ETV Bharat / international

Kabul Airport Blast : অ্যাবে গেটে দেশ ছাড়ার অপেক্ষায় ভিড়, সেই ভিড়ই ছিন্নভিন্ন বিস্ফোরণে - time of kabul blasts

আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরের ঠিক যে দুটি জায়গায় মানুষ ভিড় করে অপেক্ষা করছিল । সেখানেই বিস্ফোরণ ঘটানো হয় ৷

বোমা বিস্ফোরণের জায়গার স্যাটেলাইট চিত্র
বোমা বিস্ফোরণের জায়গার স্যাটেলাইট চিত্র
author img

By

Published : Aug 27, 2021, 8:10 AM IST

Updated : Aug 27, 2021, 9:12 AM IST

কাবুল, 27 অগস্ট : হাতে সময় খুব বেশি নেই, 100 ঘণ্টারও কম ৷ এর মধ্যেই আফগানিস্তান থেকে আমেরিকা-সহ অন্য দেশগুলির সব নাগরিক, বিপজ্জনক অবস্থায় থাকা মানুষকে তালিবানি শাসন থেকে নিরাপদে বের করে আনার কাজ সম্পূর্ণ করতে হবে ৷ এই যদি নিরাপত্তরক্ষীদের মনোভাব হয়, তবে অন্যদিকে দেশ ছাড়ার জন্যে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটগুলিতে তখন মানুষের থিকথিকে ভিড় ৷ সেই ভিড়ের মধ্যেই গতকাল পরপর দু'টি বিস্ফোরণ আর গুলি চালানোর ঘটনা ঘটে ৷ যাতে মৃত্যু হয়েছে 72 জনের ।

আরও পড়ুন : Kabul Airport Blast : কাবুল বিমানবন্দরে হামলায় মৃত 60 আফগান, 12 মার্কিন সেনা

ইতিমধ্যে বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএস (ISIS) জঙ্গি গোষ্ঠী ৷ তারা তাদের সংবাদ সংস্থায় এক ব্যক্তির ছবি দিয়ে জানিয়েছে, সেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Suicide Bomber Attack) ঘটিয়েছিল বৃহস্পতিবার ৷

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Hamid Karzai International airport) 3টি গেট রয়েছে । নর্থ, (North Gate), সাউথ (South Gate) ও অ্যাবে গেট (Abbey Gate) ৷ প্রথম বিস্ফোরণটি হয় অ্যাবে গেটের বাইরে । যেখানে বিমানবন্দরে ঢোকার জন্য সবচেয়ে বেশি মানুষ ভিড় ছিল ৷ অন্যটি ব্যারন হোটেলের (Baron Hotel) কাছে ৷ দেশ ছাড়ার বিমানে ওঠার জন্য এখানে বহু মানুষ অপেক্ষা করছিলেন ৷

  • We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.

    — John Kirby (@PentagonPresSec) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন 72 জন ৷ যার মধ্যে 60 জন আফগান, 12 জন মার্কিন সেনা । আরও 15 জন আহত বলে জানা গিয়েছে ৷ যার পর প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

এদিকে কাবুল বিমানবন্দরে বাইরে জঙ্গি বিস্ফোরণে প্রাণ হারানো মানুষদের সম্মান জানাতে 30 অগস্ট সন্ধে পর্যন্ত আমেরিকার পতাকা অর্ধনমিত থাকবে (US flag will be flown at half-mast) বলে জানিয়েছে হোয়াইট হাউজ ৷

কাবুল, 27 অগস্ট : হাতে সময় খুব বেশি নেই, 100 ঘণ্টারও কম ৷ এর মধ্যেই আফগানিস্তান থেকে আমেরিকা-সহ অন্য দেশগুলির সব নাগরিক, বিপজ্জনক অবস্থায় থাকা মানুষকে তালিবানি শাসন থেকে নিরাপদে বের করে আনার কাজ সম্পূর্ণ করতে হবে ৷ এই যদি নিরাপত্তরক্ষীদের মনোভাব হয়, তবে অন্যদিকে দেশ ছাড়ার জন্যে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটগুলিতে তখন মানুষের থিকথিকে ভিড় ৷ সেই ভিড়ের মধ্যেই গতকাল পরপর দু'টি বিস্ফোরণ আর গুলি চালানোর ঘটনা ঘটে ৷ যাতে মৃত্যু হয়েছে 72 জনের ।

আরও পড়ুন : Kabul Airport Blast : কাবুল বিমানবন্দরে হামলায় মৃত 60 আফগান, 12 মার্কিন সেনা

ইতিমধ্যে বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএস (ISIS) জঙ্গি গোষ্ঠী ৷ তারা তাদের সংবাদ সংস্থায় এক ব্যক্তির ছবি দিয়ে জানিয়েছে, সেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Suicide Bomber Attack) ঘটিয়েছিল বৃহস্পতিবার ৷

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Hamid Karzai International airport) 3টি গেট রয়েছে । নর্থ, (North Gate), সাউথ (South Gate) ও অ্যাবে গেট (Abbey Gate) ৷ প্রথম বিস্ফোরণটি হয় অ্যাবে গেটের বাইরে । যেখানে বিমানবন্দরে ঢোকার জন্য সবচেয়ে বেশি মানুষ ভিড় ছিল ৷ অন্যটি ব্যারন হোটেলের (Baron Hotel) কাছে ৷ দেশ ছাড়ার বিমানে ওঠার জন্য এখানে বহু মানুষ অপেক্ষা করছিলেন ৷

  • We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.

    — John Kirby (@PentagonPresSec) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন 72 জন ৷ যার মধ্যে 60 জন আফগান, 12 জন মার্কিন সেনা । আরও 15 জন আহত বলে জানা গিয়েছে ৷ যার পর প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

এদিকে কাবুল বিমানবন্দরে বাইরে জঙ্গি বিস্ফোরণে প্রাণ হারানো মানুষদের সম্মান জানাতে 30 অগস্ট সন্ধে পর্যন্ত আমেরিকার পতাকা অর্ধনমিত থাকবে (US flag will be flown at half-mast) বলে জানিয়েছে হোয়াইট হাউজ ৷

Last Updated : Aug 27, 2021, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.