ETV Bharat / international

Afghanistan Blast : জালালাবাদে তালিবানকে নিশানা করে বোমা, বিস্ফোরণে মৃত 2 নাগরিক - Afghanistan explosion

তারা ক্ষমতা এসে আফগানবাসীর জীবনের নিরাপত্তা নিয়ে আফগানগানিস্তান-সহ বিশ্বকে কথা দিয়েছিলেন ৷ কিন্তু তালিবানদের লক্ষ্য করে বিস্ফোরণ হল জালালাবাদে ৷ প্রাণ খোয়ালেন 2 নাগরিক ৷

আফগানিস্তানে বিস্ফোরণ
আফগানিস্তানে বিস্ফোরণ
author img

By

Published : Sep 19, 2021, 10:42 AM IST

কাবুল, 19 সেপ্টেম্বর : তালিবানকে লক্ষ্য করে প্রবল বোমা বিস্ফোরণ ৷ ঘটনায় অন্ততপক্ষে 2 জন মারা গিয়েছেন আর 21 জন আহত হয়েছেন ৷ তালিবান গোষ্ঠীকে নিশানা করে শনিবার পরপর 3টি বিস্ফোরণ হয় পূর্ব নানগরহর প্রদেশের (Eastern Nangarhar Province) জালালাবাদে (Jalalabad) ৷

স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জালালাবাদে প্রাদেশিক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, জখম ব্যক্তিদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁদের মধ্যে 2 জন মারা গিয়েছেন ৷ স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই বিস্ফোরণে 3 জন ব্যক্তি সাধারণ আফগান নাগরিক ছিলেন, আর বাকিরা তালিবান গোষ্ঠীর ৷

আরও পড়ুন : Taliban : মেয়েরা বাদ, আজ থেকে ছাত্র ও পুরুষ শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ তালিবানের

তালিবান ক্ষমতায় আসার পর নানগরহর প্রদেশে এই প্রথম তালিবানদের উপর হামলা চালানো হল ৷ স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি ৷ ইতিমধ্যে কাবুলের পশ্চিমে হওয়া আরেকটি ম্যাগনেটিক বিস্ফোরণে 3 নাগরিক জখম হয়েছেন ৷

তালিবানরা ক্ষমতায় এসে আফগানবাসীকে তাদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আশ্বস্ত করেছিলেন ৷ আর তারপরেই এই বিস্ফোরণ ৷

কাবুল, 19 সেপ্টেম্বর : তালিবানকে লক্ষ্য করে প্রবল বোমা বিস্ফোরণ ৷ ঘটনায় অন্ততপক্ষে 2 জন মারা গিয়েছেন আর 21 জন আহত হয়েছেন ৷ তালিবান গোষ্ঠীকে নিশানা করে শনিবার পরপর 3টি বিস্ফোরণ হয় পূর্ব নানগরহর প্রদেশের (Eastern Nangarhar Province) জালালাবাদে (Jalalabad) ৷

স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জালালাবাদে প্রাদেশিক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, জখম ব্যক্তিদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁদের মধ্যে 2 জন মারা গিয়েছেন ৷ স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই বিস্ফোরণে 3 জন ব্যক্তি সাধারণ আফগান নাগরিক ছিলেন, আর বাকিরা তালিবান গোষ্ঠীর ৷

আরও পড়ুন : Taliban : মেয়েরা বাদ, আজ থেকে ছাত্র ও পুরুষ শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ তালিবানের

তালিবান ক্ষমতায় আসার পর নানগরহর প্রদেশে এই প্রথম তালিবানদের উপর হামলা চালানো হল ৷ স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি ৷ ইতিমধ্যে কাবুলের পশ্চিমে হওয়া আরেকটি ম্যাগনেটিক বিস্ফোরণে 3 নাগরিক জখম হয়েছেন ৷

তালিবানরা ক্ষমতায় এসে আফগানবাসীকে তাদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আশ্বস্ত করেছিলেন ৷ আর তারপরেই এই বিস্ফোরণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.