ETV Bharat / international

Ukraine Plane Hijacked: ইউক্রেনের উদ্ধারকারী বিমান অপহরণ কাবুলে, নিয়ে যাওয়া হল ইরানে

আফগানিস্তান (Afghanistan) থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধারে যাওয়া বিমানকে কাবুলে (Kabul) অপহরণ (Ukraine Plane Hijacked) করে বিমানটি ইরানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের মন্ত্রী ৷

Afghanistan: Ukrainian Evacuation Plane Hijacked In Kabul, Diverted To Iran, says Ukraine Minister
ইউক্রেনের উদ্ধারকারী বিমান অপহরণ কাবুলে, নিয়ে যাওয়া হল ইরানে
author img

By

Published : Aug 24, 2021, 2:39 PM IST

Updated : Aug 24, 2021, 3:05 PM IST

কাবুল, 24 অগস্ট: ইউক্রেনের নাগরিকদের আফগানিস্তান (Afghanistan) থেকে উদ্ধারকারী বিমানকে হাইজ্যাক (Ukraine Plane Hijacked) করা হল কাবুলে (Kabul)৷ সেই বিমানকে ইরানের (Iran) দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের মন্ত্রী ৷ ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে বিমানটি গত সপ্তাহে কাবুলে পৌঁছেছিল বলে জানিয়েছেন তিনি ৷ যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের বিমান পরিবহণ বিভাগ ৷

ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার ইয়েভগেনি ইয়েনিনের দাবি, "গত রবিবার আমাদের বিমানটি কয়েকজন অপহরণ করে ৷ মঙ্গলবার বিমানটি আমাদের থেকে চুরি করা হয় ৷ অজ্ঞাতপরিচয় এক দল যাত্রী ইউক্রেনের নাগরিকদের এয়ারলিফট না-করে বিমানটিকে ইরানের দিকে উড়িয়ে নিয়ে যায় ৷ এর পরে তিনবার আমরা উদ্ধারের চেষ্টা চালিয়েছি, সেটাও সফল হয়নি ৷ কারণ আমাদের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছতে পারেননি ৷"

আরও পড়ুন: Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

তবে সংবাদসংস্থা আইএএনএস-এর খবর, আফগানিস্তান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে সেনাবাহিনীর একটি বিমান ৷ সেখানে 83 জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে 31 জন ইউক্রেনের নাগরিক ৷ প্রেসিডেন্টের দফতরও জানিয়েছে যে, 12 জন সেনাকর্মী তাঁদের বাড়িতে ফিরেছেন ৷ এখনও আফগানিস্তানে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ইউক্রেনের প্রায় 100 জন নাগরিক ৷

আরও পড়ুন: Taliban : পঞ্জশিরে খাবার-জ্বালানি প্রবেশে বাধা তালিবানের, বিপন্ন মানুষ ; টুইট আমরুল্লাহর

এ দিকে, ইরানের বিমান পরিবহণ বিভাগের মুখপাত্র ইউক্রেনের বিমান অপহরণ করে তেহরানে উড়িয়ে নিয়ে যাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছেন ৷ ইরানের পরিবহণ প্রধান জানিয়েছেন, গত রাতে জ্বালানি ভরার জন্য মাশাদে থেমেছিল ইউক্রেনের বিমান ৷ জ্বালানি ভরা হয়ে গেলে সেটি আবার ইউক্রেনের অভিমুখে রওনা দেয় ৷ এটি কিয়েভে অবতরণও করে গিয়েছে ৷

আরও পড়ুন: Afghanistan : আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের তিন যুবক, খুশির হাওয়া পরিবারে

তালিবান কাবুল দখলের পর থেকেই আতঙ্কের পরিবেশ আফগানিস্তানে ৷ দেশ ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ অন্যান্য দেশের মতোই ভারতও দেশের নাগরিকদের উদ্ধারের কাজ চালাচ্ছে ৷ আজ এয়ার ইন্ডিয়ার (Air India) এআই 1956 (AI 1956) বিমানে দিল্লি এসে পৌঁছেছে 3টি গুরু গ্রন্থসাহিব (3 swaroops of Sri Guru Granth Sahib) ৷ আফগানিস্তান (Afghanistan) থেকে তাজিকিস্তান (Tajikistan) হয়ে দুশানবে (Dushanbe) থেকে 78 জন যাত্রী-সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি আজ সকালে দিল্লিতে পৌঁছেছে ৷

কাবুল, 24 অগস্ট: ইউক্রেনের নাগরিকদের আফগানিস্তান (Afghanistan) থেকে উদ্ধারকারী বিমানকে হাইজ্যাক (Ukraine Plane Hijacked) করা হল কাবুলে (Kabul)৷ সেই বিমানকে ইরানের (Iran) দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইউক্রেনের মন্ত্রী ৷ ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে বিমানটি গত সপ্তাহে কাবুলে পৌঁছেছিল বলে জানিয়েছেন তিনি ৷ যদিও এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের বিমান পরিবহণ বিভাগ ৷

ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার ইয়েভগেনি ইয়েনিনের দাবি, "গত রবিবার আমাদের বিমানটি কয়েকজন অপহরণ করে ৷ মঙ্গলবার বিমানটি আমাদের থেকে চুরি করা হয় ৷ অজ্ঞাতপরিচয় এক দল যাত্রী ইউক্রেনের নাগরিকদের এয়ারলিফট না-করে বিমানটিকে ইরানের দিকে উড়িয়ে নিয়ে যায় ৷ এর পরে তিনবার আমরা উদ্ধারের চেষ্টা চালিয়েছি, সেটাও সফল হয়নি ৷ কারণ আমাদের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছতে পারেননি ৷"

আরও পড়ুন: Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

তবে সংবাদসংস্থা আইএএনএস-এর খবর, আফগানিস্তান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে সেনাবাহিনীর একটি বিমান ৷ সেখানে 83 জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে 31 জন ইউক্রেনের নাগরিক ৷ প্রেসিডেন্টের দফতরও জানিয়েছে যে, 12 জন সেনাকর্মী তাঁদের বাড়িতে ফিরেছেন ৷ এখনও আফগানিস্তানে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ইউক্রেনের প্রায় 100 জন নাগরিক ৷

আরও পড়ুন: Taliban : পঞ্জশিরে খাবার-জ্বালানি প্রবেশে বাধা তালিবানের, বিপন্ন মানুষ ; টুইট আমরুল্লাহর

এ দিকে, ইরানের বিমান পরিবহণ বিভাগের মুখপাত্র ইউক্রেনের বিমান অপহরণ করে তেহরানে উড়িয়ে নিয়ে যাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছেন ৷ ইরানের পরিবহণ প্রধান জানিয়েছেন, গত রাতে জ্বালানি ভরার জন্য মাশাদে থেমেছিল ইউক্রেনের বিমান ৷ জ্বালানি ভরা হয়ে গেলে সেটি আবার ইউক্রেনের অভিমুখে রওনা দেয় ৷ এটি কিয়েভে অবতরণও করে গিয়েছে ৷

আরও পড়ুন: Afghanistan : আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের তিন যুবক, খুশির হাওয়া পরিবারে

তালিবান কাবুল দখলের পর থেকেই আতঙ্কের পরিবেশ আফগানিস্তানে ৷ দেশ ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ অন্যান্য দেশের মতোই ভারতও দেশের নাগরিকদের উদ্ধারের কাজ চালাচ্ছে ৷ আজ এয়ার ইন্ডিয়ার (Air India) এআই 1956 (AI 1956) বিমানে দিল্লি এসে পৌঁছেছে 3টি গুরু গ্রন্থসাহিব (3 swaroops of Sri Guru Granth Sahib) ৷ আফগানিস্তান (Afghanistan) থেকে তাজিকিস্তান (Tajikistan) হয়ে দুশানবে (Dushanbe) থেকে 78 জন যাত্রী-সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি আজ সকালে দিল্লিতে পৌঁছেছে ৷

Last Updated : Aug 24, 2021, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.