ETV Bharat / international

Pentagon : ড্রোন হামলায় নিরীহ আফগানদের মৃত্যু, ভুল স্বীকার পেন্টাগনের

গত 29 অগস্ট আফগানিস্তানে যে ড্রোন হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই হামলায় নিহতরা সকলেই নিরীহ আফগান নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে ৷ তা নিয়ে ভুল স্বীকার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷

pentagon-reverses-itself-calls-deadly-kabul-strike-an-error
Pentagon : ড্রোন হামলায় নিরীহ আফগানদের মৃত্যু, ভুল স্বীকার পেন্টাগনের
author img

By

Published : Sep 18, 2021, 1:10 PM IST

ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর : ভুল স্বীকার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America) ৷ গত মাসে তাদের তরফে আফগানিস্তানে (Afghanistan) যে ড্রোন হামলা করা হয়েছিল, তা নিয়েই ভুল স্বীকার করেছে পেন্টাগন (Pentagon) ৷ জানানো হয়েছে যে ওই হামলায় নিহতরা সকলেই নিরীহ নাগরিক ছিলেন ৷

পেন্টাগনে এক সাংবাদিক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, তাঁরা ইসলামিক স্টেটের (Islamic State) মৌলবাদীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছিলেন ৷ কিন্তু ভুলবশত নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Taliban : মেয়েরা বাদ, আজ থেকে ছাত্র ও পুরুষ শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ তালিবানের

এই নিয়ে ভুল স্বীকার করতে গিয়ে তিনি জানিয়েছেন, সেদিন আট ঘণ্টা ধরে একটি নির্দিষ্ট গাড়ির উপর নজরদারি চালানো হয় ৷ ওই গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর ছিল ৷ যা কাবুল (Kabul) বিমানবন্দরে আমেরিকানদের উপর হামলায় ব্যবহার করা হত ৷ তাই হামলা হয়েছিল ৷

গত 29 অগস্ট ওই হামলা হয় ৷ তাতে দশজনের মৃত্যু হয় ৷ তার পর পেন্টাগনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয় ৷ শেষে দেখা যায় নিহত দশজনই নিরীহ নাগরিক ছিলেন ৷ তাই নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

আরও পড়ুন : Afghanistan : কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বিমান হামলা করেছিল আল কায়দা ৷ তালিবানের (Taliban) মদতে তখন আফগানিস্তানই ছিল আল কায়দার মূল ঘাঁটি ছিল আল কায়দার ৷ এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে ৷

20 বছর ধরে চলা সেই যুদ্ধে সম্প্রতি ইতি টেনেছে আমেরিকা ৷ গত অগস্টের শেষদিন মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে আফগানিস্তান থেকে ৷ আর ওই যুদ্ধের শেষ হয়েছে ওই ড্রোন হামলা দিয়ে ৷ যেখানে প্রাণ গিয়েছে নিরীহ নাগরিকদের ৷

আরও পড়ুন : Missile tests : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ফের সমালোচনার ঝড় উঠেছে আমেরিকার বিরুদ্ধে ৷ কারণ, মার্কিন সেনা সরার আগেই আফগানিস্তান তালিবানের দখলে চলে গিয়েছে ৷ সেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷

এর জন্য অধিকাংশ আন্তর্জাতিক বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্রকেই কাঠগড়ায় তুলছে ৷ তালিবান যে এত দ্রুত আফগানিস্তান দখল করবে, তা আঁচ করতে না পারা মার্কিন গোয়েন্দাদের ব্যর্থতা বলে অনেকে মনে করেন ৷ তার পর শেষ ড্রোন হামলায় এভাবে নিরীহ নাগরিকদের মৃত্যও আসলে মার্কিন গোয়েন্দাদের ব্যর্থতা বলেই মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন : Taliban: মহিলাদের পড়াশোনায় ছাড়, তবে পুরুষদের সঙ্গে ক্লাস নয় ; ফতোয়া তালিবান সরকারের

ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর : ভুল স্বীকার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America) ৷ গত মাসে তাদের তরফে আফগানিস্তানে (Afghanistan) যে ড্রোন হামলা করা হয়েছিল, তা নিয়েই ভুল স্বীকার করেছে পেন্টাগন (Pentagon) ৷ জানানো হয়েছে যে ওই হামলায় নিহতরা সকলেই নিরীহ নাগরিক ছিলেন ৷

পেন্টাগনে এক সাংবাদিক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, তাঁরা ইসলামিক স্টেটের (Islamic State) মৌলবাদীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছিলেন ৷ কিন্তু ভুলবশত নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Taliban : মেয়েরা বাদ, আজ থেকে ছাত্র ও পুরুষ শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ তালিবানের

এই নিয়ে ভুল স্বীকার করতে গিয়ে তিনি জানিয়েছেন, সেদিন আট ঘণ্টা ধরে একটি নির্দিষ্ট গাড়ির উপর নজরদারি চালানো হয় ৷ ওই গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর ছিল ৷ যা কাবুল (Kabul) বিমানবন্দরে আমেরিকানদের উপর হামলায় ব্যবহার করা হত ৷ তাই হামলা হয়েছিল ৷

গত 29 অগস্ট ওই হামলা হয় ৷ তাতে দশজনের মৃত্যু হয় ৷ তার পর পেন্টাগনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয় ৷ শেষে দেখা যায় নিহত দশজনই নিরীহ নাগরিক ছিলেন ৷ তাই নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

আরও পড়ুন : Afghanistan : কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বিমান হামলা করেছিল আল কায়দা ৷ তালিবানের (Taliban) মদতে তখন আফগানিস্তানই ছিল আল কায়দার মূল ঘাঁটি ছিল আল কায়দার ৷ এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে ৷

20 বছর ধরে চলা সেই যুদ্ধে সম্প্রতি ইতি টেনেছে আমেরিকা ৷ গত অগস্টের শেষদিন মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে আফগানিস্তান থেকে ৷ আর ওই যুদ্ধের শেষ হয়েছে ওই ড্রোন হামলা দিয়ে ৷ যেখানে প্রাণ গিয়েছে নিরীহ নাগরিকদের ৷

আরও পড়ুন : Missile tests : নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ফের সমালোচনার ঝড় উঠেছে আমেরিকার বিরুদ্ধে ৷ কারণ, মার্কিন সেনা সরার আগেই আফগানিস্তান তালিবানের দখলে চলে গিয়েছে ৷ সেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷

এর জন্য অধিকাংশ আন্তর্জাতিক বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্রকেই কাঠগড়ায় তুলছে ৷ তালিবান যে এত দ্রুত আফগানিস্তান দখল করবে, তা আঁচ করতে না পারা মার্কিন গোয়েন্দাদের ব্যর্থতা বলে অনেকে মনে করেন ৷ তার পর শেষ ড্রোন হামলায় এভাবে নিরীহ নাগরিকদের মৃত্যও আসলে মার্কিন গোয়েন্দাদের ব্যর্থতা বলেই মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন : Taliban: মহিলাদের পড়াশোনায় ছাড়, তবে পুরুষদের সঙ্গে ক্লাস নয় ; ফতোয়া তালিবান সরকারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.