ETV Bharat / international

WHO থেকে বেরিয়ে গেল অ্যামেরিকা : রিপোর্ট

29 মে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, WHO থেকে বেরিয়ে যাবে অ্যামেরিকা ৷ মাস দেড়েক পেরোতে না পেরোতেই আনু্ষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন ৷

WHO
Donald trump
author img

By

Published : Jul 8, 2020, 4:17 AM IST

ওয়াশিংটন, 8 জুলাই : কোরোনা প্যানডেমিক নিয়ে চিনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গেছে তাঁকে ৷ এমনকী, WHO থেকে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই হুঁশিয়ারিকে সত্যি করে এবার WHO থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করল অ্যামেরিকা ৷ অ্যামেরিকার সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে ৷

অ্যামেরিকার একটি নিউজ় ওয়েবসাইটকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, ওই নিউজ় ওয়েবসাইটকে হোয়াইট হাউজ়ের পদস্থ আধিকারিক জানিয়েছেন, সোমবার আনুষ্ঠানিকভাবে WHO থেকে বেরিয়ে এসেছে অ্যামেরিকা ৷ এবং এই সিদ্ধান্তের নথি রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার অ্যামেরিকান কংগ্রেসেও বিষয়টি জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷

কোরোনা ভাইরাসের দাপটে আতঙ্কে সারা বিশ্ব ৷ মৃত ও আক্রান্তের তালিকায় বিশ্বে প্রথমে রয়েছে অ্যামেরিকা ৷ অ্যামেরিকায় 30 লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা 1 লাখ 33 হাজার ছাড়িয়েছে ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রথম থেকে চিনের বিরুদ্ধে সরব হয়েছেন ট্রাম্প ৷ নিশানা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ৷ কোরোনা মোকাবিলা নিয়ে WHO-র সমালোচনা করেছেন ৷ চিনকে আড়াল করার চেষ্টা করছে WHO, এমন কথাও শোনা গেছে অ্যামেরিকার প্রেসিডেন্টের মুখে ৷ মে মাসে তিনি হুঁশিয়ারি দেন, WHO থেকে বেরিয়ে আসবে অ্যামেরিকা ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট সেইসময় বলেছিলেন, বছরে মাত্র 40 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিলেও WHO-কে নিয়ন্ত্রণ করছে চিন ৷ সেখানে অ্যামেরিকা বছরে 450 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয় WHO-কে ৷ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, WHO-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই অর্থ জনস্বাস্থ্যে কাজ করে এমন সংস্থাকে দেওয়া হবে ৷ তাঁর এই হুঁশিয়ারির মাস দেড়েক পেরোতে না পেরোতে WHO-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অ্যামেরিকা ৷

প্রসঙ্গত, সারা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 10 লাখ ছাড়িয়েছে ৷ মৃতের সংখ্যা 5 লাখের বেশি ৷

ওয়াশিংটন, 8 জুলাই : কোরোনা প্যানডেমিক নিয়ে চিনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গেছে তাঁকে ৷ এমনকী, WHO থেকে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই হুঁশিয়ারিকে সত্যি করে এবার WHO থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করল অ্যামেরিকা ৷ অ্যামেরিকার সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে ৷

অ্যামেরিকার একটি নিউজ় ওয়েবসাইটকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, ওই নিউজ় ওয়েবসাইটকে হোয়াইট হাউজ়ের পদস্থ আধিকারিক জানিয়েছেন, সোমবার আনুষ্ঠানিকভাবে WHO থেকে বেরিয়ে এসেছে অ্যামেরিকা ৷ এবং এই সিদ্ধান্তের নথি রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার অ্যামেরিকান কংগ্রেসেও বিষয়টি জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷

কোরোনা ভাইরাসের দাপটে আতঙ্কে সারা বিশ্ব ৷ মৃত ও আক্রান্তের তালিকায় বিশ্বে প্রথমে রয়েছে অ্যামেরিকা ৷ অ্যামেরিকায় 30 লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা 1 লাখ 33 হাজার ছাড়িয়েছে ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রথম থেকে চিনের বিরুদ্ধে সরব হয়েছেন ট্রাম্প ৷ নিশানা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও ৷ কোরোনা মোকাবিলা নিয়ে WHO-র সমালোচনা করেছেন ৷ চিনকে আড়াল করার চেষ্টা করছে WHO, এমন কথাও শোনা গেছে অ্যামেরিকার প্রেসিডেন্টের মুখে ৷ মে মাসে তিনি হুঁশিয়ারি দেন, WHO থেকে বেরিয়ে আসবে অ্যামেরিকা ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট সেইসময় বলেছিলেন, বছরে মাত্র 40 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিলেও WHO-কে নিয়ন্ত্রণ করছে চিন ৷ সেখানে অ্যামেরিকা বছরে 450 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয় WHO-কে ৷ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, WHO-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই অর্থ জনস্বাস্থ্যে কাজ করে এমন সংস্থাকে দেওয়া হবে ৷ তাঁর এই হুঁশিয়ারির মাস দেড়েক পেরোতে না পেরোতে WHO-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অ্যামেরিকা ৷

প্রসঙ্গত, সারা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 10 লাখ ছাড়িয়েছে ৷ মৃতের সংখ্যা 5 লাখের বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.