ETV Bharat / international

উত্তর কোরিয়ার 'বড়দিনের উপহার'-র জন্য প্রস্তুত, চ্যালেঞ্জ ট্রাম্পের

উত্তর কোরিয়ার যে কোনও বড়দিনের উপহারের জন্য অ্যামেরিকা প্রস্তুত বলেই জানালেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ৷ উপহারটি সুন্দর হবে বলেই আশা করছেন তিনি ৷

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Dec 25, 2019, 11:08 AM IST

Updated : Dec 25, 2019, 11:49 AM IST

ওয়াশিংটন, 25 ডিসেম্বর : অ্যামেরিকা প্রস্তুত ৷ অ্যামেরিকা "খুব সফলভাবেই মোকাবিলা করবে" ৷ উত্তর কোরিয়াকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ৷ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের 'বড়দিনের উপহার' হিসেবে অ্যামেরিকাকে দেওয়া সতর্কবার্তার উত্তরে তাঁর এই মন্তব্য ৷ পাশাপাশি, এটি একটি "সুন্দর উপহার" হবে বলেও মনে করছেন ট্রাম্প ৷

মার-এ-লাগো রিসর্টে ট্রাম্প সাংবাদিকদের জানান, "আমাদের জন্য কী চমক অপেক্ষা করছে, তা আমরা খুঁজে বার করব এবং সফলভাবে তার ব্যবস্থা নেব ৷" যে কোনও ঘটনার জন্য অ্যামেরিকা প্রস্তুত, তা তাঁর কথাতেই পরিষ্কার ৷ বললেন, "আমরা দেখছি কী হবে ৷"

কিম জং উনের উপহার হিসেবে দেওয়া সতর্কবার্তাকে উল্লেখ করে তিনি বলেন, "হতে পারে এটি একটি ভালো উপহার ৷ হতে পারে তিনি উপহার হিসেবে আমাকে একটি সুন্দর ফুলদানি দিলেন ৷"

পারমাণবিক কর্মসূচির অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতির জন্য যে নীতি নেওয়া হয়েছিল তাতে পরিবর্তন আনতে চাইছে উত্তর কোরিয়া ৷ এর জন্য অ্যামেরিকাকে এক বছরের সময়সীমাও দিয়েছে তারা ৷ পিয়ংইয়ং ওয়াশিংটনকে সতর্ক করে "বড়দিনের উপহার" হিসেবে এক বছরের এই সময়সীমা দিয়েছে ৷ এ ছাড়াও অভিবাসন নীতি নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে তিক্ততা আরও বেড়েছে ৷ ফলে এই 'বড়দিনের উপহার'-এর কথা ঘোষণা করেন কিম জং উন ৷

কিম ও ট্রাম্প 2018-র জুনের পর থেকে তিন বার বৈঠকে মুখোমুখি হয়েছেন ৷ কিন্তু, তারপরও কোনও অগ্রগতি হয়নি ৷ পিয়ংইয়াংয়ের সরকারের দাবি, সবার আগে আন্তর্জাতিক অনুমোদনগুলির দিকে নজর দেওয়া উচিত ৷

গত সপ্তাহে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, পিয়ংইয়াংয়ের মানবাধিকার রেকর্ড নিয়ে ইশু তৈরির জন্য অ্যামেরিকাকে "ভালোরকমের মূল্য দিতে হবে ৷" ওয়াশিংটনের "বিদ্বেষপরায়ণ শব্দ" কোরীয় দ্বীপে আরও বেশি করে উত্তেজনা ছড়াচ্ছে ৷

উত্তর কোরিয়ার জন্য অ্যামেরিকার রাষ্ট্রদূত স্টিফেন বিগান গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও চিন সফরে গিয়েছিলেন ৷ তারপরই উত্তর কোরিয়ার কাছে আলোচনার জন্য সরাসরি আহ্বান জানানো হয় ৷ উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যে শর্ট রেঞ্জের মিজ়াইলগুলির পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ৷

ওয়াশিংটন, 25 ডিসেম্বর : অ্যামেরিকা প্রস্তুত ৷ অ্যামেরিকা "খুব সফলভাবেই মোকাবিলা করবে" ৷ উত্তর কোরিয়াকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ৷ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের 'বড়দিনের উপহার' হিসেবে অ্যামেরিকাকে দেওয়া সতর্কবার্তার উত্তরে তাঁর এই মন্তব্য ৷ পাশাপাশি, এটি একটি "সুন্দর উপহার" হবে বলেও মনে করছেন ট্রাম্প ৷

মার-এ-লাগো রিসর্টে ট্রাম্প সাংবাদিকদের জানান, "আমাদের জন্য কী চমক অপেক্ষা করছে, তা আমরা খুঁজে বার করব এবং সফলভাবে তার ব্যবস্থা নেব ৷" যে কোনও ঘটনার জন্য অ্যামেরিকা প্রস্তুত, তা তাঁর কথাতেই পরিষ্কার ৷ বললেন, "আমরা দেখছি কী হবে ৷"

কিম জং উনের উপহার হিসেবে দেওয়া সতর্কবার্তাকে উল্লেখ করে তিনি বলেন, "হতে পারে এটি একটি ভালো উপহার ৷ হতে পারে তিনি উপহার হিসেবে আমাকে একটি সুন্দর ফুলদানি দিলেন ৷"

পারমাণবিক কর্মসূচির অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতির জন্য যে নীতি নেওয়া হয়েছিল তাতে পরিবর্তন আনতে চাইছে উত্তর কোরিয়া ৷ এর জন্য অ্যামেরিকাকে এক বছরের সময়সীমাও দিয়েছে তারা ৷ পিয়ংইয়ং ওয়াশিংটনকে সতর্ক করে "বড়দিনের উপহার" হিসেবে এক বছরের এই সময়সীমা দিয়েছে ৷ এ ছাড়াও অভিবাসন নীতি নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে তিক্ততা আরও বেড়েছে ৷ ফলে এই 'বড়দিনের উপহার'-এর কথা ঘোষণা করেন কিম জং উন ৷

কিম ও ট্রাম্প 2018-র জুনের পর থেকে তিন বার বৈঠকে মুখোমুখি হয়েছেন ৷ কিন্তু, তারপরও কোনও অগ্রগতি হয়নি ৷ পিয়ংইয়াংয়ের সরকারের দাবি, সবার আগে আন্তর্জাতিক অনুমোদনগুলির দিকে নজর দেওয়া উচিত ৷

গত সপ্তাহে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, পিয়ংইয়াংয়ের মানবাধিকার রেকর্ড নিয়ে ইশু তৈরির জন্য অ্যামেরিকাকে "ভালোরকমের মূল্য দিতে হবে ৷" ওয়াশিংটনের "বিদ্বেষপরায়ণ শব্দ" কোরীয় দ্বীপে আরও বেশি করে উত্তেজনা ছড়াচ্ছে ৷

উত্তর কোরিয়ার জন্য অ্যামেরিকার রাষ্ট্রদূত স্টিফেন বিগান গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও চিন সফরে গিয়েছিলেন ৷ তারপরই উত্তর কোরিয়ার কাছে আলোচনার জন্য সরাসরি আহ্বান জানানো হয় ৷ উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যে শর্ট রেঞ্জের মিজ়াইলগুলির পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ৷

Mumbai, Dec 25 (ANI): Bollywood celebrities spent their Christmas Eve with their young ones at special Christmas bash hosted by Aayush and Arpita. Dressed in red, Karan Johar arrived with his twins Yash and Roohi. Tusshar Kapoor arrived with his son Laksshaya. Taimur Ali Khan stole the limelight as he arrived. Riteish Deshmukh attended the bash with sons Riaan and Rahyl. Salman also graced his sister's Christmas party.
Last Updated : Dec 25, 2019, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.