ETV Bharat / international

কোরোনার থাবায় 100 দিনের মধ্য়ে অনাথ 4 বছরের শিশু - রোজ়ি সালিনাস

ছোট্ট রাইডেন এই মাসের শেষে চার বছর পূর্ণ করবে ৷ তার জন্য় একটি ফান্ড রাইজ়িং সংস্থা টাকা তুলছে ৷ বর্তমানে সে তার ঠাকুমা রোজ়ি সালিনাসের সঙ্গে থাকে ৷ তিনি জানান, তাঁদের পরিবারের সঙ্গে এই দুর্ঘটনা প্রথম ঘটে জুন মাসে ৷ যখন অ্য়াডানের সঙ্গে কাজ করা অন্য় এক ট্রাক ড্রাইভার কোরোনা আক্রান্ত হন ৷ এরপর অ্য়াডান নিজের কোরোনা পরীক্ষা করালে তাঁরও রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর গত 3 জুন অ্য়াডান হাসপাতালে ভরতি হন ৷

heartbroken-four-year-old-boy-texas-loses-parents-100-days-coronavirus
প্রতীকী ছবি
author img

By

Published : Nov 15, 2020, 9:40 PM IST

Updated : Nov 15, 2020, 9:51 PM IST

টেক্সাস, 15 নভেম্বর : কোরোনার প্রকোপে মাত্র 100 দিনের মধ্য়ে অনাথ হয়ে গেল টেক্সাসের 4 বছরের ছোট্ট রাইডেন গোনজ়ালেজ় ৷ ছোট্টো শিশুটি তার বাবা অ্য়াডান ও মা মারিয়া গোনজ়ালেজ়ের সঙ্গে থাকত ৷ কিন্তু কোরোনা সংক্রমিত হয়ে জুন মাসে মারা যায় তার বাবা অ্য়াডান ৷ তার কয়েক মাসের ব্য়বধানে হঠাৎই মৃত্য়ু হয় রাইডেনের মা মারিয়ার ৷ পরে পরীক্ষায় দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন ৷

ছোট্ট রাইডেন এই মাসের শেষে চার বছর পূর্ণ করবে ৷ তার জন্য় একটি ফান্ড রাইজ়িং সংস্থা টাকা তুলছে ৷ বর্তমানে সে তার ঠাকুমা রোজ়ি সালিনাসের সঙ্গে থাকে ৷ তিনি জানান, তাঁদের পরিবারের সঙ্গে এই দুর্ঘটনা প্রথম ঘটে জুন মাসে ৷ যখন অ্য়াডানের সঙ্গে কাজ করা অন্য় এক ট্রাক ড্রাইভার কোরোনা আক্রান্ত হন ৷ এরপর অ্য়াডান নিজের কোরোনা পরীক্ষা করালে তাঁরও রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর 3 জুন অ্য়াডান হাসপাতালে ভরতি হন ৷ তাঁর চার সপ্তাহ পরে 26 জুন অ্য়াডান মারা যান ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সেখানে ভরতি রোগীদের মধ্য়ে অ্য়াডন সবচেয়ে দুর্বল ছিলেন ৷ ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ অ্য়াডানের স্ত্রী তথা রাইডেনের মা একজন শিক্ষিকা ছিলেন ৷ তিনি অ্য়াডানের স্মরণ সভা আয়োজন করেছিলেন বলে জানান রাইডেনের ঠাকুমা রোজ়ি ৷ কিন্তু, 5 অক্টোবর মারিয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৷ তার কয়েক ঘণ্টার মধ্য়েই তিনি মারা যান ৷

জন্মের পর থেকে একদিনের জন্য় রাইডেন তাঁর মাকে ছাড়া থাকেনি বলে মার্কিন এক সংবাদমাধ্য়মকে জানিয়েছেন রোজ়ি ৷ কিছুদিন আগে সকালে ঘুম থেকে উঠে ছোট্ট রাইডেন তাঁকে জানায় , সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, যাতে তার মাকে আবার ফিরিয়ে দেওয়া হয় ৷ তবে, তার কোনো জবাব রোজ়ি, রাইডেনকে দিতে পারেননি ৷

টেক্সাস, 15 নভেম্বর : কোরোনার প্রকোপে মাত্র 100 দিনের মধ্য়ে অনাথ হয়ে গেল টেক্সাসের 4 বছরের ছোট্ট রাইডেন গোনজ়ালেজ় ৷ ছোট্টো শিশুটি তার বাবা অ্য়াডান ও মা মারিয়া গোনজ়ালেজ়ের সঙ্গে থাকত ৷ কিন্তু কোরোনা সংক্রমিত হয়ে জুন মাসে মারা যায় তার বাবা অ্য়াডান ৷ তার কয়েক মাসের ব্য়বধানে হঠাৎই মৃত্য়ু হয় রাইডেনের মা মারিয়ার ৷ পরে পরীক্ষায় দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত ছিলেন ৷

ছোট্ট রাইডেন এই মাসের শেষে চার বছর পূর্ণ করবে ৷ তার জন্য় একটি ফান্ড রাইজ়িং সংস্থা টাকা তুলছে ৷ বর্তমানে সে তার ঠাকুমা রোজ়ি সালিনাসের সঙ্গে থাকে ৷ তিনি জানান, তাঁদের পরিবারের সঙ্গে এই দুর্ঘটনা প্রথম ঘটে জুন মাসে ৷ যখন অ্য়াডানের সঙ্গে কাজ করা অন্য় এক ট্রাক ড্রাইভার কোরোনা আক্রান্ত হন ৷ এরপর অ্য়াডান নিজের কোরোনা পরীক্ষা করালে তাঁরও রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর 3 জুন অ্য়াডান হাসপাতালে ভরতি হন ৷ তাঁর চার সপ্তাহ পরে 26 জুন অ্য়াডান মারা যান ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সেখানে ভরতি রোগীদের মধ্য়ে অ্য়াডন সবচেয়ে দুর্বল ছিলেন ৷ ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ অ্য়াডানের স্ত্রী তথা রাইডেনের মা একজন শিক্ষিকা ছিলেন ৷ তিনি অ্য়াডানের স্মরণ সভা আয়োজন করেছিলেন বলে জানান রাইডেনের ঠাকুমা রোজ়ি ৷ কিন্তু, 5 অক্টোবর মারিয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৷ তার কয়েক ঘণ্টার মধ্য়েই তিনি মারা যান ৷

জন্মের পর থেকে একদিনের জন্য় রাইডেন তাঁর মাকে ছাড়া থাকেনি বলে মার্কিন এক সংবাদমাধ্য়মকে জানিয়েছেন রোজ়ি ৷ কিছুদিন আগে সকালে ঘুম থেকে উঠে ছোট্ট রাইডেন তাঁকে জানায় , সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, যাতে তার মাকে আবার ফিরিয়ে দেওয়া হয় ৷ তবে, তার কোনো জবাব রোজ়ি, রাইডেনকে দিতে পারেননি ৷

Last Updated : Nov 15, 2020, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.