ETV Bharat / international

করোনা সংক্রমণে চিনে মৃত বেড়ে 41, বাড়ছে আতঙ্ক

চিনে করোনা ভাইরাসে মৃত্যু হল 41জনের, নতুন করে আক্রান্ত হয়েছেন 1000 জনের বেশি ৷

corona virus
করোনা ভাইরাস
author img

By

Published : Jan 25, 2020, 8:39 AM IST

বেজিং , 25 জানুয়ারি : দেশজুড়ে আতঙ্ক ৷ করোনা (ইউহান) ভাইরাসের থাবায় আক্রান্ত চিন ৷ মৃতের সংখ্যা বেড়ে 41 ৷ নতুন করে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে ৷ মৃতদের অধিকাংশই ইউহান প্রদেশের ৷ 1 কোটি 10 লক্ষ বাসিন্দার এই ইউহান শহরেই প্রথম ভাইরাসটি খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন হুবেই হেলথ কমিশন ৷

ইউহান ছাড়াও 13 শহরের বাসিন্দাদের মধ্যে এই মারাত্মক শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ আটকাতে রীতিমতো ঘরবন্দী করে রাখা হয়েছে ৷ ইতিমধ্যে সংক্রমণটি চিনব্যাপী এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য কমিশন নতুন করে সংক্রমণের কেস নথিভুক্ত করেছে 180টি ৷ এর মধ্যে 77 জন ইউহান প্রদেশের বাসিন্দা৷ বাকি আক্রান্ত ব্যক্তিরা চিনের অন্যান্য ছোটো শহরের বাসিন্দা৷

অধিকাংশ বাসিন্দাই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ৷ সরকারি গণনা অনুযায়ী 803 জন নিশ্চিত করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৷ এছাড়াও নতুন করে যোগ হবে আরও 1000 জনের নাম ৷

চিনা নববর্ষ উপলক্ষে সারা দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় এই সময়ে ৷ চিনে বসবাসকারী ভারতীয় ও অন্যান্য দেশের বাসিন্দারাও এই সময় দেশে ফেরেন, তাই বিশ্বজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিটি দেশের বিমানবন্দরেই কড়া নিরাপত্তা জারি হয়েছে ৷ চিন থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করানো হচ্ছে ৷

করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20 হাজার যাত্রীর

বেজিং , 25 জানুয়ারি : দেশজুড়ে আতঙ্ক ৷ করোনা (ইউহান) ভাইরাসের থাবায় আক্রান্ত চিন ৷ মৃতের সংখ্যা বেড়ে 41 ৷ নতুন করে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে ৷ মৃতদের অধিকাংশই ইউহান প্রদেশের ৷ 1 কোটি 10 লক্ষ বাসিন্দার এই ইউহান শহরেই প্রথম ভাইরাসটি খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন হুবেই হেলথ কমিশন ৷

ইউহান ছাড়াও 13 শহরের বাসিন্দাদের মধ্যে এই মারাত্মক শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ আটকাতে রীতিমতো ঘরবন্দী করে রাখা হয়েছে ৷ ইতিমধ্যে সংক্রমণটি চিনব্যাপী এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য কমিশন নতুন করে সংক্রমণের কেস নথিভুক্ত করেছে 180টি ৷ এর মধ্যে 77 জন ইউহান প্রদেশের বাসিন্দা৷ বাকি আক্রান্ত ব্যক্তিরা চিনের অন্যান্য ছোটো শহরের বাসিন্দা৷

অধিকাংশ বাসিন্দাই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ৷ সরকারি গণনা অনুযায়ী 803 জন নিশ্চিত করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৷ এছাড়াও নতুন করে যোগ হবে আরও 1000 জনের নাম ৷

চিনা নববর্ষ উপলক্ষে সারা দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় এই সময়ে ৷ চিনে বসবাসকারী ভারতীয় ও অন্যান্য দেশের বাসিন্দারাও এই সময় দেশে ফেরেন, তাই বিশ্বজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিটি দেশের বিমানবন্দরেই কড়া নিরাপত্তা জারি হয়েছে ৷ চিন থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করানো হচ্ছে ৷

করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20 হাজার যাত্রীর

New Delhi, Jan 25 (ANI): A recent study has found that consuming natural yogurt on a daily basis may help women to be at lower risk of risk cancer. According to researchers, one of the causes of breast cancer may be inflammation triggered by harmful bacteria. Their idea is yet to be proved, it is supported by the available evidence that bacterial-induced inflammation is linked to cancer. Yogurt contains beneficial lactose fermenting bacteria commonly found in milk, similar to the bacteria - or microflora- found in the breasts of mothers who have breastfed. Several other studies have shown that the consumption of yogurt is associated with a reduction in the risk of breast cancer, which the researchers suggest may be due to the displacement of harmful bacteria by beneficial bacteria. There are approximately 10 billion bacterial cells in the human body and while most are harmless, some bacteria create toxins which trigger inflammation in the body. Chronic inflammation destroys the harmful germs but it also damages the body. One of the most common inflammatory conditions is gum disease or periodontitis, which has already been linked to oral, oesophageal, colonic, pancreatic, prostatic and breast cancer.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.