ETV Bharat / international

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি অত্যন্ত তপ্ত, সাহায্যে রাজি : ট্রাম্প - India-China stand off

সাংবাদিক বৈঠকে আবার চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, চিন ও ভারত সীমান্ত পরিস্থিতি অত্যন্ত তপ্ত ।

trump
trump
author img

By

Published : Sep 5, 2020, 3:30 PM IST

ওয়াশিংটন, 5 সেপ্টেম্বর : মধ্যস্থতার প্রস্তাব আগেও দিয়েছিলেন । গতকাল সাংবাদিক বৈঠকে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প । বলেন, চিন ও ভারত সীমান্ত পরিস্থিতি অত্যন্ত তপ্ত । চিন এই পরিস্থিতিকে আরও খারাপ জায়গায় নিয়ে যেতে পারে । তবে অ্যামেরিকা সাহায্য করতে প্রস্তুত ।

চিন ও ভারতের সীমান্তে গালওয়ানে সেনার মধ্যে সংঘর্ষের পর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । সেই সময়েও চিনের প্রতিই অভিযোগ করেছিলেন তিনি । তবে ভারতের তরফে মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করা হয়নি । তিনি সেই সময়ও বলেছিলেন, ভারত ও চিনের সঙ্গে কথা হয়েছে । প্রয়োজনে মধ্যস্থতা করতেও চাই ।

মার্চ-এপ্রিল মাস থেকে গালওয়ান উপত্যকায় চিন ও ভারত সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় । জুনে সংঘর্ষে মৃত্যু হয় 20 জন ভারতীয় জওয়ানের । এরপরই ভারতের তরফে সবরকমভাবে প্রস্তুতি নেওয়া হয় । সীমান্তে সেনা বাড়ানো হয় । চিন এবং ভারতীয় সামরিক স্তরে একাধিক বৈঠক চলে । এরপর সীমান্ত পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও সম্প্রতি আবার পরিস্থিতি উত্তপ্ত হয় । মস্কোতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

এই সময়েই লাদাখে চিন-ভারত সীমান্ত নিয়ে আবার আশঙ্কা প্রকাশ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প । গতকাল হোয়াইট হাউজ়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমরা চিন ও ভারতের বিষয়ে কথা বলছি । আপনারা জানেন সেখানে পরিস্থিতি খুব তপ্ত । ভারত ও চিনের প্রতি সম্মান জানিয়েই আমরা সাহায্য করতে প্রস্তুত । "

তাঁর সংযোজন, "যদি আমরা কিছু করতে পারি । আমরা সাহায্য করতে চাই । দুই দেশের সঙ্গেই এই বিষয়ে কথা বলছি ।"

মস্কোতে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নেন রাজনাথ সিং । সেখানে ছিলেন চিনের প্রতিরক্ষামন্ত্রীও । মস্কোয় যাওয়ার আগেই প্রতিরক্ষামন্ত্রকের সূত্রে জানানো হয়েছিল, বৈঠকে চিনের সঙ্গে কোনও আলোচনা নয় । কিন্তু পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত নেয় দুইপক্ষই । বৈঠকের পর রাজনাথ জানান, এই উত্তপ্ত পরিস্থিতি একমাত্র আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব । এইদিকে চিনের অভিযোগের আঙুল ভারতের দিকে । উত্তপ্ত পরিস্থিতির জন্য ভারতকে দায়ি করে চিনের হুঁশিয়ারি, "এক ইঞ্চিও জমি ছাড়ব না ।"

ওয়াশিংটন, 5 সেপ্টেম্বর : মধ্যস্থতার প্রস্তাব আগেও দিয়েছিলেন । গতকাল সাংবাদিক বৈঠকে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প । বলেন, চিন ও ভারত সীমান্ত পরিস্থিতি অত্যন্ত তপ্ত । চিন এই পরিস্থিতিকে আরও খারাপ জায়গায় নিয়ে যেতে পারে । তবে অ্যামেরিকা সাহায্য করতে প্রস্তুত ।

চিন ও ভারতের সীমান্তে গালওয়ানে সেনার মধ্যে সংঘর্ষের পর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । সেই সময়েও চিনের প্রতিই অভিযোগ করেছিলেন তিনি । তবে ভারতের তরফে মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করা হয়নি । তিনি সেই সময়ও বলেছিলেন, ভারত ও চিনের সঙ্গে কথা হয়েছে । প্রয়োজনে মধ্যস্থতা করতেও চাই ।

মার্চ-এপ্রিল মাস থেকে গালওয়ান উপত্যকায় চিন ও ভারত সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় । জুনে সংঘর্ষে মৃত্যু হয় 20 জন ভারতীয় জওয়ানের । এরপরই ভারতের তরফে সবরকমভাবে প্রস্তুতি নেওয়া হয় । সীমান্তে সেনা বাড়ানো হয় । চিন এবং ভারতীয় সামরিক স্তরে একাধিক বৈঠক চলে । এরপর সীমান্ত পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও সম্প্রতি আবার পরিস্থিতি উত্তপ্ত হয় । মস্কোতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

এই সময়েই লাদাখে চিন-ভারত সীমান্ত নিয়ে আবার আশঙ্কা প্রকাশ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প । গতকাল হোয়াইট হাউজ়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমরা চিন ও ভারতের বিষয়ে কথা বলছি । আপনারা জানেন সেখানে পরিস্থিতি খুব তপ্ত । ভারত ও চিনের প্রতি সম্মান জানিয়েই আমরা সাহায্য করতে প্রস্তুত । "

তাঁর সংযোজন, "যদি আমরা কিছু করতে পারি । আমরা সাহায্য করতে চাই । দুই দেশের সঙ্গেই এই বিষয়ে কথা বলছি ।"

মস্কোতে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নেন রাজনাথ সিং । সেখানে ছিলেন চিনের প্রতিরক্ষামন্ত্রীও । মস্কোয় যাওয়ার আগেই প্রতিরক্ষামন্ত্রকের সূত্রে জানানো হয়েছিল, বৈঠকে চিনের সঙ্গে কোনও আলোচনা নয় । কিন্তু পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত নেয় দুইপক্ষই । বৈঠকের পর রাজনাথ জানান, এই উত্তপ্ত পরিস্থিতি একমাত্র আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব । এইদিকে চিনের অভিযোগের আঙুল ভারতের দিকে । উত্তপ্ত পরিস্থিতির জন্য ভারতকে দায়ি করে চিনের হুঁশিয়ারি, "এক ইঞ্চিও জমি ছাড়ব না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.