ওয়াশিংটন, 8 এপ্রিল : হাইড্রোক্সিক্লোরোকুইন প্রসঙ্গে ভারতের প্রতি কাল যে বার্তা দিয়েছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রক থেকে ওষুধ সরবরাহ করার কথা ঘোষণার পরেই তা পুরোপুরি বদলে গেল । বিশ্বজুড়ে বাড়তে থাকা কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের অবদানের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প । হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ নিয়ে দিল্লি যা সিদ্ধান্ত নিয়েছে, তারও সমর্থন করেন তিনি ।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, "29 মিলিয়নের বেশি ওষুধ কিনেছি । আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি । ওষুধের একটা বড় অংশ ভারত থেকে আসবে । ভারত প্রথমে ওই ওষুধগুলি নিজেদের রোগীদের জন্য রাখতে চেয়েছিল । কিন্তু ভারত এখন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তা সমর্থন করি ।"
ভারত যদি হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করে তাহলে তার প্রতিব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল হোয়াইট হাউজ় থেকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বুঝিয়ে দিয়েছিলেন, শুধু সম্পর্ক খারাপ হবে তাই নয়, প্রয়োজনে প্রতি-ব্যবস্থা নিতেও দ্বিতীয় বার ভাববেন না ।
এরপরই গতকাল বিকেলে বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র নির্ভরশীল প্রতিবেশী দেশগুলিই নয়, যেসব দেশগুলিতে কোরোনায় সংক্রমণের হার বেশি, সেই দেশগুলিরও পাশে দাঁড়াবে ভারত । এ-বিষয়ে নাম না করে অ্যামেরিকা যে জল্পনা বা রাজনীতি করার চেষ্টা করছে তারও তীব্র নিন্দা করেছিল বিদেশমন্ত্রক । ওষুধ মিলবে তা নিশ্চিত হওয়ার পরেই আজ পুরোপুরি ঘুরে গিয়ে ওষুধ সরবরাহ নিয়ে ভারতের পাশে দাঁড়ালেন ট্রাম্প ।