ঢাকা, 12 এপ্রিল : ফাঁসি হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান খুনে অন্যতম দোষী আবদুল মাজেদের । সোমবার মাজেদকে গ্রেপ্তার করা হয় ঢাকার গাবতলী এলাকা থেকে । গতরাতে ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারে তার ফাঁসির সাজা কার্যকর হয় ।
1975 সালের 15 অগাস্ট নিজের বাড়িতে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । বঙ্গবন্ধুকে হত্যা করার পর আরও কয়েকজনের সঙ্গে পালিয়ে ব্যাংকক হয়ে লিবিয়া চলে যায় মাজেদ । সেখান থেকে চলে যায় পাকিস্তানে । পরে জিয়াউর রহমান তাকে সেনেগালের দূতাবাসে চাকরি দেয় । 1980 সালে বাংলাদেশে ফেরে সে । তারপর থেকে দীর্ঘ 16 বছর বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিল সে । চাকা ঘুরে যায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর । ফের গা ঢাকা দেয় মাজেদ ।
বাংলাদেশ পুলিশের তরফে জানা গেছে, সেই সময় সে ভারতে আসে । ভারত থেকে আবারও লিবিয়া । সেখান থেকে পাকিস্তান । সুবিধা করতে না পেরে নানাভাবে আবার ভারতে ঢোকে । সেখানে বেশ কয়েকটি শহর ঘুরে অবশেষে কলকাতায় থিতু হয় । তারপর থেকে নাকি কলকাতাতেই থাকছিল মাজিদ ।
এই সংক্রান্ত আরও খবর : 20 বছরের বেশি সময় কলকাতার কোথায় ছিল বঙ্গবন্ধু হত্যাকারী ? শুরু খোঁজ
পুলিশ জানতে পারে, কোরোনার জেরে লকডাউনের মাঝেই সে বাংলাদেশ ফিরেছে । সূত্র ধরে সোমবার তাকে বাংলাদেশের গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । এরপরই ছ'দিনের মাথায় গতকাল রাতে তার ফাঁসির সাজা কার্যকর হয় । তার ফাঁসি নিয়ে শুক্রবার থেকেই ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয় । নিয়মমতো ফাঁসির আগে শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় তাকে । গতরাত 12টা 01 নাগাদ তার ফাঁসি হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ । আজ তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।