ওয়াশিংটন , 25 অক্টোবর : সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করা উচিত পাকিস্তানের , ফের বার্তা ট্রাম্প প্রশাসনের ৷ মার্কিন প্রশাসনের একজন শীর্ষ আধিকারিক আজ বলেন, " কাশ্মীর ইশু মধ্যস্থতায় সাহায্য করতে চায় ট্রাম্প প্রশাসন ৷ অবশ্য যদি এতে ভারত এবং পাকিস্তানের সম্মতি থাকে ৷"
আধিকারিকের দাবি , ডোনাল্ড ট্রাম্প এর আগেও কাশ্মীর ইশু নিয়ে উদ্বিগ্ন ছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি সরাসরি কাশ্মীরের বিষয়ে কথাও বলেন ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন ৷ এখন যদি দুই দেশের সম্মতি থাকে, মার্কিন প্রশাসন সব রকম সাহায্য করবে ৷
370 ধারা প্রত্যাহারের পর পাকিস্তানের প্রধানমন্ত্র্রী ইমরান খান একাধিকবার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ৷ ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ 370 ধারা প্রত্যাহারের পর তা সংখ্যায় বৃদ্ধি হয়েছে বলে ভারতের তরফে দাবি ৷ তাই পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পরামর্শ মার্কিন প্রশাসনের ৷