ETV Bharat / international

এবার বাংলাদেশে কোরোনা, আক্রান্ত 3

বাংলাদেশে এবার কোরোনার থাবা । আক্রান্ত তিনজন । আক্রান্তদের বয়স 20 থেকে 35-র মধ্যে । আক্রান্তদের মধ্যে 2 জন সম্প্রতি ইট্যালি থেকে ফিরেছেন ।

corona
কোরোনা
author img

By

Published : Mar 8, 2020, 5:24 PM IST

ঢাকা, 8 মার্চ : বাংলাদেশে এবার কোরোনার থাবা । আক্রান্ত তিনজন । বাংলাদেশের ইন্সটিটিউট অফ এপিডেমোলজি, ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (IEDCR) তরফে আজ জানানো হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল । বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন ।

আক্রান্তদের বয়স 20 থেকে 35-র মধ্যে । গতকাল তাঁদের শরীরে মিলেছে কোরোনার সন্ধান । আরও তিনজন বাংলাদেশের বাসিন্দা যাঁরা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

আক্রান্তদের মধ্যে দু'জন সম্প্রতি ইট্যালি থেকে ফিরেছেন ৷ আর তৃতীয়জন হলেন ওই দু'জনের মধ্যে একজনের পরিজন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসক এবিএম আবদুল্লা এই বিষয়ে বলেন, "আতঙ্কিত হবেন না । এই অসুখ আটকাতে যে সতর্কতা প্রয়োজন তা মেনে চলুন ।"

ভারতেও প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত 39 জন আক্রান্ত । আজ কেরালায় একই পরিবারের পাঁচজনের শরীরে মেলে কোরোনা । তাঁদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ বিশ্বে এখনও পর্যন্ত এক লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত । সাড়ে 3000-র বেশি মানুষের মৃত্যু হয়েছে ।

ঢাকা, 8 মার্চ : বাংলাদেশে এবার কোরোনার থাবা । আক্রান্ত তিনজন । বাংলাদেশের ইন্সটিটিউট অফ এপিডেমোলজি, ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (IEDCR) তরফে আজ জানানো হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল । বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন ।

আক্রান্তদের বয়স 20 থেকে 35-র মধ্যে । গতকাল তাঁদের শরীরে মিলেছে কোরোনার সন্ধান । আরও তিনজন বাংলাদেশের বাসিন্দা যাঁরা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

আক্রান্তদের মধ্যে দু'জন সম্প্রতি ইট্যালি থেকে ফিরেছেন ৷ আর তৃতীয়জন হলেন ওই দু'জনের মধ্যে একজনের পরিজন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসক এবিএম আবদুল্লা এই বিষয়ে বলেন, "আতঙ্কিত হবেন না । এই অসুখ আটকাতে যে সতর্কতা প্রয়োজন তা মেনে চলুন ।"

ভারতেও প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত 39 জন আক্রান্ত । আজ কেরালায় একই পরিবারের পাঁচজনের শরীরে মেলে কোরোনা । তাঁদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ বিশ্বে এখনও পর্যন্ত এক লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত । সাড়ে 3000-র বেশি মানুষের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.