ওয়াশিংটন, 25 ফেব্রুয়ারি : রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে, ভ্লাদিমির পুতিনের দেশের উপর একগুচ্ছ নয়া আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করেছে রাশিয়া ৷ পুতিনের নির্দেশে আকাশ ও স্থলপথে ইউক্রেনের ভিতরে ঢুকে গিয়েছে রুশ সেনা ৷ যে আশঙ্কা আগেই করেছিল আমেরিকা ৷ এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই, বৃহস্পতির হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করে রাশিয়ার উপর নয়া আর্থিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Biden Announces Strong Sanctions on Russia) ৷
জো বাইডেন এই নিষেধাজ্ঞাকে 'সত্যিকারের ধবংসাত্মক নিষেধাজ্ঞা' (Truly Devastating Sanctions) বলে উল্লেখ করেছেন ৷ সাংবাদিক বৈঠকে এদিন দৃশ্যতই ক্রুদ্ধ দেখিয়েছে বাইডেনকে ৷ চোখা চোখা বাক্যবাণে তিনি বিদ্ধ করেছেন রুশ প্রেসিডেন্টকে ৷ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলা নগিন আগ্রাসন ছাড়া আর কিছু নয় ৷ পুতিন যুদ্ধ বেছে নিয়েছেন ৷ এবার এর মূল্য চোকাতে হবে পুতিন ও তাঁর দেশকে ৷" বিশ্বমঞ্চে রাশিয়াকে এক ঘরে করার হুঁশিয়ারি দিয়ে বাইডেনের মন্তব্য, "ইউক্রেনে এই আগ্রাসনের পর বিশ্বমঞ্চে জাতিচ্যুত হবেন ভ্লাদিমির পুতিন ৷ রাশিয়ার সঙ্গে আর কোনও আলোচনা নেই ৷"
-
We have been transparent with the world — we shared declassified intelligence about Russia’s plans and cyber attacks and false pretexts — so that there can be no confusion or cover up.
— President Biden (@POTUS) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Putin is the aggressor. Putin chose this war. pic.twitter.com/xFM5a6T9hG
">We have been transparent with the world — we shared declassified intelligence about Russia’s plans and cyber attacks and false pretexts — so that there can be no confusion or cover up.
— President Biden (@POTUS) February 24, 2022
Putin is the aggressor. Putin chose this war. pic.twitter.com/xFM5a6T9hGWe have been transparent with the world — we shared declassified intelligence about Russia’s plans and cyber attacks and false pretexts — so that there can be no confusion or cover up.
— President Biden (@POTUS) February 24, 2022
Putin is the aggressor. Putin chose this war. pic.twitter.com/xFM5a6T9hG
আরও পড়ুন : ‘...এত উত্তেজনা !’ রাশিয়া পৌঁছে মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরানের
এদিন রাশিয়ার উপর যে আর্থিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন বাইডেন, তার মধ্যে রয়েছে রাশিয়ার চারটি বড় ব্যাঙ্কের সম্পত্তি ব্লক করে দেওয়া ৷ এর মধ্যে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক ভিটিভি ব্যাঙ্ক রয়েছে ৷ এর অর্থ আন্তর্জাতিক কোনও লেনদেন আর এই ব্যঙ্কগুলি করতে পারবে না ৷ আমদানি-রফতানির ক্ষেত্রেও চাপানো হয়েছে নিষেধাজ্ঞা ৷ প্রযুক্তি রফতানি ও রাশিয়া থেকে উচ্চ-প্রযুক্তি আমদানির ক্ষেত্রেও বলবৎ হচ্ছে এই নিষেধাজ্ঞা ৷ রাশিয়া থেকে বৈদ্যুতিক সরঞ্জাম, বিমান তৈরির সরঞ্জাম কেনার উপরেও লাগু হচ্ছে এই নিষেধাজ্ঞা ৷ জো বাইডেন জানিয়েছেন, এই নিধেষাজ্ঞার তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে রাশিয়ার অর্থনীতিতে ৷
-
Today, I authorized a new round of sanctions and limitations in response to Putin’s war of choice against Ukraine.
— President Biden (@POTUS) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We have purposefully designed these sanctions to maximize the long-term impact on Russia – and to minimize the impact on the United States. pic.twitter.com/wM0kEBcZba
">Today, I authorized a new round of sanctions and limitations in response to Putin’s war of choice against Ukraine.
— President Biden (@POTUS) February 25, 2022
We have purposefully designed these sanctions to maximize the long-term impact on Russia – and to minimize the impact on the United States. pic.twitter.com/wM0kEBcZbaToday, I authorized a new round of sanctions and limitations in response to Putin’s war of choice against Ukraine.
— President Biden (@POTUS) February 25, 2022
We have purposefully designed these sanctions to maximize the long-term impact on Russia – and to minimize the impact on the United States. pic.twitter.com/wM0kEBcZba
আমেরিকা একা যে এই নিষেধাজ্ঞা চাপোনোর সিদ্ধান্ত নিচ্ছে না, তাও এদিন স্পষ্ট করেছেন বাইডেন ৷ জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি জি-7 গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেছেন ৷ এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বে অর্থনীতির অর্ধেক দেশের সঙ্গে আমেরিকা কথা বলেছে ৷ কথা বলা হয়েছে, জার্মানি, ইতালি, ফ্রান্স-সহ ইউরোপিয় ইউনিয়নের 27টি দেশ, ব্রিটেন, কানাডা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে ৷ রাশিয়া যাতে ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন মুদ্রায় ব্যবসা ও আর্থিক লেনদেন করতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে বাইডেন জানিয়েছেন ৷ বলেছেন, "রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে যে দেশ সমর্থন করবে, তাদেরও চিহ্নিত করা হবে ৷" এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা চলছে বলেও জো বাইডেন জানিয়েছেন ৷
তথ্য বলছে, প্রতিদিন রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলি 46 বিলিয়ন ডলারের আন্তর্জাতিক আর্থিক লেনদেন করে, যার 80 শতাংশই মার্কিন ডলার মুদ্রায় হয় ৷ মার্কিন এই নিষেধাজ্ঞা তাই রাশিয়ার অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷