হায়দরাবাদ, 9 ডিসেম্বর : বিশ্বে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 6 কোটি 85 লাখ 68 হাজার 678 জন ৷ মৃত্যু হয়েছে সাড়ে 15 লাখের বেশি মানুষের । এ পর্যন্ত বিশ্বে মোট সুস্থ হয়ে উঠেছে 4 কোটি 74 লক্ষ 62 হাজার 801 জন ৷
বিশ্বে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি অ্যামেরিকার ৷ সেখানে মোট 1 কোটি 55 লাখ 91 হাজার 709 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ প্রায় 3 লাখের বেশি মানুষের মৃত্য়ু হয়েছে ৷ এই মুহূর্তে অ্যামেরিকায় কোরোনায় প্রতিদিন গড়ে 2 হাজার 200 জনের মৃত্যু হচ্ছে ।
এমনকী প্রতিদিন গড়ে 2 লাখ মানুষ কোরোনায় সংক্রমিত হচ্ছে ৷ এই পরিস্থিতিতে সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ আসছে ৷ যা ভাবাচ্ছে অ্যামেরিকার প্রশাসনকে ৷
আরও পড়ুন : গতকালের তুলনায় দেশে কিছুটা বাড়ল সংক্রমণ