ETV Bharat / international

বিদায়ি ভাষণে বাইডেন প্রশাসনের সাফল্য কামনা ট্রাম্পের - অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে কোনও নতুন যুদ্ধ শুরু করিনি : বিদায়ী ভাষণে ট্রাম্প

আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি বাইডেনের শপথ-গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না ৷ রীতি অনুসারে বিদায়ি প্রেসিডেন্ট এবং অন্য প্রেসিডেন্টরা নতুন প্রেসিডেন্টের পিছনের সারিতে বসেন ৷ এটাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের প্রতীক হিসেবেও ধরা হয় ৷

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Jan 20, 2021, 9:02 AM IST

ওয়াশিংটন, 20 জানুয়ারি : মঙ্গলবার নিজের বিদায়ি ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ তুলে ধরলেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর সাফল্যের কথা ৷ এছাড়া আসন্ন সরকারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তিনি ৷ আগে থেকে রেকর্ড করা 19 মিনিটের একটি ভিডিয়োয় ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার নিন্দা করেন ৷ বলেন, অ্যামেরিকা বিশ্বস্ত এবং শান্তিকামী নাগরিকদের দেশ ৷ এখানকার বাসিন্দারা সবসময় দেশের উন্নতি ও সমৃদ্ধি চান ৷

বুধবার রাষ্ট্রপতি নির্বাচিত জো বাইডেনের শপথ-গ্রহণের একদিন আগে এই ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ সাধারণের প্রতি তাঁর ভাষণে বাইডেনের নাম ধরে একবারও সম্বোধন করেননি ট্রাম্প ৷ তিনি আগেই ঘোষণা করেছিলেন, বাইডেনের শপথ-গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না ৷ রীতি অনুসারে বিদায়ি প্রেসিডেন্ট এবং অন্য প্রেসিডেন্টরা নতুন প্রেসিডেন্টের পিছনের সারিতে বসেন ৷ এটাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ধরা হয় ৷

ভাষণে ট্রাম্প বলেন, ‘‘ আমার প্রিয় অ্যামেরিকাবাসী, চার বছর আগে দেশের পুনর্গঠনের জন্য চেষ্টা শুরু করেছিলাম । সংক্ষেপে অ্যামেরিকাবাসীর কাছে পুনরায় এক মহান অ্যামেরিকা বানানোর মিশনে ছিলাম ৷ দলের সঙ্গে সবসময় আছি ৷ আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত ৷’’ তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য সমর্থকদের তিনি ধন্যবাদ জানান ৷

তিনি আরও বলেন, ‘‘আমরা দেশে নিজেদের শক্তি বাড়িয়েছি ৷ এবং বহির্বিশ্বে অ্যামরিকা নেতৃত্ব দিয়েছে ৷ বিশ্বের ইতিহাসে সবথেকে সাবলীল অর্থনীতি তৈরি করেছি ৷ আমরা আমাদের জোটকে পুনরুজ্জীবিত করেছি এবং বিশ্বের বিভিন্ন দেশকে চিনের সামনে দাঁড়াতে সমাবেশ করেছি ৷ যেটা আগে কখনও হয়নি । ব্যক্তিগতভাবে আমি গর্বিত কারণ, দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমি কোনও নতুন যুদ্ধ শুরু করিনি ৷’’

আরও পড়ুন : বাইডেনের শপথের দিন সকালেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘‘ সবথেকে গুতরুত্বপূর্ণ, আমরা চিনের উপর শুল্ক আরোপ করেছি ৷ কিন্তু সবকিছু সামলে ওঠার আগেই গোটা বিশ্ব চিনের ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে ৷ আমাদের বাণিজ্যিক সম্পর্ক পরিবর্তন হচ্ছিল ৷ অ্যামেরিকায় কোটি কোটি ডলার ঢালা হয়েছে, কিন্তু এই মারণ ভাইরাস আমাদের দিক পরিবর্তন করতে বাধ্য করেছে ৷’’

ওয়াশিংটন, 20 জানুয়ারি : মঙ্গলবার নিজের বিদায়ি ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ তুলে ধরলেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর সাফল্যের কথা ৷ এছাড়া আসন্ন সরকারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান তিনি ৷ আগে থেকে রেকর্ড করা 19 মিনিটের একটি ভিডিয়োয় ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার নিন্দা করেন ৷ বলেন, অ্যামেরিকা বিশ্বস্ত এবং শান্তিকামী নাগরিকদের দেশ ৷ এখানকার বাসিন্দারা সবসময় দেশের উন্নতি ও সমৃদ্ধি চান ৷

বুধবার রাষ্ট্রপতি নির্বাচিত জো বাইডেনের শপথ-গ্রহণের একদিন আগে এই ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ সাধারণের প্রতি তাঁর ভাষণে বাইডেনের নাম ধরে একবারও সম্বোধন করেননি ট্রাম্প ৷ তিনি আগেই ঘোষণা করেছিলেন, বাইডেনের শপথ-গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না ৷ রীতি অনুসারে বিদায়ি প্রেসিডেন্ট এবং অন্য প্রেসিডেন্টরা নতুন প্রেসিডেন্টের পিছনের সারিতে বসেন ৷ এটাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ধরা হয় ৷

ভাষণে ট্রাম্প বলেন, ‘‘ আমার প্রিয় অ্যামেরিকাবাসী, চার বছর আগে দেশের পুনর্গঠনের জন্য চেষ্টা শুরু করেছিলাম । সংক্ষেপে অ্যামেরিকাবাসীর কাছে পুনরায় এক মহান অ্যামেরিকা বানানোর মিশনে ছিলাম ৷ দলের সঙ্গে সবসময় আছি ৷ আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত ৷’’ তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য সমর্থকদের তিনি ধন্যবাদ জানান ৷

তিনি আরও বলেন, ‘‘আমরা দেশে নিজেদের শক্তি বাড়িয়েছি ৷ এবং বহির্বিশ্বে অ্যামরিকা নেতৃত্ব দিয়েছে ৷ বিশ্বের ইতিহাসে সবথেকে সাবলীল অর্থনীতি তৈরি করেছি ৷ আমরা আমাদের জোটকে পুনরুজ্জীবিত করেছি এবং বিশ্বের বিভিন্ন দেশকে চিনের সামনে দাঁড়াতে সমাবেশ করেছি ৷ যেটা আগে কখনও হয়নি । ব্যক্তিগতভাবে আমি গর্বিত কারণ, দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমি কোনও নতুন যুদ্ধ শুরু করিনি ৷’’

আরও পড়ুন : বাইডেনের শপথের দিন সকালেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘‘ সবথেকে গুতরুত্বপূর্ণ, আমরা চিনের উপর শুল্ক আরোপ করেছি ৷ কিন্তু সবকিছু সামলে ওঠার আগেই গোটা বিশ্ব চিনের ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে ৷ আমাদের বাণিজ্যিক সম্পর্ক পরিবর্তন হচ্ছিল ৷ অ্যামেরিকায় কোটি কোটি ডলার ঢালা হয়েছে, কিন্তু এই মারণ ভাইরাস আমাদের দিক পরিবর্তন করতে বাধ্য করেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.