ETV Bharat / international

Joe Biden : 9/11-র বর্ষপূর্তিতে আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার বার্তা বাইডেনের - USA

2001 সালের 11 সেপ্টেম্বর আত্মঘাতী বিমান হানা মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ তাতে মারা যান 2 হাজার 977 জন ৷ তাঁদের স্মৃতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়েই ঐক্যের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

on-20th-anniversary-of-9-slash-11-attacks-biden-commemorates-victims-calls-for-unity
Joe Biden : 911-র বর্ষপূর্তিতে আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার বার্তা বাইডেনের
author img

By

Published : Sep 11, 2021, 7:14 PM IST

ওয়াশিংটন, 11 সেপ্টেম্বর : আত্মঘাতী বিমান হানার 20তম বর্ষপূর্তিতে মার্কিন নাগরিকদের কাছে ঐক্যের বার্তা দিলেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ৷

2001 সালের 11 সেপ্টেম্বর ওই আত্মঘাতী বিমান হানায় ভেঙে পড়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থার দু’টি টাওয়ার ৷ তাছাড়া পেন্টাগনেও আত্মঘাতী বিমান হানা হয় ৷ হাইজ্যাক হওয়া আর একটি বিমান ভেঙে পড়ে ৷ সবমিলিয়ে মারা যান 2 হাজার 977 জন ৷ মৃতদের স্মৃতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : কী অবস্থায় রয়েছেন, 9/11-এর সময়ের হোমরা-চোমরারা

এদিন নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে একটি অনুষ্ঠান হয় ৷ সেখানেও উপস্থিত ছিলেন বাইডেন ৷ তাছাড়া ছিলেন তাঁর দুই পূর্বসূরী বরাক ওবামা ও বিল ক্লিন্টন ৷ সেখানে মৃতদের শ্রদ্ধা জানানো হয় ৷ প্রত্যেক মৃতের নাম পড়ে শোনানো হয় ৷ সেদিনের ঘটনায় মৃতদের পরিবারের অনেকে এসেছিলেন ৷ তাঁরা নিজেদের প্রিয়জনের স্মৃতিচারণ করেন মঞ্চে দাঁড়িয়ে ৷

তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ঙ্কর এই জঙ্গি হামলার স্মৃতিচারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ কঠিন সেই মুহূর্তে মার্কিন নাগরিক ও সেই দেশে বসবাসকারী অন্যরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, বাইডেন তার প্রশংসা করেন ৷ তার পরই বলেন, ‘‘একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ৷’’ তাছাড়া সেদিনের ঘটনার পর যাঁরা উদ্ধারকার্যে ঝাঁপিয়েছিলেন, যাঁরা আহতদের চিকিৎসা করেছিলেন, তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানান বাইডেন ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : 9/11-র পর বিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার পাওয়ার তকমা হারানোর মুখে

2001 সালের ওই জঙ্গি হামলা বিশ্বের চিত্রটা অনেকটাই বদলে দেয় ৷ পার্ল হারবারের ঘটনার পর সেই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সরাসরি কেউ আঘাত হেনেছিল ৷ যার ফলস্বরূপ যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আফগানিস্তানে যুদ্ধ হয় ৷ ইরাকে যুদ্ধ হয় ৷ পাকিস্তানে আত্মগোপনকারী ওসামা বিন লাদেনকে খতম করে আমেরিকা ৷

কিন্তু তাতে লাভ কী হয়েছে ? 9/11-র 20 বছর সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা বিশ্বে ৷ কারণ, আফগানিস্তান থেকে সম্প্রতি সেনা প্রত্যাহার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তার আগেই অবশ্য সেই দেশ তালিবানের দখলে চলে গিয়েছে ৷ সেখানে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ৷ এই নিয়ে অবশ্য বাইডেন কিছু জানাননি ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : কীভাবে হামলা আমেরিকায় ? 9/11 টাইমলাইন দেখলে শিউরে উঠতে হয়

ওয়াশিংটন, 11 সেপ্টেম্বর : আত্মঘাতী বিমান হানার 20তম বর্ষপূর্তিতে মার্কিন নাগরিকদের কাছে ঐক্যের বার্তা দিলেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ৷

2001 সালের 11 সেপ্টেম্বর ওই আত্মঘাতী বিমান হানায় ভেঙে পড়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থার দু’টি টাওয়ার ৷ তাছাড়া পেন্টাগনেও আত্মঘাতী বিমান হানা হয় ৷ হাইজ্যাক হওয়া আর একটি বিমান ভেঙে পড়ে ৷ সবমিলিয়ে মারা যান 2 হাজার 977 জন ৷ মৃতদের স্মৃতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : কী অবস্থায় রয়েছেন, 9/11-এর সময়ের হোমরা-চোমরারা

এদিন নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে একটি অনুষ্ঠান হয় ৷ সেখানেও উপস্থিত ছিলেন বাইডেন ৷ তাছাড়া ছিলেন তাঁর দুই পূর্বসূরী বরাক ওবামা ও বিল ক্লিন্টন ৷ সেখানে মৃতদের শ্রদ্ধা জানানো হয় ৷ প্রত্যেক মৃতের নাম পড়ে শোনানো হয় ৷ সেদিনের ঘটনায় মৃতদের পরিবারের অনেকে এসেছিলেন ৷ তাঁরা নিজেদের প্রিয়জনের স্মৃতিচারণ করেন মঞ্চে দাঁড়িয়ে ৷

তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ঙ্কর এই জঙ্গি হামলার স্মৃতিচারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ কঠিন সেই মুহূর্তে মার্কিন নাগরিক ও সেই দেশে বসবাসকারী অন্যরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, বাইডেন তার প্রশংসা করেন ৷ তার পরই বলেন, ‘‘একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ৷’’ তাছাড়া সেদিনের ঘটনার পর যাঁরা উদ্ধারকার্যে ঝাঁপিয়েছিলেন, যাঁরা আহতদের চিকিৎসা করেছিলেন, তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানান বাইডেন ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : 9/11-র পর বিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার পাওয়ার তকমা হারানোর মুখে

2001 সালের ওই জঙ্গি হামলা বিশ্বের চিত্রটা অনেকটাই বদলে দেয় ৷ পার্ল হারবারের ঘটনার পর সেই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সরাসরি কেউ আঘাত হেনেছিল ৷ যার ফলস্বরূপ যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আফগানিস্তানে যুদ্ধ হয় ৷ ইরাকে যুদ্ধ হয় ৷ পাকিস্তানে আত্মগোপনকারী ওসামা বিন লাদেনকে খতম করে আমেরিকা ৷

কিন্তু তাতে লাভ কী হয়েছে ? 9/11-র 20 বছর সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা বিশ্বে ৷ কারণ, আফগানিস্তান থেকে সম্প্রতি সেনা প্রত্যাহার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তার আগেই অবশ্য সেই দেশ তালিবানের দখলে চলে গিয়েছে ৷ সেখানে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ৷ এই নিয়ে অবশ্য বাইডেন কিছু জানাননি ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : কীভাবে হামলা আমেরিকায় ? 9/11 টাইমলাইন দেখলে শিউরে উঠতে হয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.