ETV Bharat / international

সন্ত্রাস বন্ধে কড়া হোক পাকিস্তান, ফের মন্তব্য ট্রাম্প প্রশাসনের - ইমরান খান

ডোনাল্ড ট্রাম্প এর আগেও কাশ্মীর ইশু নিয়ে উদ্বিগ্ন ছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি সরাসরি কাশ্মীরের বিষয়ে কথাও বলেন ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন ৷ এখন যদি দুই দেশের সম্মতি থাকে, মার্কিন প্রশাসন সব রকম সাহায্য করবে ৷

imran khan
author img

By

Published : Oct 25, 2019, 8:49 PM IST

ওয়াশিংটন , 25 অক্টোবর : সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করা উচিত পাকিস্তানের , ফের বার্তা ট্রাম্প প্রশাসনের ৷ মার্কিন প্রশাসনের একজন শীর্ষ আধিকারিক আজ বলেন, " কাশ্মীর ইশু মধ্যস্থতায় সাহায্য করতে চায় ট্রাম্প প্রশাসন ৷ অবশ্য যদি এতে ভারত এবং পাকিস্তানের সম্মতি থাকে ৷"

আধিকারিকের দাবি , ডোনাল্ড ট্রাম্প এর আগেও কাশ্মীর ইশু নিয়ে উদ্বিগ্ন ছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি সরাসরি কাশ্মীরের বিষয়ে কথাও বলেন ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন ৷ এখন যদি দুই দেশের সম্মতি থাকে, মার্কিন প্রশাসন সব রকম সাহায্য করবে ৷

370 ধারা প্রত্যাহারের পর পাকিস্তানের প্রধানমন্ত্র্রী ইমরান খান একাধিকবার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ৷ ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ 370 ধারা প্রত্যাহারের পর তা সংখ্যায় বৃদ্ধি হয়েছে বলে ভারতের তরফে দাবি ৷ তাই পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পরামর্শ মার্কিন প্রশাসনের ৷

ওয়াশিংটন , 25 অক্টোবর : সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করা উচিত পাকিস্তানের , ফের বার্তা ট্রাম্প প্রশাসনের ৷ মার্কিন প্রশাসনের একজন শীর্ষ আধিকারিক আজ বলেন, " কাশ্মীর ইশু মধ্যস্থতায় সাহায্য করতে চায় ট্রাম্প প্রশাসন ৷ অবশ্য যদি এতে ভারত এবং পাকিস্তানের সম্মতি থাকে ৷"

আধিকারিকের দাবি , ডোনাল্ড ট্রাম্প এর আগেও কাশ্মীর ইশু নিয়ে উদ্বিগ্ন ছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি সরাসরি কাশ্মীরের বিষয়ে কথাও বলেন ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন ৷ এখন যদি দুই দেশের সম্মতি থাকে, মার্কিন প্রশাসন সব রকম সাহায্য করবে ৷

370 ধারা প্রত্যাহারের পর পাকিস্তানের প্রধানমন্ত্র্রী ইমরান খান একাধিকবার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ৷ ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ 370 ধারা প্রত্যাহারের পর তা সংখ্যায় বৃদ্ধি হয়েছে বলে ভারতের তরফে দাবি ৷ তাই পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পরামর্শ মার্কিন প্রশাসনের ৷

New Delhi, Oct 25 (ANI): While speaking to ANI on results of Haryana Assembly polls, the state Bharatiya Janata Party (BJP) President Subhash Barala said, "People have given a mandate to BJP. However, we will introspect on why did the party get seven seats less this time. Both, the party and I will learn from results of these elections. We will take steps to strengthen the party in the state." "Independent candidates have come with BJP. The government will be formed under the leadership of Manohar Lal Khattar. He is coming to Delhi today to hold discussions," Barala added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.