ETV Bharat / international

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দেবেন মোদি ও ইমরান - Imran khan

24 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত । অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । দ্বিতীয়বার সরকার গঠনের পর এটাই হবে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী মোদির প্রথম ভাষণ ।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দেবেন মোদি ও ইমরান
author img

By

Published : Sep 9, 2019, 5:15 PM IST

নিউ ইয়র্ক, 9 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দিতে চলেছেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । 24 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত । অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । দ্বিতীয়বার সরকার গঠনের পর এটাই হবে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী মোদির প্রথম ভাষণ । অধিবেশনে থাকবেন বিশ্বের 160টি দেশের রাষ্ট্রপ্রধান ও 30টিরও বেশি দেশের বিদেশমন্ত্রী । 24 সেপ্টেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে ।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে মোদি অ্যামেরিকায় পৌঁছাবেন 24 সেপ্টেম্বর । সেখানে তাঁকে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশনের তরফে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড দেওয়া হবে । রাষ্ট্রপ্রধান হিসাবে বিশ্বকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ও স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য এই সম্মান দেওয়া হবে প্রধানমন্ত্রীকে ।

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে গান্ধি শান্তি উদ্যানের উদ্বোধন করবেন । 150তম গান্ধি জয়ন্তী উপলক্ষে উদ্যানটি তৈরি করেছে নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় ও শান্তি ফান্ড নামে এক NGO । গান্ধিজয়ন্তী উপলক্ষে 150টি গাছ লাগানো হয়েছে উদ্যানটিতে ।

এদিকে, বিশেষজ্ঞদের মত, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একই দিনে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই এই বিষয়ে বিভিন্ন সময়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডাকলেও তাতে মুখ পোড়ে পাকিস্তানের । চিন ছাড়া কোনও দেশেরই সমর্থন পায়নি পাকিস্তান । নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পোল্যান্ডের থেকে উলটে তিরস্কৃত হয়েছে পাকিস্তান । তারপরও কাশ্মীর ইশু নিয়ে রাষ্ট্রসংঘে হলফনামা জমা দেয় পাকিস্তান । এই পরিস্থিতে মোদিকে একই মঞ্চে পেয়ে কাশ্মীর ইশু নিয়ে ইমরান যে মুখ খুলবেন তা মোটামুটি নিশ্চিত । মোদির ভাষণের পরে ইমরান খান ভাষণ দেবেন

নিউ ইয়র্ক, 9 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দিতে চলেছেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । 24 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত । অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি ও ইমরান খান । দ্বিতীয়বার সরকার গঠনের পর এটাই হবে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী মোদির প্রথম ভাষণ । অধিবেশনে থাকবেন বিশ্বের 160টি দেশের রাষ্ট্রপ্রধান ও 30টিরও বেশি দেশের বিদেশমন্ত্রী । 24 সেপ্টেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে ।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে মোদি অ্যামেরিকায় পৌঁছাবেন 24 সেপ্টেম্বর । সেখানে তাঁকে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশনের তরফে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড দেওয়া হবে । রাষ্ট্রপ্রধান হিসাবে বিশ্বকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ও স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য এই সম্মান দেওয়া হবে প্রধানমন্ত্রীকে ।

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে গান্ধি শান্তি উদ্যানের উদ্বোধন করবেন । 150তম গান্ধি জয়ন্তী উপলক্ষে উদ্যানটি তৈরি করেছে নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় ও শান্তি ফান্ড নামে এক NGO । গান্ধিজয়ন্তী উপলক্ষে 150টি গাছ লাগানো হয়েছে উদ্যানটিতে ।

এদিকে, বিশেষজ্ঞদের মত, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একই দিনে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই এই বিষয়ে বিভিন্ন সময়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডাকলেও তাতে মুখ পোড়ে পাকিস্তানের । চিন ছাড়া কোনও দেশেরই সমর্থন পায়নি পাকিস্তান । নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পোল্যান্ডের থেকে উলটে তিরস্কৃত হয়েছে পাকিস্তান । তারপরও কাশ্মীর ইশু নিয়ে রাষ্ট্রসংঘে হলফনামা জমা দেয় পাকিস্তান । এই পরিস্থিতে মোদিকে একই মঞ্চে পেয়ে কাশ্মীর ইশু নিয়ে ইমরান যে মুখ খুলবেন তা মোটামুটি নিশ্চিত । মোদির ভাষণের পরে ইমরান খান ভাষণ দেবেন

New Delhi, Sep 09 (ANI): Union Minister of Information and Broadcasting Prakash Javadekar addressed a press conference on September 08 in the national capital and on that occasion he said that the biggest decision by way of revoking Article 370 and Article 35A was to ensure that Jammu and Kashmir is no longer sequestered from rest of the country. Speaking to ANI on this matter, Defence Expert PK Sehgal said, "Prakash Javadekar's statement clearly indicates the mega success of India's foreign policy. Prime Minister Narendra Modi has very successfully been able to completely sideline Pakistan and has been able to convince the world at large stage." "Kashmir is an internal issue of India and it should be resolved bilaterally and as far as abrogation of Article 370 is concerned the entire world is convinced that it is an internal matter of the government of India," Sehgal added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.