ETV Bharat / international

বর্ষসেরা অ্যাওয়ার্ড ভারতীয়-অ্যামেরিকান বিজ্ঞানীর - বর্ষশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলেন ভারতীয়-অ্যামেরিকান বিজ্ঞানী

ওই বিজ্ঞানী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ( বম্বে) প্রাক্তন ছাত্র ৷ চলতি মাসের শুরুতে তাঁকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরষ্কার দেওয়া হয় ৷

Indian-American scientist wins 'Inventor of the Year' award
বর্ষশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলেন ভারতীয়-অ্যামেরিকান বিজ্ঞানী
author img

By

Published : May 30, 2020, 5:05 PM IST

নিউ ইয়র্ক, 30 মে : বর্ষশ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এক ভারতীয়-অ্যামেরিকান বিজ্ঞানী ৷ বিজ্ঞানী রাজীব ভি যোশী ৷ বৈদ্যুতিন শিল্পে অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দক্ষতায় উন্নয়নের ক্ষেত্রে কাজের জন্য এই পুরষ্কার পান তিনি ৷ নিউ ইয়র্ক ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল অ্যাসোসিয়েশন ইনভেন্টর হিসাবে বর্ষশ্রেষ্ঠ পুরস্কার জিতেছেন তিনি ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বিজ্ঞানী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (বম্বে) প্রাক্তন ছাত্র ৷ চলতি মাসের শুরুতে তাঁকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরষ্কার দেওয়া হয় ৷ IBM টমাস জে ওয়াটসন রিসার্চ সেন্টারে কর্মরত যোশীর কাছে বর্তমানে 235 টি পেটেন্ট রয়েছে ৷ তাঁর কাজ ইন্টিগ্রেটেড সার্কিট ও মেমরি চিপগুলির বিকাশ ৷

তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একজন সহযোগী ৷ রাজীব যোশী মুম্বই থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নেন ৷ এরপর 1977 সালে MIT থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য অ্যামেরিকায় আসেন । এরপর 2013 সালে IEEE সার্কিট অ্যান্ড সিস্টেমস সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়াল পাইওনিয়ার অ্যাওয়ার্ড ও 2018 সালে IEEE ড্যানিয়েল ই. নোবেল পুরষ্কার পেয়েছেন ।

রাজীব যোশীর গবেষণালব্ধ আন্তঃসংযোগযুক্ত প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম, টংস্টন ও তামা প্রযুক্তিগুলির কাঠামো IBM - ও বিভিন্ন প্রযুক্তির জন্য বহুল ব্যবহৃত হয় । যোশী স্মৃতির উপরও কাজ করেছেন ৷ লাইসেন্সিংয়ে অবদানের জন্য তিনি 3 টি অসামান্য প্রযুক্তিগত পুরষ্কার ( OTAs ) অর্জন করেছেন ৷ সেগুলি 3 টি সর্বোচ্চ কর্পোরেট পেটেন্ট পোর্টফোলিও পুরষ্কার । IIT রুরকির একজন বিশিষ্ট ভিজিটিং প্রোফেসরের সঙ্গে কাজের পর তিনি অগাস্ট 2014 তে নিকোলা টেসলার সঙ্গে নিউ জার্সি ইনভেন্টার হল অফ ফেমের অন্তর্ভুক্ত হন ।

নিউ ইয়র্ক, 30 মে : বর্ষশ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এক ভারতীয়-অ্যামেরিকান বিজ্ঞানী ৷ বিজ্ঞানী রাজীব ভি যোশী ৷ বৈদ্যুতিন শিল্পে অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দক্ষতায় উন্নয়নের ক্ষেত্রে কাজের জন্য এই পুরষ্কার পান তিনি ৷ নিউ ইয়র্ক ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল অ্যাসোসিয়েশন ইনভেন্টর হিসাবে বর্ষশ্রেষ্ঠ পুরস্কার জিতেছেন তিনি ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বিজ্ঞানী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (বম্বে) প্রাক্তন ছাত্র ৷ চলতি মাসের শুরুতে তাঁকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরষ্কার দেওয়া হয় ৷ IBM টমাস জে ওয়াটসন রিসার্চ সেন্টারে কর্মরত যোশীর কাছে বর্তমানে 235 টি পেটেন্ট রয়েছে ৷ তাঁর কাজ ইন্টিগ্রেটেড সার্কিট ও মেমরি চিপগুলির বিকাশ ৷

তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একজন সহযোগী ৷ রাজীব যোশী মুম্বই থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নেন ৷ এরপর 1977 সালে MIT থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য অ্যামেরিকায় আসেন । এরপর 2013 সালে IEEE সার্কিট অ্যান্ড সিস্টেমস সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়াল পাইওনিয়ার অ্যাওয়ার্ড ও 2018 সালে IEEE ড্যানিয়েল ই. নোবেল পুরষ্কার পেয়েছেন ।

রাজীব যোশীর গবেষণালব্ধ আন্তঃসংযোগযুক্ত প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম, টংস্টন ও তামা প্রযুক্তিগুলির কাঠামো IBM - ও বিভিন্ন প্রযুক্তির জন্য বহুল ব্যবহৃত হয় । যোশী স্মৃতির উপরও কাজ করেছেন ৷ লাইসেন্সিংয়ে অবদানের জন্য তিনি 3 টি অসামান্য প্রযুক্তিগত পুরষ্কার ( OTAs ) অর্জন করেছেন ৷ সেগুলি 3 টি সর্বোচ্চ কর্পোরেট পেটেন্ট পোর্টফোলিও পুরষ্কার । IIT রুরকির একজন বিশিষ্ট ভিজিটিং প্রোফেসরের সঙ্গে কাজের পর তিনি অগাস্ট 2014 তে নিকোলা টেসলার সঙ্গে নিউ জার্সি ইনভেন্টার হল অফ ফেমের অন্তর্ভুক্ত হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.