ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত ব্রাজ়িলের প্রেসিডেন্ট

author img

By

Published : Jul 8, 2020, 2:26 PM IST

ব্রাসিলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কোরোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে জানান প্রেসিডেন্ট বোলসোনারো ৷

Jair Bolsonaro
জ়ায়ার বোলসোনারো

ব্রাসিলিয়া, 8 জুলাই : COVID-19 আক্রান্ত ব্রাজ়িলের প্রেসিডেন্ট জ়ায়ার বোলসোনারো ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান বোলসোনারো ৷ ওই সময় তিনি মাস্ক পরেছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমি ভালো আছি, স্বাভাবিক আছি ৷ তবে চিকিৎসকরা আমাকে সাবধানে থাকতে বলেছেন ৷’’ প্রথম থেকে প্রেসিডেন্ট বোলসোনারে বলে এসেছেন, তিনি একজন অ্যাথলিট ৷ তিনি কখনোই কোরোনায় আক্রান্ত হতে পারেন না ৷

তাঁর সর্দি-জ্বর হয়েছিল ৷ কিন্তু, তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত বলে কখনো মানতে চাননি ৷ চতুর্থবার পরীক্ষা করার পর তাঁর শরীরে COVID-19 ভাইরাসের হদিস পাওয়া যায় ৷ প্রথম থেকে কোরোনা ভাইরাস সংক্রান্ত কোনও নির্দেশিকা মানেননি ব্রাজ়িলের প্রেসিডেন্ট ৷ প্রথম থেকে ‘‘ছোট্ট ফ্লু’’ বলে কোরোনা ভাইরাসকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ৷ এমনকী প্রকাশ্যে মাস্কও পরে আসেননি ৷ সমর্থকদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তাঁর এই উদাসীনতার জন্য ব্রাজ়িলে কোরোনা ভাইরাস এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অনেকে অভিযোগ করেছেন ৷

বোলসোনারো এমনও বলেছিলেন, ‘‘ব্রাজ়িল উষ্ণ দেশ ৷ এখানে কোরোনা ভাইরাসের প্রভাব পড়বে না ৷ চিন্তার কিছু নেই ৷’’ 4 জুলাই অ্যামেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টি করেন বোলসোনারো ৷ ব্রাজ়িলে অ্যামেরিকার দূতাবাসে প্রতিনিধিদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়াদাওয়া করেন ৷ সেইসময় মাস্ক পরেননি, সামাজিক দূরত্ব মানেননি কেউ ৷

তিনি বার বার বলেছেন, ‘‘সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ করে দিলে দেশ চালানো মুশকিল হয়ে যাবে ৷ যা কোরোনা ভাইরাসের মোকাবিলা থেকে অনেক বেশি কঠিন ৷’’ গত মাস থেকে ব্রাজ়িলের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা কমতে থাকায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয় ৷ গত সোমবার বোলসোনারো তাঁর সমর্থকদের বলেন, ‘‘আমার ফুসফুসের এক্স-রে হয়েছে ৷ তাতে ফুসফুসে কোনও সমস্যা নেই ৷ COVID-19 এর জন্য পরীক্ষা করব ৷’’

ব্রাসিলিয়া, 8 জুলাই : COVID-19 আক্রান্ত ব্রাজ়িলের প্রেসিডেন্ট জ়ায়ার বোলসোনারো ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান বোলসোনারো ৷ ওই সময় তিনি মাস্ক পরেছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমি ভালো আছি, স্বাভাবিক আছি ৷ তবে চিকিৎসকরা আমাকে সাবধানে থাকতে বলেছেন ৷’’ প্রথম থেকে প্রেসিডেন্ট বোলসোনারে বলে এসেছেন, তিনি একজন অ্যাথলিট ৷ তিনি কখনোই কোরোনায় আক্রান্ত হতে পারেন না ৷

তাঁর সর্দি-জ্বর হয়েছিল ৷ কিন্তু, তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত বলে কখনো মানতে চাননি ৷ চতুর্থবার পরীক্ষা করার পর তাঁর শরীরে COVID-19 ভাইরাসের হদিস পাওয়া যায় ৷ প্রথম থেকে কোরোনা ভাইরাস সংক্রান্ত কোনও নির্দেশিকা মানেননি ব্রাজ়িলের প্রেসিডেন্ট ৷ প্রথম থেকে ‘‘ছোট্ট ফ্লু’’ বলে কোরোনা ভাইরাসকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ৷ এমনকী প্রকাশ্যে মাস্কও পরে আসেননি ৷ সমর্থকদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তাঁর এই উদাসীনতার জন্য ব্রাজ়িলে কোরোনা ভাইরাস এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অনেকে অভিযোগ করেছেন ৷

বোলসোনারো এমনও বলেছিলেন, ‘‘ব্রাজ়িল উষ্ণ দেশ ৷ এখানে কোরোনা ভাইরাসের প্রভাব পড়বে না ৷ চিন্তার কিছু নেই ৷’’ 4 জুলাই অ্যামেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টি করেন বোলসোনারো ৷ ব্রাজ়িলে অ্যামেরিকার দূতাবাসে প্রতিনিধিদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়াদাওয়া করেন ৷ সেইসময় মাস্ক পরেননি, সামাজিক দূরত্ব মানেননি কেউ ৷

তিনি বার বার বলেছেন, ‘‘সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ করে দিলে দেশ চালানো মুশকিল হয়ে যাবে ৷ যা কোরোনা ভাইরাসের মোকাবিলা থেকে অনেক বেশি কঠিন ৷’’ গত মাস থেকে ব্রাজ়িলের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা কমতে থাকায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয় ৷ গত সোমবার বোলসোনারো তাঁর সমর্থকদের বলেন, ‘‘আমার ফুসফুসের এক্স-রে হয়েছে ৷ তাতে ফুসফুসে কোনও সমস্যা নেই ৷ COVID-19 এর জন্য পরীক্ষা করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.