ETV Bharat / international

"আগের থেকে সুস্থ", ভিডিয়োবার্তা ট্রাম্পের

author img

By

Published : Oct 4, 2020, 9:59 PM IST

বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই ৷ তিনি বলেন, "আমি এখানে এসেছিলাম ৷ আগে সুস্থ বোধ করছিলাম না ৷ এখন অনেকটা সুস্থ রয়েছি ৷ আমাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন সবাই ৷"

donald trump
ট্রাম্প সুস্থ হলেও সংকট কাটেনি ; সন কনলে

ওয়াশিংটন , 4 অক্টোবর : আগের থেকে সুস্থ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তবে, পুরোপুরি বিপদ কাটেনি ৷ জানালেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক ৷ সম্প্রতি, কোরোনায় আক্রান্ত হন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ৷

শুক্রবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপর তাঁকে ভরতি করা হয় অ্যামেরিকার সেনা হাসপাতালে ৷ পরবর্তী দু'দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল ৷ ট্রাম্পের ডাক্তার সূত্রে খবর, হাসপাতালে ভরতি করার আগে হোয়াইট হাউজ়ে তাঁকে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হয় ৷

তবে, বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই ৷ তিনি বলেন, "আমি এখানে এসেছিলাম ৷ আগে সুস্থ বোধ করছিলাম না ৷ এখন অনেকটা সুস্থ রয়েছি ৷ আমাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন সবাই ৷ আমায় ফিরতেই হবে , অ্যামেরিকাকে আবার অসামান্য তৈরি করতেই হবে ৷ আমি অতি শীঘ্রই ফিরে আসব ৷ নির্বাচনী প্রচার শেষ করতে হবে ৷ আমি বিশ্বের অন্যান্য কোরোনা আক্রান্ত মানুষের মতোই লড়াই করছি ৷ শুধুমাত্র অ্যামেরিকাতেই নয়, আমরা গোটা বিশ্বের কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ৷ কোরোনাকে হারাব ৷" সেনা হাসপাতাল থেকে চার মিনিটের একটি ভিডিয়ো করে এমনই বার্তা দিলেন ট্রাম্প নিজে ৷ তবে, হোয়াইট হাউজ়ের চিকিৎসক সন কনলে জানান, ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও আশঙ্কা কাটেনি ৷ আজ সারাদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সঙ্গে তাঁকে রেমডিসিভিরের ডোজ় দেওয়া হচ্ছে ৷

কনলে আরও বলেন, প্রেসিডেন্ট বর্তমানে সুস্থ হয়ে উঠছেন ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ তাঁকে রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে ৷ তাঁর শরীরে জ্বর নেই ৷ অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে না ৷ তাঁর স্যাচুরেশন লেভেল রয়েছে 96 থেকে 98-এর মধ্যে ৷

ট্রাম্প আজ ভিডিয়ো বার্তায় বলেন, "আগামী কয়েকটি দিন আরও গুরুতর যাবে ৷ আমি সকলের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই ৷" এছাড়াও তাঁর সুস্থতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প ৷ ট্রাম্প বলেন, তাঁকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ তাঁকে বলা হয়েছিল তিনি হোয়াইট হাউজ়ের ভিতরেই নিজের অন্দরমহলে থাকতে পারবেন ৷ কিন্তু , অফিসে যেতে পারবেন না ৷ কোথাও যেতে পারবেন না ৷ কারও সঙ্গে দেখা করতে পারবেন না ৷ কিন্তু, তিনি তা করেননি ৷ তবে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউজ়েই রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷

ওয়াশিংটন , 4 অক্টোবর : আগের থেকে সুস্থ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তবে, পুরোপুরি বিপদ কাটেনি ৷ জানালেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক ৷ সম্প্রতি, কোরোনায় আক্রান্ত হন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ৷

শুক্রবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপর তাঁকে ভরতি করা হয় অ্যামেরিকার সেনা হাসপাতালে ৷ পরবর্তী দু'দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল ৷ ট্রাম্পের ডাক্তার সূত্রে খবর, হাসপাতালে ভরতি করার আগে হোয়াইট হাউজ়ে তাঁকে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হয় ৷

তবে, বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই ৷ তিনি বলেন, "আমি এখানে এসেছিলাম ৷ আগে সুস্থ বোধ করছিলাম না ৷ এখন অনেকটা সুস্থ রয়েছি ৷ আমাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন সবাই ৷ আমায় ফিরতেই হবে , অ্যামেরিকাকে আবার অসামান্য তৈরি করতেই হবে ৷ আমি অতি শীঘ্রই ফিরে আসব ৷ নির্বাচনী প্রচার শেষ করতে হবে ৷ আমি বিশ্বের অন্যান্য কোরোনা আক্রান্ত মানুষের মতোই লড়াই করছি ৷ শুধুমাত্র অ্যামেরিকাতেই নয়, আমরা গোটা বিশ্বের কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ৷ কোরোনাকে হারাব ৷" সেনা হাসপাতাল থেকে চার মিনিটের একটি ভিডিয়ো করে এমনই বার্তা দিলেন ট্রাম্প নিজে ৷ তবে, হোয়াইট হাউজ়ের চিকিৎসক সন কনলে জানান, ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও আশঙ্কা কাটেনি ৷ আজ সারাদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সঙ্গে তাঁকে রেমডিসিভিরের ডোজ় দেওয়া হচ্ছে ৷

কনলে আরও বলেন, প্রেসিডেন্ট বর্তমানে সুস্থ হয়ে উঠছেন ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ তাঁকে রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে ৷ তাঁর শরীরে জ্বর নেই ৷ অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে না ৷ তাঁর স্যাচুরেশন লেভেল রয়েছে 96 থেকে 98-এর মধ্যে ৷

ট্রাম্প আজ ভিডিয়ো বার্তায় বলেন, "আগামী কয়েকটি দিন আরও গুরুতর যাবে ৷ আমি সকলের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই ৷" এছাড়াও তাঁর সুস্থতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প ৷ ট্রাম্প বলেন, তাঁকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ তাঁকে বলা হয়েছিল তিনি হোয়াইট হাউজ়ের ভিতরেই নিজের অন্দরমহলে থাকতে পারবেন ৷ কিন্তু , অফিসে যেতে পারবেন না ৷ কোথাও যেতে পারবেন না ৷ কারও সঙ্গে দেখা করতে পারবেন না ৷ কিন্তু, তিনি তা করেননি ৷ তবে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউজ়েই রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.