ETV Bharat / international

বাংলাদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃত 8

বাংলাদেশের গাইবান্ধা জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা সহ আটজনের । বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড় বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ'টার মধ্যে রাজশাহী জেলার নাটোর সহ পাবনা, সিরাজগঞ্জ, বগুরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মেহেরপুর, কুষ্ঠিয়া, রাজবাড়ি, ফরিদপুর এবং যশোরের উপর দিয়ে বয়ে গিয়েছে । আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন , "ঢাকার বেশ কিছু জায়গায় সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ শিলাবৃষ্টি হয় । এদিন হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় 64 কিলোমিটার ।"

author img

By

Published : Apr 5, 2021, 12:24 PM IST

বাংলাদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃত 8
বাংলাদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃত 8

গাইবান্ধা (বাংলাদেশ) , 5 এপ্রিল : রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা সহ আটজনের । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাইবান্ধা জেলায় । রবিবার বাংলাদেশের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলে কমপক্ষে 13টি জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় । স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সূর্যাস্তের ঠিক আগে ফুলছাড়ি ,পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা এলাকায় ভিন্ন ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে । মৃত আটজনের মধ্যে এখনও পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে । মৃতরা হলেন, শিমুলি বেগম (25), আবদুল গফ্ফর (42) , হাফিজউদ্দিন (44) , জাহানারা বেগম (50) এবং ময়না বেগম (60) । এরা সকলেই গাইবান্ধার বাসিন্দা ।

গাইবান্ধার ডেপুটি কমিশনার আবদুল মাতিন স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, হঠাৎ করে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকায় গাছ উপড়ে যায়, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, শস্যহানি হয় ৷ এমনকি মানুষের জীবনহানিও হয়েছে ।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া এই প্রবল ঝড়ে ইটের আঘাতে জখম হয়েছেন চার বছরের বালিকা তোয়ামনি ও রিক্সাচালক ফরিদউদ্দিন (35) । জলখাবার খাওয়ার সময় ফরিদের উপর দেওয়াল ভেঙে পড়ায় তিনি জখম হন । অন্যদিকে বাড়িতে ঢোকার সময় ছাদের উপরের একাংশ ভেঙে একটি ইট মাথায় পড়ায় জখম হয় তোয়ামনি ।

অমর একুশে বইমেলার বইয়ের স্টলগুলিও এই ঝড়ে এলোমেলো হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে খবর ।

বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড় বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ'টার মধ্যে রাজশাহী জেলার নাটোর সহ পাবনা, সিরাজগঞ্জ, বগুরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মেহেরপুর, কুষ্ঠিয়া, রাজবাড়ি, ফরিদপুর এবং যশোরের উপর দিয়ে বয়ে গিয়েছে । আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন , "ঢাকার বেশ কিছু জায়গায় সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ শিলাবৃষ্টি হয় । এদিন হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 64 কিলোমিটার ।" মানিকগঞ্জের এক সাংবাদিক বলেছেন, ‘‘এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিকেল পৌনে ছ'টা থেকে প্রায় দু'ঘন্টা পাতুড়িয়া , দৌলতদিয়া, আরিচা এবং কাজির মধ্যে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল ।’’

কিছুক্ষণের এই প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও একমাসের তীব্র গরমের হাত থেকে রেহাই পেয়েছেন মানুষ । বাংলাদেশ আবহাওয়া দফতরের নথি অনুযায়ী , রাঙামাটি ও সীতাকুন্ডে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস । ঢাকার টাঙ্গাইল, সন্দীপ, ফেনি, রাজশাহী , পাবনা, খুলনা, এবং কুষ্ঠিয়া এলাকায় হালকা ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয় । রাঙামাটি ও সীতাকুন্ডে মাঝারি তাপপ্রবাহ ছিল এদিন ।

বাংলাদেশ হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ চলবে । সোমবার পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তন হবে না ।

প্রসঙ্গত, সোমবারের মধ্যে আটটি জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া দফতর ।

গাইবান্ধা (বাংলাদেশ) , 5 এপ্রিল : রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা সহ আটজনের । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাইবান্ধা জেলায় । রবিবার বাংলাদেশের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলে কমপক্ষে 13টি জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় । স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সূর্যাস্তের ঠিক আগে ফুলছাড়ি ,পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা এলাকায় ভিন্ন ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে । মৃত আটজনের মধ্যে এখনও পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে । মৃতরা হলেন, শিমুলি বেগম (25), আবদুল গফ্ফর (42) , হাফিজউদ্দিন (44) , জাহানারা বেগম (50) এবং ময়না বেগম (60) । এরা সকলেই গাইবান্ধার বাসিন্দা ।

গাইবান্ধার ডেপুটি কমিশনার আবদুল মাতিন স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, হঠাৎ করে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকায় গাছ উপড়ে যায়, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, শস্যহানি হয় ৷ এমনকি মানুষের জীবনহানিও হয়েছে ।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া এই প্রবল ঝড়ে ইটের আঘাতে জখম হয়েছেন চার বছরের বালিকা তোয়ামনি ও রিক্সাচালক ফরিদউদ্দিন (35) । জলখাবার খাওয়ার সময় ফরিদের উপর দেওয়াল ভেঙে পড়ায় তিনি জখম হন । অন্যদিকে বাড়িতে ঢোকার সময় ছাদের উপরের একাংশ ভেঙে একটি ইট মাথায় পড়ায় জখম হয় তোয়ামনি ।

অমর একুশে বইমেলার বইয়ের স্টলগুলিও এই ঝড়ে এলোমেলো হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে খবর ।

বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড় বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ'টার মধ্যে রাজশাহী জেলার নাটোর সহ পাবনা, সিরাজগঞ্জ, বগুরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মেহেরপুর, কুষ্ঠিয়া, রাজবাড়ি, ফরিদপুর এবং যশোরের উপর দিয়ে বয়ে গিয়েছে । আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন , "ঢাকার বেশ কিছু জায়গায় সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ শিলাবৃষ্টি হয় । এদিন হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 64 কিলোমিটার ।" মানিকগঞ্জের এক সাংবাদিক বলেছেন, ‘‘এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিকেল পৌনে ছ'টা থেকে প্রায় দু'ঘন্টা পাতুড়িয়া , দৌলতদিয়া, আরিচা এবং কাজির মধ্যে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল ।’’

কিছুক্ষণের এই প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও একমাসের তীব্র গরমের হাত থেকে রেহাই পেয়েছেন মানুষ । বাংলাদেশ আবহাওয়া দফতরের নথি অনুযায়ী , রাঙামাটি ও সীতাকুন্ডে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস । ঢাকার টাঙ্গাইল, সন্দীপ, ফেনি, রাজশাহী , পাবনা, খুলনা, এবং কুষ্ঠিয়া এলাকায় হালকা ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয় । রাঙামাটি ও সীতাকুন্ডে মাঝারি তাপপ্রবাহ ছিল এদিন ।

বাংলাদেশ হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ চলবে । সোমবার পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তন হবে না ।

প্রসঙ্গত, সোমবারের মধ্যে আটটি জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.