ETV Bharat / international

1921 সালের হিউস্টন সফরের শতবর্ষ পালন, রবীন্দ্র আলোয় ভাসল অ্যামেরিকা - কবিগুরু রবীন্দ্রনাথ

1921 সালের ফেব্রুয়ারি মাসে হিউস্টন সফরে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ । সেই ঘটনার শতবর্ষ পালিত হল অ্যামেরিকায় । রবীন্দ্রসঙ্গীত, কবিতায় গুঞ্জরিত হল মার্কিন মুলুক ।

Centenary celebration for Tagore's 1921 visit to Houston
রবীন্দ্র আলোয় ভাসল অ্যামেরিকা
author img

By

Published : Feb 17, 2021, 11:06 AM IST

হিউস্টন, 17 ফেব্রুয়ারি: রবীন্দ্র আলোয় উদ্ভাসিত হল অ্যামেরিকা । কবিগুরুর হিউস্টন সফরের শতবর্ষ পালিত হল মার্কিন মুলুকে । রে মিলার পার্কে টেগোর গ্রোভ মেমোরিয়ালে রবি ঠাকুরেরই গান ও কবিতার অনলাইন প্রেজ়েন্টেশন শ্রদ্ধা জানানো হল কবিকে ।

1921 সালের ফেব্রুয়ারি মাসে হিউস্টন সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । তারই 100 বছর পূর্তি উপলক্ষে টেগোর সোসাইটি অফ হিউস্টন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউস্টনের কনসাল জেনারেল আসীম মহাজন ও আরও বেশ কয়েকজন অতিথি । তবে কোভিড পরিস্থিতির কথা মাথা রেখে জনগণের আধিক্য রাখা হয়নি । এ দিনের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান টেগোর সোসাইটি অফ হিউস্টনের সভাপতি গোপেন্দু চক্রবর্তী । আজকের দিনে দুনিয়াজুড়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে কবিগুরুর লেখা কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরেন হিউস্টনের কনসাল জেনারেল । তিনি বলেন, ''শতবর্ষ আগে টেগোরের হিউস্টন সফর পালন একটা দারুণ বিষয় । সে বার নিজের দ্বিতীয় আন্তর্মহাদেশীয় বক্তৃতা দিতে অ্যামেরিকায় এসেছিলেন রবীন্দ্রনাথ । রাইস বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন তিনি । ভারত ও অ্যামেরিকার মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে কনসুলেট কাজ করবে ।''

রবি ঠাকুরের হিউস্টন সফরের বিষয়ে সবিস্তার জানান টিএসএইচের সমর্থক তথা পরামর্শদাতা প্রদীপ আনন্দ । কবিগুরুর ভাষা কীভাবে টেক্সাসবাসীকে উদ্দীপিত করেছিল, কীভাবে মার্কিন তহবিলের 15 শতাংশই হিউস্টন থেকে এসেছিল, সে সব গল্প তুলে ধরেন তিনি । প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, আর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন পার্থ সেন । আবৃত্তি করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেন ব্রততী বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ের 107 বছর পূর্তি

2013 সালে টেগোর গ্রোভ মেমোরিয়ালে রবি ঠাকুরের পূর্ণ উচ্চতার একটি ব্রোঞ্জের মূর্তির উন্মোচন করা হয় । তাঁর জন্মস্থান ভারত ছাড়া অন্য দেশে কবিগুরুর পূর্ণ উচ্চতার মূর্তি এই নিয়ে ষষ্ঠ । আর অ্যামেরিকায় এমন মূর্তির উন্মোচন সেই প্রথম ।

হিউস্টন, 17 ফেব্রুয়ারি: রবীন্দ্র আলোয় উদ্ভাসিত হল অ্যামেরিকা । কবিগুরুর হিউস্টন সফরের শতবর্ষ পালিত হল মার্কিন মুলুকে । রে মিলার পার্কে টেগোর গ্রোভ মেমোরিয়ালে রবি ঠাকুরেরই গান ও কবিতার অনলাইন প্রেজ়েন্টেশন শ্রদ্ধা জানানো হল কবিকে ।

1921 সালের ফেব্রুয়ারি মাসে হিউস্টন সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । তারই 100 বছর পূর্তি উপলক্ষে টেগোর সোসাইটি অফ হিউস্টন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউস্টনের কনসাল জেনারেল আসীম মহাজন ও আরও বেশ কয়েকজন অতিথি । তবে কোভিড পরিস্থিতির কথা মাথা রেখে জনগণের আধিক্য রাখা হয়নি । এ দিনের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান টেগোর সোসাইটি অফ হিউস্টনের সভাপতি গোপেন্দু চক্রবর্তী । আজকের দিনে দুনিয়াজুড়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে কবিগুরুর লেখা কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরেন হিউস্টনের কনসাল জেনারেল । তিনি বলেন, ''শতবর্ষ আগে টেগোরের হিউস্টন সফর পালন একটা দারুণ বিষয় । সে বার নিজের দ্বিতীয় আন্তর্মহাদেশীয় বক্তৃতা দিতে অ্যামেরিকায় এসেছিলেন রবীন্দ্রনাথ । রাইস বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন তিনি । ভারত ও অ্যামেরিকার মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে কনসুলেট কাজ করবে ।''

রবি ঠাকুরের হিউস্টন সফরের বিষয়ে সবিস্তার জানান টিএসএইচের সমর্থক তথা পরামর্শদাতা প্রদীপ আনন্দ । কবিগুরুর ভাষা কীভাবে টেক্সাসবাসীকে উদ্দীপিত করেছিল, কীভাবে মার্কিন তহবিলের 15 শতাংশই হিউস্টন থেকে এসেছিল, সে সব গল্প তুলে ধরেন তিনি । প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, আর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন পার্থ সেন । আবৃত্তি করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেন ব্রততী বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ের 107 বছর পূর্তি

2013 সালে টেগোর গ্রোভ মেমোরিয়ালে রবি ঠাকুরের পূর্ণ উচ্চতার একটি ব্রোঞ্জের মূর্তির উন্মোচন করা হয় । তাঁর জন্মস্থান ভারত ছাড়া অন্য দেশে কবিগুরুর পূর্ণ উচ্চতার মূর্তি এই নিয়ে ষষ্ঠ । আর অ্যামেরিকায় এমন মূর্তির উন্মোচন সেই প্রথম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.