ETV Bharat / international

Ukraine Plane Hijacked: ইউক্রেনের উদ্ধারকারী বিমান অপহরণ কাবুলে, নিয়ে যাওয়া হল ইরানে - আফগানিস্তান

আফগানিস্তান (Afghanistan) থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধারে যাওয়া বিমানকে কাবুলে (Kabul) অপহরণ (Ukraine Plane Hijacked) করে বিমানটি ইরানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের মন্ত্রী ৷

Afghanistan: Ukrainian Evacuation Plane Hijacked In Kabul, Diverted To Iran, says Ukraine Minister
ইউক্রেনের উদ্ধারকারী বিমান অপহরণ কাবুলে, নিয়ে যাওয়া হল ইরানে
author img

By

Published : Aug 24, 2021, 2:39 PM IST

Updated : Aug 24, 2021, 3:05 PM IST

কাবুল, 24 অগস্ট: ইউক্রেনের নাগরিকদের আফগানিস্তান (Afghanistan) থেকে উদ্ধারকারী বিমানকে হাইজ্যাক (Ukraine Plane Hijacked) করা হল কাবুলে (Kabul)৷ সেই বিমানকে ইরানের (Iran) দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের মন্ত্রী ৷ ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে বিমানটি গত সপ্তাহে কাবুলে পৌঁছেছিল বলে জানিয়েছেন তিনি ৷ যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের বিমান পরিবহণ বিভাগ ৷

ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার ইয়েভগেনি ইয়েনিনের দাবি, "গত রবিবার আমাদের বিমানটি কয়েকজন অপহরণ করে ৷ মঙ্গলবার বিমানটি আমাদের থেকে চুরি করা হয় ৷ অজ্ঞাতপরিচয় এক দল যাত্রী ইউক্রেনের নাগরিকদের এয়ারলিফট না-করে বিমানটিকে ইরানের দিকে উড়িয়ে নিয়ে যায় ৷ এর পরে তিনবার আমরা উদ্ধারের চেষ্টা চালিয়েছি, সেটাও সফল হয়নি ৷ কারণ আমাদের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছতে পারেননি ৷"

আরও পড়ুন: Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

তবে সংবাদসংস্থা আইএএনএস-এর খবর, আফগানিস্তান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে সেনাবাহিনীর একটি বিমান ৷ সেখানে 83 জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে 31 জন ইউক্রেনের নাগরিক ৷ প্রেসিডেন্টের দফতরও জানিয়েছে যে, 12 জন সেনাকর্মী তাঁদের বাড়িতে ফিরেছেন ৷ এখনও আফগানিস্তানে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ইউক্রেনের প্রায় 100 জন নাগরিক ৷

আরও পড়ুন: Taliban : পঞ্জশিরে খাবার-জ্বালানি প্রবেশে বাধা তালিবানের, বিপন্ন মানুষ ; টুইট আমরুল্লাহর

এ দিকে, ইরানের বিমান পরিবহণ বিভাগের মুখপাত্র ইউক্রেনের বিমান অপহরণ করে তেহরানে উড়িয়ে নিয়ে যাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছেন ৷ ইরানের পরিবহণ প্রধান জানিয়েছেন, গত রাতে জ্বালানি ভরার জন্য মাশাদে থেমেছিল ইউক্রেনের বিমান ৷ জ্বালানি ভরা হয়ে গেলে সেটি আবার ইউক্রেনের অভিমুখে রওনা দেয় ৷ এটি কিয়েভে অবতরণও করে গিয়েছে ৷

আরও পড়ুন: Afghanistan : আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের তিন যুবক, খুশির হাওয়া পরিবারে

তালিবান কাবুল দখলের পর থেকেই আতঙ্কের পরিবেশ আফগানিস্তানে ৷ দেশ ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ অন্যান্য দেশের মতোই ভারতও দেশের নাগরিকদের উদ্ধারের কাজ চালাচ্ছে ৷ আজ এয়ার ইন্ডিয়ার (Air India) এআই 1956 (AI 1956) বিমানে দিল্লি এসে পৌঁছেছে 3টি গুরু গ্রন্থসাহিব (3 swaroops of Sri Guru Granth Sahib) ৷ আফগানিস্তান (Afghanistan) থেকে তাজিকিস্তান (Tajikistan) হয়ে দুশানবে (Dushanbe) থেকে 78 জন যাত্রী-সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি আজ সকালে দিল্লিতে পৌঁছেছে ৷

কাবুল, 24 অগস্ট: ইউক্রেনের নাগরিকদের আফগানিস্তান (Afghanistan) থেকে উদ্ধারকারী বিমানকে হাইজ্যাক (Ukraine Plane Hijacked) করা হল কাবুলে (Kabul)৷ সেই বিমানকে ইরানের (Iran) দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের মন্ত্রী ৷ ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে বিমানটি গত সপ্তাহে কাবুলে পৌঁছেছিল বলে জানিয়েছেন তিনি ৷ যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের বিমান পরিবহণ বিভাগ ৷

ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার ইয়েভগেনি ইয়েনিনের দাবি, "গত রবিবার আমাদের বিমানটি কয়েকজন অপহরণ করে ৷ মঙ্গলবার বিমানটি আমাদের থেকে চুরি করা হয় ৷ অজ্ঞাতপরিচয় এক দল যাত্রী ইউক্রেনের নাগরিকদের এয়ারলিফট না-করে বিমানটিকে ইরানের দিকে উড়িয়ে নিয়ে যায় ৷ এর পরে তিনবার আমরা উদ্ধারের চেষ্টা চালিয়েছি, সেটাও সফল হয়নি ৷ কারণ আমাদের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছতে পারেননি ৷"

আরও পড়ুন: Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

তবে সংবাদসংস্থা আইএএনএস-এর খবর, আফগানিস্তান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে সেনাবাহিনীর একটি বিমান ৷ সেখানে 83 জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে 31 জন ইউক্রেনের নাগরিক ৷ প্রেসিডেন্টের দফতরও জানিয়েছে যে, 12 জন সেনাকর্মী তাঁদের বাড়িতে ফিরেছেন ৷ এখনও আফগানিস্তানে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ইউক্রেনের প্রায় 100 জন নাগরিক ৷

আরও পড়ুন: Taliban : পঞ্জশিরে খাবার-জ্বালানি প্রবেশে বাধা তালিবানের, বিপন্ন মানুষ ; টুইট আমরুল্লাহর

এ দিকে, ইরানের বিমান পরিবহণ বিভাগের মুখপাত্র ইউক্রেনের বিমান অপহরণ করে তেহরানে উড়িয়ে নিয়ে যাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছেন ৷ ইরানের পরিবহণ প্রধান জানিয়েছেন, গত রাতে জ্বালানি ভরার জন্য মাশাদে থেমেছিল ইউক্রেনের বিমান ৷ জ্বালানি ভরা হয়ে গেলে সেটি আবার ইউক্রেনের অভিমুখে রওনা দেয় ৷ এটি কিয়েভে অবতরণও করে গিয়েছে ৷

আরও পড়ুন: Afghanistan : আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের তিন যুবক, খুশির হাওয়া পরিবারে

তালিবান কাবুল দখলের পর থেকেই আতঙ্কের পরিবেশ আফগানিস্তানে ৷ দেশ ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ অন্যান্য দেশের মতোই ভারতও দেশের নাগরিকদের উদ্ধারের কাজ চালাচ্ছে ৷ আজ এয়ার ইন্ডিয়ার (Air India) এআই 1956 (AI 1956) বিমানে দিল্লি এসে পৌঁছেছে 3টি গুরু গ্রন্থসাহিব (3 swaroops of Sri Guru Granth Sahib) ৷ আফগানিস্তান (Afghanistan) থেকে তাজিকিস্তান (Tajikistan) হয়ে দুশানবে (Dushanbe) থেকে 78 জন যাত্রী-সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি আজ সকালে দিল্লিতে পৌঁছেছে ৷

Last Updated : Aug 24, 2021, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.