জাকার্তা (ইন্দোনেশিয়া), 22 জুলাই : ঝড়ের মুখে পড়েছিল 18টি জাহাজ ৷ কয়েকদিন আগে ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমনটন এলাকায় ৷ ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 24টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা ৷ উদ্ধারকারী দলের এক শীর্ষকর্তা এই তথ্যটি দিয়েছেন বুধবার ৷
আরও পড়ুন : বিদ্বেষ ও অপবাদমূলক প্রচারে সাড়া দেবে না এনএসও
তিনি জানিয়েছেন, এখনও 31 জন নিখোঁজ ৷ তাঁদের সন্ধানে তল্লাশি চলছে ৷ এখনও পর্যন্ত 83 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার, একটি বিমান ও জাহাজ ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রাদেশিক উদ্ধারকারী কার্যালয়ের প্রধান এরিক সুবারিয়েন্তা ৷
এক সপ্তাহ আগে ওই ঝড় এসেছিল ৷ প্রায় দুই দিন স্থায়ী হয়েছিল ৷ তখনই পশ্চিম কালিমনটনের সামবাস জেলায় ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে যে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া দফতর দিয়েছিল ৷ ফলে কিছু জাহাজ ও নৌকা উপকূলের কাছে চলে এসেছিল ৷ আবার কয়েকটি ফেরার পথে ছিল ৷ তার মধ্যেই ঝড় শুরু হয়ে যায় ৷ আর জাহাজ ও নৌকা মিলিয়ে 18টি নিখোঁজ হয়ে যায় ৷
প্রাদেশিক উদ্ধারকারী কার্যালয়ের প্রধান এরিক সুবারিয়েন্তা জানিয়েছেন, আরও তিনদিন ধরে উদ্ধার কাজ চলবে ৷ কিন্তু সেই কাজও কতটা স্বাভাবিকভাবে করা যাবে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, নতুন করে আবহাওয়া দফতর থেকে পরিস্থিতি খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ বুধবার থেকে আবহওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে বলে পূর্বাভাস ৷ আর তা আরও তিনদিন থাকতে পারে বলে খবর ৷ সেই কারণেই উদ্ধার কাজে বাধা পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করল প্যারিসের প্রসিকিউটর’স অফিস