ETV Bharat / international

অ্যামেরিকায় একদিনে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত 52 হাজারের বেশি - america

গত 24 ঘণ্টায় অ্যামেরিকায় কোরোনা সংক্রমণের সংখ্যা ছাড়াল 52 হাজারেরও বেশি ৷ যা এতদিনের মধ্যে রেকর্ড সংখ্যক সংক্রমণ ৷ জানাল জন হপকিনস বিশ্ববিদ্যালয় ৷

US Records Over 52,000 Coronavirus Cases In Highest Single-Day Spike
অ্যামেরিকায় গত 24 ঘণ্টায় রেকর্ড কোরোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত 52 হাজারেরও বেশি
author img

By

Published : Jul 2, 2020, 10:59 AM IST

ওয়াশিংটন , 2 জুলাই : বিশ্বে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ এবার অ্যামেরিকায় রেকর্ড কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ সেখানে দিনে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 হাজারের গণ্ডি ৷ যা একদিনে সর্বোচ্চ সংখ্যক কোরোনা সংক্রমণ ৷ গতকাল প্রথমবারের জন্য অ্যামেরিকায় এতটা বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ এবিষয়ে গুরুতর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

গত সপ্তাহেই বিশ্বব্যাপী কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে , তথ্য দিয়েছিল WHO ৷ WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস জানিয়েছিলেন, বিশ্ব ব্যাপী প্রতিদিন কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 60 হাজার ছাড়িয়েছে ৷ গতকালের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি ট্যালি অনুযায়ী, গত 24 ঘণ্টায় অ্যামেরিকায় নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 52 হাজারের বেশি ৷ অ্যামেরিকার বেশিরভাগ প্রদেশগুলিতে আসা পর্যটকদের 14 দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক করা হয়েছে ৷

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসসহ কয়েকটি এলাকায় রেস্তরাঁ বন্ধ রেখেছে ৷ তবে , নিউ ইয়র্কে আগামী সপ্তাহ থেকে খুলবে রেস্তরাঁ ৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় , " মনে হয় , এই ছোঁয়াচে ভাইরাস কখনও নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে ৷ "

এখনও পর্যন্ত বিশ্বের 5 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে কোরোনা ৷ গোটা বিশ্বে COVID-19 এ মৃতের সংখ্যা 5 লাখ 11 হাজার 139 জন ৷ আক্রান্ত 1 কোটি 4 লাখ 69 হাজার 281 জন ৷

মৃত 5 লাখের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অ্যামেরিকায় ৷ সেখানে কোরোনা প্রাণ কেড়েছে 1 লাখ 27 হাজার 410 জনের ৷ অ্যামেরিকার পর রয়েছে ব্রাজ়িল, ব্রিটেন, ভারত, পেরু ও রাশিয়া ৷ ব্রাজ়িলে মৃতের সংখ্যা 60 হাজার ছাড়িয়ে গেছে ৷ ভারতে মৃতের সংখ্যা 17 হাজার 400 ৷ ব্রিটেনে মৃতের সংখ্যাটা দাঁড়িয়েছে 43 হাজার 815 ৷

ওয়াশিংটন , 2 জুলাই : বিশ্বে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ এবার অ্যামেরিকায় রেকর্ড কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ সেখানে দিনে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 হাজারের গণ্ডি ৷ যা একদিনে সর্বোচ্চ সংখ্যক কোরোনা সংক্রমণ ৷ গতকাল প্রথমবারের জন্য অ্যামেরিকায় এতটা বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ এবিষয়ে গুরুতর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

গত সপ্তাহেই বিশ্বব্যাপী কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে , তথ্য দিয়েছিল WHO ৷ WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস জানিয়েছিলেন, বিশ্ব ব্যাপী প্রতিদিন কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 60 হাজার ছাড়িয়েছে ৷ গতকালের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি ট্যালি অনুযায়ী, গত 24 ঘণ্টায় অ্যামেরিকায় নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 52 হাজারের বেশি ৷ অ্যামেরিকার বেশিরভাগ প্রদেশগুলিতে আসা পর্যটকদের 14 দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক করা হয়েছে ৷

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসসহ কয়েকটি এলাকায় রেস্তরাঁ বন্ধ রেখেছে ৷ তবে , নিউ ইয়র্কে আগামী সপ্তাহ থেকে খুলবে রেস্তরাঁ ৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় , " মনে হয় , এই ছোঁয়াচে ভাইরাস কখনও নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে ৷ "

এখনও পর্যন্ত বিশ্বের 5 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে কোরোনা ৷ গোটা বিশ্বে COVID-19 এ মৃতের সংখ্যা 5 লাখ 11 হাজার 139 জন ৷ আক্রান্ত 1 কোটি 4 লাখ 69 হাজার 281 জন ৷

মৃত 5 লাখের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অ্যামেরিকায় ৷ সেখানে কোরোনা প্রাণ কেড়েছে 1 লাখ 27 হাজার 410 জনের ৷ অ্যামেরিকার পর রয়েছে ব্রাজ়িল, ব্রিটেন, ভারত, পেরু ও রাশিয়া ৷ ব্রাজ়িলে মৃতের সংখ্যা 60 হাজার ছাড়িয়ে গেছে ৷ ভারতে মৃতের সংখ্যা 17 হাজার 400 ৷ ব্রিটেনে মৃতের সংখ্যাটা দাঁড়িয়েছে 43 হাজার 815 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.