ETV Bharat / international

কোরোনায় মৃত 361, ইউহানের পর এবার বন্ধ ওয়েনজ়ো - Wenzhou locked down

এখনও পর্যন্ত কোরোনার সংক্রমণে জ়িজিয়াং প্রদেশে আক্রান্ত হয়েছে 661 জন ৷ তাদের মধ্যে 265 জনই ওয়েনজ়োর বাসিন্দা ৷ আক্রান্তের সংখ্যার দিক থেকে দেখলে কোরোনার উৎস হুবেই প্রদেশের পরেই রয়েছে জ়িজিয়াং ৷

Coronavirus
ফাইল ছবি
author img

By

Published : Feb 3, 2020, 5:48 AM IST

Updated : Feb 3, 2020, 12:01 PM IST

বেজিং, 3 ফেব্রুয়ারি : কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 361 ৷ হুবেই প্রদেশে নতুন করে 54 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে ৷ আক্রান্ত কমপক্ষে সাড়ে 14 হাজার মানুষ ৷ ইউহান থেকে ইতিমধ্যেই প্রায় 24 টি দেশে ছড়িয়েছে কোরোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে এবার আরও এক শহর বন্ধ করার সিদ্ধান্ত নিল চিনা প্রশাসন ৷ গতকাল থেকেই ইউহানের মতো পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হল ওয়েনজ়ো শহরকে ৷

কোরোনা মোকাবিলায় চিনা প্রশাসন 9 দিনের মধ্যে 1000 বেড বিশিষ্ট হাসপাতাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ৷ হাসপাতালে থাকবে 30 টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট ৷

এদিকে কোরোনায় মৃত্যুমিছিল এখন চিন ছাড়িয়ে ঢুকে পড়েছে ফিলিপিনসেও ৷ কোরোনার সংক্রমণে চিনের বাইরে এটিই প্রথম মৃত্যু ৷ যে গতিতে কোরোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তাতে উদ্বেগ বেড়েছে গোটা বিশ্বের ৷ একাধিক দেশে ইতিমধ্যেই চিনের থেকে আসা মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চিনা প্রশাসন ৷

কোরোনার উৎস হুবেইয়ের ইউহান শহর থেকে ওয়েনজ়োর দূরত্ব প্রায় 800 কিলোমিটার (500 মাইল) ৷ জ়িজিয়াং প্রদেশের অন্তর্গত ওয়োনজ়োতে কমপক্ষে 90 লাখ মানুষের বাস ৷ ভাইরাসের সংক্রমণ আটকাতে সবরকম ব্যবস্থাই নিচ্ছে চিনা প্রশাসন ৷ ইউহানের মতো এবার ওয়েনজ়োকেও পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হল ৷ শহর থেকে কেউ বেরোতেও পারবে না, কেউ শহরে প্রবেশও করতে পারবে না ৷

সরকারি হিসেব অনুযায়ী, জ়িজিয়াংয়ে সংক্রমণের সংখ্যা 661 ৷ এর মধ্যে 265 জনই ওয়েনজ়োর বাসিন্দা ৷ হুবেই প্রদেশের পর সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জ়িজিয়াং প্রদেশ ৷ সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েনজ়োর 46 টি হাইওয়ে চেকপোস্ট ৷ সিনেমা, মিউজ়িয়াম ও সরকারি পরিবহন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : ভারতে দ্বিতীয় কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান, চিন থেকে দেশে ফিরলেন 323 জন

এখনও পর্যন্ত যাদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে তারা সকলেই ইউহানের বাসিন্দা বা কোনও কারণে ইউহানে গেছিলেন ৷ ফিলিপিনসেও যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেও ইউহানেরই বাসিন্দা ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যে বিশ্বজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে ৷

অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড ও ইজ়রায়েল চিনের নাগরিক বা চিন থেকে সদ্য ঘুরে আসা কাউকে তাদের দেশে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ নিজেদের দেশের নাগরিকদেরও চিনে না যাওয়ার জন্য আবেদন জানিয়েছে ৷ মঙ্গোলিয়া, রাশিয়া ও নেপাল ইতিমধ্যে চিনের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ৷ কোরোনার এই সংক্রমণ মনে করাচ্ছে 2002-03 সালের বিভীষিকাময় সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমকে (SARS) ৷ নোভেল কোরোনাভাইরাসের প্যাথোজেনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে SARS-এর ৷ SARS -এরও উৎপত্তি হয়েছিল চিন থেকেই ৷ গোটা পৃথিবীজুড়ে 774 জনের প্রাণ কেড়েছিল SARS ৷ এখনও পর্যন্ত নোভেল কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাপিযে গেল SARS-এর আক্রান্ত মানুষদের সংখ্যাকেও ৷

আরও পড়ুন : কোরোনা-র প্রভাব, বন্ধ রাখা হল চিনের ঘরোয়া ফুটবল লিগ

পরিস্থিতির ব্যাপকতার কথা মাথায় রেখে রাজধানী বেজিংয়ের সমস্ত প্রবেশ ও বাহির পথে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ৷ এদিকে কোরোনার চাপ সামাল দিতে নাজেহাল ইউহানের হাসপাতালগুলি ৷ আজ থেকে ইউহানের সামরিক হাসপাতালকেও কোরোনায় আক্রান্তের চিকিৎসার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনা প্রশাসন ৷

বেজিং, 3 ফেব্রুয়ারি : কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 361 ৷ হুবেই প্রদেশে নতুন করে 54 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে ৷ আক্রান্ত কমপক্ষে সাড়ে 14 হাজার মানুষ ৷ ইউহান থেকে ইতিমধ্যেই প্রায় 24 টি দেশে ছড়িয়েছে কোরোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে এবার আরও এক শহর বন্ধ করার সিদ্ধান্ত নিল চিনা প্রশাসন ৷ গতকাল থেকেই ইউহানের মতো পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হল ওয়েনজ়ো শহরকে ৷

কোরোনা মোকাবিলায় চিনা প্রশাসন 9 দিনের মধ্যে 1000 বেড বিশিষ্ট হাসপাতাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ৷ হাসপাতালে থাকবে 30 টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট ৷

এদিকে কোরোনায় মৃত্যুমিছিল এখন চিন ছাড়িয়ে ঢুকে পড়েছে ফিলিপিনসেও ৷ কোরোনার সংক্রমণে চিনের বাইরে এটিই প্রথম মৃত্যু ৷ যে গতিতে কোরোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তাতে উদ্বেগ বেড়েছে গোটা বিশ্বের ৷ একাধিক দেশে ইতিমধ্যেই চিনের থেকে আসা মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চিনা প্রশাসন ৷

কোরোনার উৎস হুবেইয়ের ইউহান শহর থেকে ওয়েনজ়োর দূরত্ব প্রায় 800 কিলোমিটার (500 মাইল) ৷ জ়িজিয়াং প্রদেশের অন্তর্গত ওয়োনজ়োতে কমপক্ষে 90 লাখ মানুষের বাস ৷ ভাইরাসের সংক্রমণ আটকাতে সবরকম ব্যবস্থাই নিচ্ছে চিনা প্রশাসন ৷ ইউহানের মতো এবার ওয়েনজ়োকেও পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হল ৷ শহর থেকে কেউ বেরোতেও পারবে না, কেউ শহরে প্রবেশও করতে পারবে না ৷

সরকারি হিসেব অনুযায়ী, জ়িজিয়াংয়ে সংক্রমণের সংখ্যা 661 ৷ এর মধ্যে 265 জনই ওয়েনজ়োর বাসিন্দা ৷ হুবেই প্রদেশের পর সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জ়িজিয়াং প্রদেশ ৷ সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েনজ়োর 46 টি হাইওয়ে চেকপোস্ট ৷ সিনেমা, মিউজ়িয়াম ও সরকারি পরিবহন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : ভারতে দ্বিতীয় কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান, চিন থেকে দেশে ফিরলেন 323 জন

এখনও পর্যন্ত যাদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে তারা সকলেই ইউহানের বাসিন্দা বা কোনও কারণে ইউহানে গেছিলেন ৷ ফিলিপিনসেও যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেও ইউহানেরই বাসিন্দা ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যে বিশ্বজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে ৷

অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড ও ইজ়রায়েল চিনের নাগরিক বা চিন থেকে সদ্য ঘুরে আসা কাউকে তাদের দেশে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ নিজেদের দেশের নাগরিকদেরও চিনে না যাওয়ার জন্য আবেদন জানিয়েছে ৷ মঙ্গোলিয়া, রাশিয়া ও নেপাল ইতিমধ্যে চিনের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ৷ কোরোনার এই সংক্রমণ মনে করাচ্ছে 2002-03 সালের বিভীষিকাময় সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমকে (SARS) ৷ নোভেল কোরোনাভাইরাসের প্যাথোজেনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে SARS-এর ৷ SARS -এরও উৎপত্তি হয়েছিল চিন থেকেই ৷ গোটা পৃথিবীজুড়ে 774 জনের প্রাণ কেড়েছিল SARS ৷ এখনও পর্যন্ত নোভেল কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাপিযে গেল SARS-এর আক্রান্ত মানুষদের সংখ্যাকেও ৷

আরও পড়ুন : কোরোনা-র প্রভাব, বন্ধ রাখা হল চিনের ঘরোয়া ফুটবল লিগ

পরিস্থিতির ব্যাপকতার কথা মাথায় রেখে রাজধানী বেজিংয়ের সমস্ত প্রবেশ ও বাহির পথে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ৷ এদিকে কোরোনার চাপ সামাল দিতে নাজেহাল ইউহানের হাসপাতালগুলি ৷ আজ থেকে ইউহানের সামরিক হাসপাতালকেও কোরোনায় আক্রান্তের চিকিৎসার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনা প্রশাসন ৷

Hyderabad, Feb 02 (ANI): All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi on February 02 said all the jails in the country can house only 3 lakh people, and if the citizens decide to come out of their homes, the prisons will be insufficient to lodge them. "If someone speaks against Modi, they are charged with sedition. A time is going to come when we will decide to launch 'jail bharo andolan'. All the jails in the country can lodge only 3 lakh people, if people come out on roads, jails will be insufficient," said Owaisi.
Last Updated : Feb 3, 2020, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.