ETV Bharat / international

গুগলের পর এবার অ্যালফাবেট-এর দায়িত্বে পিচাই

author img

By

Published : Dec 4, 2019, 8:58 AM IST

গুগলের শাখা সংস্থা 'অ্যালফাবেট'- এর CEO (মুখ্য নির্বাহী আধিকারিক) হিসেবে নিযুক্ত হলেন সুন্দর পিচাই ৷

sundar pichai
sundar pichai

সান ফ্রানসিস্কো , 4 ডিসেম্বর : সুন্দর পিচাই গুগলের শাখা সংস্থা 'অ্যালফাবেট'- এর CEO (মুখ্য নির্বাহী আধিকারিক) হিসেবে দায়িত্ব নিলেন৷ গুগলের CEO পিচাইকে গতকাল এই নতুন দায়িত্ব দেওয়া হয় । কোম্পানির তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ৷ এর আগে 'অ্যালফাবেট'- এর দায়িত্বে ছিলেন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৷

অ্যালফাবেট সংস্থায় মূলত চালকহীন যান ও জীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম হয় । 2015 সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয় ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পিচাইকে দায়িত্ব দেওয়া হলেও গুগলের যৌথ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিন 'অ্যালফাবেট'-এর সঙ্গে ভবিষ্যতেও যু্ক্ত থাকবেন ৷ তবে তাঁরা মূলত কম্পানির পরিচালন বোর্ডের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন ।

পিচাইকে দায়িত্ব দেওয়ার পর পেজ ও ব্রিন কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন ৷ চিঠিতে তাঁরা লেখেন , "উপযুক্ত ব্যক্তির হাতেই কম্পানির দায়িত্ব দেওয়া সঠিক বলে মনে হয়েছে ৷ আমাদের গ্রাহক, সহযোগী ও কর্মীদের মধ্যে প্রযুক্তি সম্পর্কে আগ্রহ তৈরি করেছেন সুন্দর পিচাই ৷ ভবিষ্যতে গুগল ও অ্যালফাবেট সংস্থা পরিচালনার জন্য তিনিই উপযুক্ত ৷ "

খড়গপুর IIT থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন সুন্দর পিচাই ৷ পরবর্তীতে অ্যামেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি মেটিরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং পড়েন ৷

সান ফ্রানসিস্কো , 4 ডিসেম্বর : সুন্দর পিচাই গুগলের শাখা সংস্থা 'অ্যালফাবেট'- এর CEO (মুখ্য নির্বাহী আধিকারিক) হিসেবে দায়িত্ব নিলেন৷ গুগলের CEO পিচাইকে গতকাল এই নতুন দায়িত্ব দেওয়া হয় । কোম্পানির তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ৷ এর আগে 'অ্যালফাবেট'- এর দায়িত্বে ছিলেন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৷

অ্যালফাবেট সংস্থায় মূলত চালকহীন যান ও জীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম হয় । 2015 সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয় ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পিচাইকে দায়িত্ব দেওয়া হলেও গুগলের যৌথ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জে ব্রিন 'অ্যালফাবেট'-এর সঙ্গে ভবিষ্যতেও যু্ক্ত থাকবেন ৷ তবে তাঁরা মূলত কম্পানির পরিচালন বোর্ডের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন ।

পিচাইকে দায়িত্ব দেওয়ার পর পেজ ও ব্রিন কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন ৷ চিঠিতে তাঁরা লেখেন , "উপযুক্ত ব্যক্তির হাতেই কম্পানির দায়িত্ব দেওয়া সঠিক বলে মনে হয়েছে ৷ আমাদের গ্রাহক, সহযোগী ও কর্মীদের মধ্যে প্রযুক্তি সম্পর্কে আগ্রহ তৈরি করেছেন সুন্দর পিচাই ৷ ভবিষ্যতে গুগল ও অ্যালফাবেট সংস্থা পরিচালনার জন্য তিনিই উপযুক্ত ৷ "

খড়গপুর IIT থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন সুন্দর পিচাই ৷ পরবর্তীতে অ্যামেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি মেটিরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং পড়েন ৷

New Delhi, Dec 04 (ANI): Students of Jawaharlal Nehru University (JNU) took out a protest march with torches. They protested inside the University Campus. Students demanded the complete rollback of hostel manual and fee hike. Protests had begun after the university hiked the rate of student's room rent, mess charges among others. The hike was also partially rolled back following the protests

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.