ETV Bharat / international

অ্যামেরিকাকে টক্কর দিয়ে 2 দিনে চারটি স্যাটেলাইট মহাকাশে পাঠাল চিন - মহাকাশযান

সকাল 4:13 মিনিটে ( স্থানীয় সময়) বেজিং দুটি নতুন প্রযুক্তির স্যাটেলাইট মহাকাশে পাঠায়। স্যাটেলাইট দুটি লং মার্চ-11 র উপর ভিত্তি করে সফলভাবে মহাকাশে পৌঁছায়।

China
China
author img

By

Published : Jun 7, 2020, 7:28 PM IST

ওয়াশিংটন, 7 জুন : যেখানে সারা বিশ্ব অ্যামেরিকা থেকে NASA এবং Space X-র প্রথম মানুষপরিচালিত কক্ষপথের স্পেস ফ্লাইটের উড়ান নিয়ে মেতে ছিল, ঠিক সেই সময়ই চিন পরপর দুটি সফল রকেটপাঠিয়ে নজির গড়ল।

space.com -র তথ্য অনুসারে,30 মে NASA-র আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাঠানো Demo-2 মিশনের সঙ্গেপাল্লা দিয়ে একই সময়ে চিন থেকে দুটি রকেট মহাকাশে পাঠানো হয়।

সকাল 4:13 মিনিটে ( বেজিং সময়) বেজিং দুটি নতুন প্রযুক্তির স্যাটেলাইটমহাকাশে পাঠায়। স্যাটেলাইট দুটি লং মার্চ-11 র উপর ভিত্তি করে সফলভাবে মহাকাশেপৌঁছায়।

লং মার্চ-11র প্রধান ডিজাইনার পেঙ্গ কুনয়া বলেন, এই প্রথম শিচ্যাং স্যাটেলাইট লঞ্চসেন্টার থেকে লং মার্চ-11 রকেট মহাকাশে পাঠানো হল, যা বিভিন্ন লঞ্চ সাইটের উপযোগিতাপরীক্ষায় সফল হয়েছে । এর 36 ঘণ্টার মধ্যেই চিন দেশের উত্তর পশ্চিম দিক থেকে দুটি স্যাটেলাইটমহাকাশের উদ্দেশ্যে পাঠায়। একটি লং মার্চ-2D রকেট জিউকোয়ান স্যাটেলাইট লঞ্চসেন্টার থেকে 31 মে দুপুর 4:53 মিনিটে উৎক্ষেপণ করা হয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে একটি স্যাটেলাইট হল গাওফেন-9, এই রিমোট সেন্সিং স্যাটেলাইটটি একমিটার দূরত্বে স্পষ্ট ছবি তুলতে পারে। মূলত জমির সমীক্ষা, বসতি পরিকল্পনা, রাস্তার ডিজাইন এবং বিপর্যয়মোকাবিলায় কাজ করতে সাহায্য করবে। অপর স্যাটেলাইটটি হল HEAD-4, এটি তৈরি করাহয়েছে ইন্টারনেট অব থিংস এর কাজে সাহায্য করতে। কক্ষপথ থেকে কোনও যন্ত্রকে সংযোগকরিয়ে তথ্য আদান প্রদানে সাহায্য করবে স্যাটেলাইটটি।

30 মে দুপুর 3:22 নাগাদ NASA-র দুই মহাকাশচারী রবার্ট বেনকিন এবং ডগলাস হার্লিকে নিয়ে কেনেডিস্পেস সেন্টার থেকে ক্রু ড্রাগন মহাকাশযানটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়। এক দশকপরে প্রথম কোনও মহাকাশযান অ্যামেরিকার মাটি থেকে কক্ষপথের উদ্দেশে যাত্রা করল ।

অ্যামেরিকাকে টক্কর দিয়ে 2 দিনে চারটি স্যাটেলাইট মহাকাশে পাঠাল চিন

ওয়াশিংটন, 7 জুন : যেখানে সারা বিশ্ব অ্যামেরিকা থেকে NASA এবং Space X-র প্রথম মানুষপরিচালিত কক্ষপথের স্পেস ফ্লাইটের উড়ান নিয়ে মেতে ছিল, ঠিক সেই সময়ই চিন পরপর দুটি সফল রকেটপাঠিয়ে নজির গড়ল।

space.com -র তথ্য অনুসারে,30 মে NASA-র আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাঠানো Demo-2 মিশনের সঙ্গেপাল্লা দিয়ে একই সময়ে চিন থেকে দুটি রকেট মহাকাশে পাঠানো হয়।

সকাল 4:13 মিনিটে ( বেজিং সময়) বেজিং দুটি নতুন প্রযুক্তির স্যাটেলাইটমহাকাশে পাঠায়। স্যাটেলাইট দুটি লং মার্চ-11 র উপর ভিত্তি করে সফলভাবে মহাকাশেপৌঁছায়।

লং মার্চ-11র প্রধান ডিজাইনার পেঙ্গ কুনয়া বলেন, এই প্রথম শিচ্যাং স্যাটেলাইট লঞ্চসেন্টার থেকে লং মার্চ-11 রকেট মহাকাশে পাঠানো হল, যা বিভিন্ন লঞ্চ সাইটের উপযোগিতাপরীক্ষায় সফল হয়েছে । এর 36 ঘণ্টার মধ্যেই চিন দেশের উত্তর পশ্চিম দিক থেকে দুটি স্যাটেলাইটমহাকাশের উদ্দেশ্যে পাঠায়। একটি লং মার্চ-2D রকেট জিউকোয়ান স্যাটেলাইট লঞ্চসেন্টার থেকে 31 মে দুপুর 4:53 মিনিটে উৎক্ষেপণ করা হয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে একটি স্যাটেলাইট হল গাওফেন-9, এই রিমোট সেন্সিং স্যাটেলাইটটি একমিটার দূরত্বে স্পষ্ট ছবি তুলতে পারে। মূলত জমির সমীক্ষা, বসতি পরিকল্পনা, রাস্তার ডিজাইন এবং বিপর্যয়মোকাবিলায় কাজ করতে সাহায্য করবে। অপর স্যাটেলাইটটি হল HEAD-4, এটি তৈরি করাহয়েছে ইন্টারনেট অব থিংস এর কাজে সাহায্য করতে। কক্ষপথ থেকে কোনও যন্ত্রকে সংযোগকরিয়ে তথ্য আদান প্রদানে সাহায্য করবে স্যাটেলাইটটি।

30 মে দুপুর 3:22 নাগাদ NASA-র দুই মহাকাশচারী রবার্ট বেনকিন এবং ডগলাস হার্লিকে নিয়ে কেনেডিস্পেস সেন্টার থেকে ক্রু ড্রাগন মহাকাশযানটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়। এক দশকপরে প্রথম কোনও মহাকাশযান অ্যামেরিকার মাটি থেকে কক্ষপথের উদ্দেশে যাত্রা করল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.