ETV Bharat / international

কাবুলে আশরাফ ঘানির শপথ অনুষ্ঠানে বিস্ফোরণ - আফগানিস্থান প্রেসিডেন্ট আশরাফ ঘনির শপথগ্রহণ অনুষ্ঠানে বিস্ফোরণ

আশরাফ ঘানির শপথগ্রহণ অনুষ্ঠানে বিস্ফোরণ

blast
আশরাফ ঘানি
author img

By

Published : Mar 9, 2020, 5:13 PM IST

Updated : Mar 10, 2020, 12:00 AM IST

কাবুল, 9 মার্চ : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির শপথগ্রহণ অনুষ্ঠানে দু'বার বিস্ফোরণ । এলাকায় চলে গুলিও । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ।

আজ সকালে প্রেসিডেন্সিয়াল প্যালেসে শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে । বিস্ফোরণের শব্দ শুনে কয়েকজন দৌড়ে পালান ৷ তবে শপথ থামাননি ঘানি ৷ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, "আমার বুলেটপ্রুফ জ্যাকেট নেই৷ শুধু পোশাক পরে রয়েছি ৷ প্রাণ দিতে হলেও আমি থাকব ৷" দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার কথা ফেব্রুয়ারিতে ঘোষণা করার পর আজ শপথগ্রহণ অনুষ্ঠানের দিন স্থির করা হয়েছিল ।

এদিকে, আজই ঘানির শপথের পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তাঁরই চিফ এগজ়িকিউটিভ আবদুল্লা আবদুল্লা । তিনিও প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জিতে নিজেকে প্রেসিডেন্ট বলে দাবি করেন ।

বিস্ফোরণের শব্দ শোনার পরও শপথবাক্য পাঠ করছেন আশরাফ ঘানি

সেপ্টেম্বরের নির্বাচনে, চিফ এগজ়িকিউটিভ আবদুল্লা আবদুল্লা 39 শতাংশ ভোট পান । আফগানিস্তানের মোট জনসংখ্যার 1.8 মিলিয়ন মানুষ তাঁকে ভোট দেন । ভোট বন্ধ করার উদ্দেশে ভোট চলাকালীন তালিবান আক্রমণ হলেও ভোট চলে ।

ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন ঘানিকে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেও, বিরোধীরা এই ফলাফলের বিরোধিতা করেছে ।

কাবুল, 9 মার্চ : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির শপথগ্রহণ অনুষ্ঠানে দু'বার বিস্ফোরণ । এলাকায় চলে গুলিও । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ।

আজ সকালে প্রেসিডেন্সিয়াল প্যালেসে শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে । বিস্ফোরণের শব্দ শুনে কয়েকজন দৌড়ে পালান ৷ তবে শপথ থামাননি ঘানি ৷ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, "আমার বুলেটপ্রুফ জ্যাকেট নেই৷ শুধু পোশাক পরে রয়েছি ৷ প্রাণ দিতে হলেও আমি থাকব ৷" দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার কথা ফেব্রুয়ারিতে ঘোষণা করার পর আজ শপথগ্রহণ অনুষ্ঠানের দিন স্থির করা হয়েছিল ।

এদিকে, আজই ঘানির শপথের পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তাঁরই চিফ এগজ়িকিউটিভ আবদুল্লা আবদুল্লা । তিনিও প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জিতে নিজেকে প্রেসিডেন্ট বলে দাবি করেন ।

বিস্ফোরণের শব্দ শোনার পরও শপথবাক্য পাঠ করছেন আশরাফ ঘানি

সেপ্টেম্বরের নির্বাচনে, চিফ এগজ়িকিউটিভ আবদুল্লা আবদুল্লা 39 শতাংশ ভোট পান । আফগানিস্তানের মোট জনসংখ্যার 1.8 মিলিয়ন মানুষ তাঁকে ভোট দেন । ভোট বন্ধ করার উদ্দেশে ভোট চলাকালীন তালিবান আক্রমণ হলেও ভোট চলে ।

ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন ঘানিকে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেও, বিরোধীরা এই ফলাফলের বিরোধিতা করেছে ।

Last Updated : Mar 10, 2020, 12:00 AM IST

For All Latest Updates

TAGGED:

blast
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.