ওয়াশিংটন, 11 সেপ্টেম্বর : আত্মঘাতী বিমান হানার 20তম বর্ষপূর্তিতে মার্কিন নাগরিকদের কাছে ঐক্যের বার্তা দিলেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ৷
2001 সালের 11 সেপ্টেম্বর ওই আত্মঘাতী বিমান হানায় ভেঙে পড়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থার দু’টি টাওয়ার ৷ তাছাড়া পেন্টাগনেও আত্মঘাতী বিমান হানা হয় ৷ হাইজ্যাক হওয়া আর একটি বিমান ভেঙে পড়ে ৷ সবমিলিয়ে মারা যান 2 হাজার 977 জন ৷ মৃতদের স্মৃতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ৷
আরও পড়ুন : 9/11 Anniversary : কী অবস্থায় রয়েছেন, 9/11-এর সময়ের হোমরা-চোমরারা
এদিন নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে একটি অনুষ্ঠান হয় ৷ সেখানেও উপস্থিত ছিলেন বাইডেন ৷ তাছাড়া ছিলেন তাঁর দুই পূর্বসূরী বরাক ওবামা ও বিল ক্লিন্টন ৷ সেখানে মৃতদের শ্রদ্ধা জানানো হয় ৷ প্রত্যেক মৃতের নাম পড়ে শোনানো হয় ৷ সেদিনের ঘটনায় মৃতদের পরিবারের অনেকে এসেছিলেন ৷ তাঁরা নিজেদের প্রিয়জনের স্মৃতিচারণ করেন মঞ্চে দাঁড়িয়ে ৷
তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ঙ্কর এই জঙ্গি হামলার স্মৃতিচারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ কঠিন সেই মুহূর্তে মার্কিন নাগরিক ও সেই দেশে বসবাসকারী অন্যরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, বাইডেন তার প্রশংসা করেন ৷ তার পরই বলেন, ‘‘একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ৷’’ তাছাড়া সেদিনের ঘটনার পর যাঁরা উদ্ধারকার্যে ঝাঁপিয়েছিলেন, যাঁরা আহতদের চিকিৎসা করেছিলেন, তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানান বাইডেন ৷
আরও পড়ুন : 9/11 Anniversary : 9/11-র পর বিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার পাওয়ার তকমা হারানোর মুখে
-
20 years after September 11, 2001, we commemorate the 2,977 lives we lost and honor those who risked and gave their lives. As we saw in the days that followed, unity is our greatest strength. It’s what makes us who we are — and we can’t forget that. pic.twitter.com/WysK8m3LAb
— President Biden (@POTUS) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">20 years after September 11, 2001, we commemorate the 2,977 lives we lost and honor those who risked and gave their lives. As we saw in the days that followed, unity is our greatest strength. It’s what makes us who we are — and we can’t forget that. pic.twitter.com/WysK8m3LAb
— President Biden (@POTUS) September 10, 202120 years after September 11, 2001, we commemorate the 2,977 lives we lost and honor those who risked and gave their lives. As we saw in the days that followed, unity is our greatest strength. It’s what makes us who we are — and we can’t forget that. pic.twitter.com/WysK8m3LAb
— President Biden (@POTUS) September 10, 2021
2001 সালের ওই জঙ্গি হামলা বিশ্বের চিত্রটা অনেকটাই বদলে দেয় ৷ পার্ল হারবারের ঘটনার পর সেই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সরাসরি কেউ আঘাত হেনেছিল ৷ যার ফলস্বরূপ যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আফগানিস্তানে যুদ্ধ হয় ৷ ইরাকে যুদ্ধ হয় ৷ পাকিস্তানে আত্মগোপনকারী ওসামা বিন লাদেনকে খতম করে আমেরিকা ৷
কিন্তু তাতে লাভ কী হয়েছে ? 9/11-র 20 বছর সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা বিশ্বে ৷ কারণ, আফগানিস্তান থেকে সম্প্রতি সেনা প্রত্যাহার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তার আগেই অবশ্য সেই দেশ তালিবানের দখলে চলে গিয়েছে ৷ সেখানে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ৷ এই নিয়ে অবশ্য বাইডেন কিছু জানাননি ৷
আরও পড়ুন : 9/11 Anniversary : কীভাবে হামলা আমেরিকায় ? 9/11 টাইমলাইন দেখলে শিউরে উঠতে হয়