ETV Bharat / international

আফগানিস্তানের প্রেসিডেন্টের অফিসের সামনে বিস্ফোরণ, মৃত 3 - তালিবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির অফিসের সামনে বিস্ফোরণে প্রাণ হারালেন তিনজন ।

আফগানিস্তানের প্রেসিডেন্টের অফিসের সামনে বিস্ফোরণ, মৃত 3
author img

By

Published : Sep 25, 2019, 5:46 PM IST

লেন তিনজন । জখম আরও সাতজন । ঘটনাটি গতকাল গভীর রাতে হয় । জানা গেছে প্রেসিডেন্টের অফিসের প্রবেশদ্বারে বিস্ফোরক লাগিয়ে চলে যায় দুষ্কৃতীরা । মৃতদের মধ্যে একজন মহিলা, একজন শিশু ও একজন বৃদ্ধ । বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন ।

এর আগে 17 সেপ্টেম্বরে সে দেশের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের চারিকার শহরে আশরাফ ঘানির নির্বাচনী প্রচারেও একটি বিস্ফোরণ হয়েছিল । তাতে প্রাণ হারিয়েছিল 26 জন । সেই বিস্ফোরণের দায় অবশ্য তালিবানরা স্বীকার করেছিল । 28 সেপ্টেম্বর আফগানিস্তানে সাধারণ নির্বাচন । মনে করা হচ্ছে, এর আগে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উপস্থিতি ও ক্ষমতা জাহির করতেই সচেষ্ট হয়েছে তালিবানরা ।

তালিবানদের সঙ্গে চলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে সে দেশের বিভিন্ন জায়গায় । শান্তি প্রক্রিয়ার মাঝেই সক্রিয় হয়ে ওঠে তালিবানরা । 5 সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসের সামনে এক বিস্ফোরণে মারা যায় তিনজন । এর মধ্যে একজন মার্কিন সেনাও ছিলেন । এরপরই টুইট করে তালিবানদের সঙ্গে চলা শান্তি প্রক্রিয়া বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প । এরপর দেশজুড়ে নাশকতামূলক কার্যকলাপ বাড়িয়ে দেয় তালিবানরা ।

লেন তিনজন । জখম আরও সাতজন । ঘটনাটি গতকাল গভীর রাতে হয় । জানা গেছে প্রেসিডেন্টের অফিসের প্রবেশদ্বারে বিস্ফোরক লাগিয়ে চলে যায় দুষ্কৃতীরা । মৃতদের মধ্যে একজন মহিলা, একজন শিশু ও একজন বৃদ্ধ । বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন ।

এর আগে 17 সেপ্টেম্বরে সে দেশের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের চারিকার শহরে আশরাফ ঘানির নির্বাচনী প্রচারেও একটি বিস্ফোরণ হয়েছিল । তাতে প্রাণ হারিয়েছিল 26 জন । সেই বিস্ফোরণের দায় অবশ্য তালিবানরা স্বীকার করেছিল । 28 সেপ্টেম্বর আফগানিস্তানে সাধারণ নির্বাচন । মনে করা হচ্ছে, এর আগে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উপস্থিতি ও ক্ষমতা জাহির করতেই সচেষ্ট হয়েছে তালিবানরা ।

তালিবানদের সঙ্গে চলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে সে দেশের বিভিন্ন জায়গায় । শান্তি প্রক্রিয়ার মাঝেই সক্রিয় হয়ে ওঠে তালিবানরা । 5 সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসের সামনে এক বিস্ফোরণে মারা যায় তিনজন । এর মধ্যে একজন মার্কিন সেনাও ছিলেন । এরপরই টুইট করে তালিবানদের সঙ্গে চলা শান্তি প্রক্রিয়া বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প । এরপর দেশজুড়ে নাশকতামূলক কার্যকলাপ বাড়িয়ে দেয় তালিবানরা ।

New York (USA), Sep 25 (ANI): The Bill and Melinda Gates Foundation honored two Indians for bringing change in society. Prime Minister Narendra Modi was given the Global Goal Keepers Award, while Payal Jangid was awarded the 'Changemaker Award' for campaigning against child labor and child marriage in Rajasthan. While speaking to ANI, Payal said, "I'm extremely happy, PM also got this award. The way, I've eradicated these problems in our village, want to do same globally."


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.