ওয়াশিংটন, 7 জুন : লকডাউন প্রভাব ফেলেছে পরিবেশে । কমিয়েছে পরিবেশ দূষণের মাত্রা । সেক্ষেত্রে সচেতন হয়েছেন অনেকেই । একাধিক গবেষণা রিপোর্ট প্রকাশ্যে এসেছে । এমনই আর এক তথ্য প্রকাশ্যে এল সম্প্রতি । একটি বিজ্ঞান পত্রিকায় মূলত সামুদ্রিক পরিবেশের উপর এই তথ্য প্রকাশ করা হয়েছে । 13,000 টন মাইক্রোফাইবারস যা দুই ট্রাক আবর্জনার সমান প্রতিদিন ইউরোপের সামুদ্রিক পরিবেশকে দূষিত করে । মেশে সমুদ্রের জলে । কিন্তু আমাদের জামাকাপড় ধোওয়ার অভ্যেস যদি সামান্য বদলানো যায় সেক্ষেত্রে এই দূষণ 30 শতাংশ পর্যন্ত কম হতে পারে ।
শুক্রবার প্লস ওয়ান বিজ্ঞান পত্রিকায় এই তথ্য প্রকাশ করা হয়েছে । আগামীকাল বিশ্ব সমুদ্র দিবসের আগে এই তথ্য প্রকাশ্যে আনে পত্রিকাটি ।
প্রতিবার পোশাক ধোওয়ার সময় কাপড় থেকে প্রচুর মাইক্রো ফাইবার বের হয় । এবং সেগুলি জলে মেশে । একটি ফরেনসিক অ্যানালিসিস প্রকাশ করেছে, প্রতি কেজি কাপড় থেকে 114 মিলিগ্রাম মাইক্রোফাইবার বের হয় যা জলকে দূষিত করে । দূষণ কিছুটা নির্ভর করে আমাদের ব্যবহৃত ডিটারজেন্টের উপরও । আমাদের প্রতিদিনের জামাকাপড় ধোওয়ার অভ্যেসে বদল আনলেই পালটে যাবে এই চেনা সমীকরণ ।
গবেষণায় জানা গিয়েছে, এই কাপড় ধোওয়ার সময়সীমা পরিবর্তনে চেনা সমীকরণে বদল আনবে । কমবে জলদূষণ । যদি কুলার ব্যবহার করা হয় বা দ্রুত কাপড় ধোওয়া হয় তবে 3183 টন মাইক্রোফাইবার অপসারণ কমানো যাবে । 85-মিনিট 40 C এর বদলে 30-মিনিট 45 C সাইকেলে জামাকাপড় ধোওয়া হয়, তবে কম মাইক্রোফাইবার বের হবে যা কমাবে দূষণ । ফলে নদী, পুকুর বা সমুদ্রের জলে কম পরিমাণ মাইক্রোফাইবার মিশবে । সামুদ্রিক দূষণ কমে যাবে বলে সংশ্লিষ্ট এই গবেষণায় প্রকাশ করা হয়েছে ।