা, ইউরোপ, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে । কঠোর লকডাউনের ফলে যদিও মার্চের মাঝামাঝিতে চিনের কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এবং এপ্রিলে স্বাভাবিক হতে থাকে সবরকম পরিষেবা । তারপর থেকে সেভাবে এদেশে কোরোনা সংক্রমিতের খোঁজ মেলেনি ।

কিন্তু, গত সপ্তাহ থেকে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের কড়া পদক্ষেপ করেছে সরকার । বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বাজার । আজ থেকে স্কুল খোলার কথা থাকলেও তা আপাতত স্থগিতই থাকছে বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.